কলকাতা, 28 নভেম্বর : শুভেন্দু অধিকারীকে দলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে এ বিষয়ে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রকার হস্তক্ষেপ করছেন না বলেই খবর। জানা গেছে, এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তৃণমূল নেত্রীর কোনও প্রকার কথা হয়নি। গোটা বিষয়টি মধ্যস্থতা করার দায়িত্বভার রয়েছে দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের উপরে। এর অন্যতম প্রধান কারণ, সৌগত রায় এবং শিশির অধিকারী দুই জনই তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ । শুধুু রাজ্য নয়, দিল্লিতেও তাঁরা এক সঙ্গে বহু দিন বহু আন্দোলন করেছেন । দুই জনের মধ্যেকার মিলও বেশ । এ জন্যই সৌগতবাবুর উপর দায়িত্ব দিয়েছেন নেত্রী । সেই মতো সৌগত রায় তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন বলেই জানা গিয়েছে। সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর কাছে আজ ফোন করেন সৌগত রায়। তবে ফোনের কথোপকথন সম্পর্কে ইটিভি ভারতকে কিছুই জানাতে চাননি তৃণমূলের বর্ষীয়ান এই সাংসদ। তবে শুভেন্দুকে দলে রাখার বিষয়ে আশাবাদী সৌগতবাবু।
মন্ত্রিত্ব থেকে পদত্যাগের মতো বড় ঘটনার পরেও শুভেন্দু অধিকারীর কাছে কারণ জানতে চাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরং গতকাল রাতে কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন তিনি। তবে শুভেন্দুকে দলে আটকে রাখতে সৌগত রায়ের উপরে যে দায়িত্বভার রয়েছে তা চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বলে খবর। সেইমতো আজ সংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে ফোন করেছিলেন সৌগত রায় । ফোনালাপ নিয়ে মুখ না খুললেও এটা স্পষ্ট যে শুভেন্দুকে নিয়েই তাদের দু'জনের কথা হয়েছে ।
এখনও পর্যন্ত শুভেন্দুকে দলে ধরে রাখতে আশাবাদী রয়েছেন বলে জানিয়েছেন সৌগত রায়। প্রসঙ্গত, আগে পর পর দু'দফায় শুভেন্দু সঙ্গে বৈঠক করেছিলেন সৌগত রায়। কিন্তু সেই বৈঠকে বরফ গলেনি। আরও একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরইমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শুভেন্দু। তবে তৃতীয় বৈঠক হতে পারে বলেই বারবার ইঙ্গিত দিয়েছেন সৌগত রায়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতেও শুভেন্দুকে নিয়ে আশাহত নন তৃণমূলের বর্ষীয়ান এই সংসদ।