ETV Bharat / city

Mamata Banerjee : বাড়ির কাছেই বদলি শিক্ষকদের, নতুন পোর্টাল মুখ্যমন্ত্রীর - উৎসশ্রী

নবান্নের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে উৎসশ্রী পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই পোর্টালের মাধ্যমে সহজেই নিজেদের বাড়ির কাছে বদলির আবেদন করতে পারবেন সরকারি শিক্ষকরা ৷ এতে মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত জটিলতা কাটবে বলেই আশা রাজ্যে সরকারের ৷

Mamata Banerjee launched new portal to resolve the problem of mutual transfer
Mamata Banerjee : বাড়ির কাছে বদলি পাবেন শিক্ষকরা, নতুন পোর্টাল আনলেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jul 22, 2021, 6:49 PM IST

কলকাতা, 22 জুলাই : এবার থেকে আর সরকারি শিক্ষকদের দীর্ঘ পথ উজিয়ে কর্মক্ষেত্রে যেতে হবে না ৷ কারণ, শিক্ষকদের তাঁদের নিজেদের বাড়ির কাছে বা সংশ্লিষ্ট জেলাতেই বদলি করা হবে ৷ সেই সুযোগ এনে দেবে রাজ্য সরকারের নয়া পোর্টাল ‘উৎসশ্রী’ ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার সময়েই এই পোর্টালটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এই বিষয়ে আগামী দিনে বিস্তারিত তথ্য পেশ করবে রাজ্য শিক্ষা দফতর ৷

আরও পড়ুন : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘শিক্ষকদের বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব এবং বদলি নিয়ে সমস্য়া দীর্ঘদিনের ৷ সেই সমস্যা মেটাতেই উৎসশ্রীর আগমন ৷ এবার থেকে প্রত্যেক সরকারি শিক্ষক নিজের বাড়ির কাছেই অথবা সংশ্লিষ্ট জেলাতেই চাকরি করতে পারবেন ৷ তার জন্য শুধুমাত্র উৎসশ্রী পোর্টালে আবেদন করতে হবে তাঁদের ৷’’

উল্লেখ্যে, শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত জটিলতা দূর করতে গতবছরই একটি পোর্টাল খোলার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় ৷ সেই সময় তিনি জানিয়েছিলেন, নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকারা এই পোর্টালে আবেদন জানাতে পারবেন ৷ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরে মিউচুয়াল ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ট স্কুলের এনওসি-ও লাগবে না ৷ দিতে হবে না কোনও টাকা ৷ শুধুমাত্র পারস্পরিক আলোচনার মাধ্যমেই শিক্ষকরা কাঙ্খিত জায়গায় বদলি নিতে পারবেন ৷ এদিন সেই পোর্টালেরই পথ চলা শুরু হল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত দিয়ে ৷

আরও পড়ুন : দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

উৎশ্রীর উদ্বোধন করে মমতা এদিন বলেন, ‘‘রাজ্য সরকার শিক্ষকদের সুবিধার জন্যই এই পদক্ষেপ করেছে ৷ তবে কোথাও যদি একসঙ্গে 10 জন শিক্ষক একই জায়গায় বদলি নিতে চান, তাহলে সেটা তো সম্ভব নয় ৷ তাই অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে ৷’’ কেন এই পোর্টালের নাম উৎসশ্রী রাখা হল, এদিনের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উত্‍স, আর এই উত্‍সই সমস্ত কিছুর শ্রী বৃদ্ধি করে, তাই এর নাম দেওয়া হয়েছে উত্‍সশ্রী ৷’’

কলকাতা, 22 জুলাই : এবার থেকে আর সরকারি শিক্ষকদের দীর্ঘ পথ উজিয়ে কর্মক্ষেত্রে যেতে হবে না ৷ কারণ, শিক্ষকদের তাঁদের নিজেদের বাড়ির কাছে বা সংশ্লিষ্ট জেলাতেই বদলি করা হবে ৷ সেই সুযোগ এনে দেবে রাজ্য সরকারের নয়া পোর্টাল ‘উৎসশ্রী’ ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করার সময়েই এই পোর্টালটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এই বিষয়ে আগামী দিনে বিস্তারিত তথ্য পেশ করবে রাজ্য শিক্ষা দফতর ৷

আরও পড়ুন : পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

এদিনের সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘শিক্ষকদের বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব এবং বদলি নিয়ে সমস্য়া দীর্ঘদিনের ৷ সেই সমস্যা মেটাতেই উৎসশ্রীর আগমন ৷ এবার থেকে প্রত্যেক সরকারি শিক্ষক নিজের বাড়ির কাছেই অথবা সংশ্লিষ্ট জেলাতেই চাকরি করতে পারবেন ৷ তার জন্য শুধুমাত্র উৎসশ্রী পোর্টালে আবেদন করতে হবে তাঁদের ৷’’

উল্লেখ্যে, শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত জটিলতা দূর করতে গতবছরই একটি পোর্টাল খোলার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় ৷ সেই সময় তিনি জানিয়েছিলেন, নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকারা এই পোর্টালে আবেদন জানাতে পারবেন ৷ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্তরে মিউচুয়াল ট্রান্সফারের জন্য সংশ্লিষ্ট স্কুলের এনওসি-ও লাগবে না ৷ দিতে হবে না কোনও টাকা ৷ শুধুমাত্র পারস্পরিক আলোচনার মাধ্যমেই শিক্ষকরা কাঙ্খিত জায়গায় বদলি নিতে পারবেন ৷ এদিন সেই পোর্টালেরই পথ চলা শুরু হল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত দিয়ে ৷

আরও পড়ুন : দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

উৎশ্রীর উদ্বোধন করে মমতা এদিন বলেন, ‘‘রাজ্য সরকার শিক্ষকদের সুবিধার জন্যই এই পদক্ষেপ করেছে ৷ তবে কোথাও যদি একসঙ্গে 10 জন শিক্ষক একই জায়গায় বদলি নিতে চান, তাহলে সেটা তো সম্ভব নয় ৷ তাই অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে ৷’’ কেন এই পোর্টালের নাম উৎসশ্রী রাখা হল, এদিনের ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উত্‍স, আর এই উত্‍সই সমস্ত কিছুর শ্রী বৃদ্ধি করে, তাই এর নাম দেওয়া হয়েছে উত্‍সশ্রী ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.