ETV Bharat / city

KMC Election 2021 : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়ি ঘিরে ফেলে বিধাননগর পুলিশ (police surround Suvendu Adhikari house in Salt Lake) ৷ তখন বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ রাতে নির্বাচন কমিশনারের দফতরে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি ৷

KMC Election
পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার
author img

By

Published : Dec 20, 2021, 6:35 AM IST

Updated : Dec 20, 2021, 8:47 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) অশান্তির অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি (Suvendu Adhikari protesting at SEC) ৷ তার আগে নির্বাচন কমিশনারের দফতরে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা ৷ ভোটচলাকালীনও শুভেন্দুর সল্টলেকের বাড়ি ঘিরে রেখেছিল বিধাননগর পুলিশ ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

বিজেপির সর্বভারতীয় সভাপতি টুইটারে লেখেন, ‘‘পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা পৌরভোটের বিভিন্ন দৃশ্য গণতন্ত্রের পক্ষে সুখকর নয় ৷’’ নাড্ডা ছাড়াও ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আরেক কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্যও ৷

  • It is disappointing that Mamata Banerjee is using police to manhandle senior BJP leader, LoP @SuvenduWB while he was visiting the State Election Commission. Reports of widespread electoral malpractice in KMC and now this misuse of administration doesn’t augur well for democracy.

    — Jagat Prakash Nadda (@JPNadda) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভোটগ্রহন চলাকালীনই শুভেন্দুকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেয় বিধাননগর পুলিশ ৷ সেসময় তাঁর সঙ্গে একাধিক বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন ৷ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দেন শুভেন্দু ও অন্য বিজেপি নেতারা ৷ রাজভবন থেকে বেরিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতারা ৷ সেখানেও পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি নেতৃত্ব ৷ শুভেন্দু-সহ অন্য নেতাদের আসার খবর পাওয়ার পরেই নিরাপত্তা জোরদার করা হয় কমিশনের দফতরে ৷ পুলিশের পক্ষ থেকে বাধা পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ে গেরুয়াশিবির ৷

  • After murdering democracy in KMC polls, Mamata Banerjee plummets to new depths, uses police to manhandle LoP Suvendu Adhikari, tries to stop him from visiting the State Election Commission.

    Whatever she may do, nothing will wash the drubbing she received from him in Nandigram. pic.twitter.com/EF0rsKTAm6

    — Amit Malviya (@amitmalviya) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাতের দিকে টুইট করে শুভেন্দু জানান, পুলিশ তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে ৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, ঘটনার ভিডিয়ো এবং কলকাতা পুলিশের এক আধিকারিক যিনি বিজেপি নেতাদের ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ, তাঁর ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷

অন্যদিকে, বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন ৷ লেখেন, "বিজেপির প্রতিনিধিদল ব্যাপক হিংসা, কারচুপির পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরভোট বাতিলের দাবি জানিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছেন ৷ কলকাতা পুলিশ শাসকের হয়ে কাজ করেছে ৷ বিরোধী বিধায়কদের হস্টেলে তালাবন্ধ করার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও চাওয়া হয়েছে ।"

আরও পড়ুন : বাংলায় উত্তর কোরিয়ার মতো শাসন চলছে, আক্রমণ শুভেন্দুর

আর এক টুইটে রাজ্যপাল লেখেন, "প্রতিনিধিদল ভার্চুয়াল গৃহবন্দি সম্পর্কে তদন্ত চেয়েছে ৷ বিধায়কদের এই তালাবন্দির ঘটনা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে । তাঁদের মতে, শাসকদলের মন্ত্রী ও বিধায়করা কলকাতা পুলিশের অবাধ সমর্থন কাজে লাগিয়েছেন ৷"

কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) অশান্তির অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি (Suvendu Adhikari protesting at SEC) ৷ তার আগে নির্বাচন কমিশনারের দফতরে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা ৷ ভোটচলাকালীনও শুভেন্দুর সল্টলেকের বাড়ি ঘিরে রেখেছিল বিধাননগর পুলিশ ৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

বিজেপির সর্বভারতীয় সভাপতি টুইটারে লেখেন, ‘‘পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা পৌরভোটের বিভিন্ন দৃশ্য গণতন্ত্রের পক্ষে সুখকর নয় ৷’’ নাড্ডা ছাড়াও ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আরেক কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্যও ৷

  • It is disappointing that Mamata Banerjee is using police to manhandle senior BJP leader, LoP @SuvenduWB while he was visiting the State Election Commission. Reports of widespread electoral malpractice in KMC and now this misuse of administration doesn’t augur well for democracy.

    — Jagat Prakash Nadda (@JPNadda) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভোটগ্রহন চলাকালীনই শুভেন্দুকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে বেরোতে বাধা দেয় বিধাননগর পুলিশ ৷ সেসময় তাঁর সঙ্গে একাধিক বিধায়ক ও বিজেপি নেতা ছিলেন ৷ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দেন শুভেন্দু ও অন্য বিজেপি নেতারা ৷ রাজভবন থেকে বেরিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতারা ৷ সেখানেও পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি নেতৃত্ব ৷ শুভেন্দু-সহ অন্য নেতাদের আসার খবর পাওয়ার পরেই নিরাপত্তা জোরদার করা হয় কমিশনের দফতরে ৷ পুলিশের পক্ষ থেকে বাধা পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ে গেরুয়াশিবির ৷

  • After murdering democracy in KMC polls, Mamata Banerjee plummets to new depths, uses police to manhandle LoP Suvendu Adhikari, tries to stop him from visiting the State Election Commission.

    Whatever she may do, nothing will wash the drubbing she received from him in Nandigram. pic.twitter.com/EF0rsKTAm6

    — Amit Malviya (@amitmalviya) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাতের দিকে টুইট করে শুভেন্দু জানান, পুলিশ তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছে ৷ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে ৷ শুধু তাই নয়, ঘটনার ভিডিয়ো এবং কলকাতা পুলিশের এক আধিকারিক যিনি বিজেপি নেতাদের ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ, তাঁর ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ৷

অন্যদিকে, বিজেপি নেতাদের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করেন ৷ লেখেন, "বিজেপির প্রতিনিধিদল ব্যাপক হিংসা, কারচুপির পরিপ্রেক্ষিতে কলকাতা পৌরভোট বাতিলের দাবি জানিয়ে রাজ্যপালকে অনুরোধ করেছেন ৷ কলকাতা পুলিশ শাসকের হয়ে কাজ করেছে ৷ বিরোধী বিধায়কদের হস্টেলে তালাবন্ধ করার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও চাওয়া হয়েছে ।"

আরও পড়ুন : বাংলায় উত্তর কোরিয়ার মতো শাসন চলছে, আক্রমণ শুভেন্দুর

আর এক টুইটে রাজ্যপাল লেখেন, "প্রতিনিধিদল ভার্চুয়াল গৃহবন্দি সম্পর্কে তদন্ত চেয়েছে ৷ বিধায়কদের এই তালাবন্দির ঘটনা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে । তাঁদের মতে, শাসকদলের মন্ত্রী ও বিধায়করা কলকাতা পুলিশের অবাধ সমর্থন কাজে লাগিয়েছেন ৷"

Last Updated : Dec 20, 2021, 8:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.