কলকাতা, 20 মে : চন্দ্রবাবু নাইডুর ডাকা BJP বিরোধী বৈঠকে নাও থাকতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে পাঠাতে পারেন প্রতিনিধি দল। খবর তৃণমূল সূত্রে ।
আগামীকাল BJP বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের ডাক দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন BJP বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তার 24 ঘণ্টা আগে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আজ বিকেল পাঁচটা 25 মিনিটে মমতার সঙ্গে বৈঠকে বসেন TDP সুপ্রিমো। 45 মিনিট হয় বৈঠক। তবে বৈঠকের শেষে সাংবাদিকদের সামনে মুখ খোলেনি কোনও পক্ষই। সূত্রের খবর, আজকের বৈঠকে ইউনাইটেড ইন্ডিয়া নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, ভোটের ফল বেরনোর পর রণকৌশল কী হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে।
তবে ভোটের ফল বেরনোর আগে কোনওরকম বৈঠকে যোগ দিতে অস্বীকার করেছেন মমতা। পাশাপাশি আগামীকালের বৈঠক নিয়ে কোনও সবুজ সংকেত আসেনি। সূত্রের খবর, আগামীকাল বৈঠকে না গিয়ে প্রতিনিধি দল পাঠাতে পারেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে স্ট্রংরুমে EVM-এর সুরক্ষার দাবিতে আগামীকাল দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে তৃণমূল।