ETV Bharat / city

গলছে বরফ ? সাধন ইশুতে হস্তক্ষেপ মমতার - paresh paul

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সরব হওয়াটা দলের মধ্যেই কেউ ভালো চোখে নেয়নি বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডেকে । দলের মধ্যে এই যুদ্ধ আবহকে বন্ধ করতে হস্তক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আপাতত বিতর্ক থেকে সরে আসতে চাইছে শাসকদল ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 1, 2020, 7:22 AM IST

কলকাতা, 1 জুন : বিরোধের আবহাওয়া থেকে হঠাৎ করেই সাধন পাণ্ডেকে নিয়ে চুপ শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন, চুপ হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের নেতারা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । সূত্রের খবর, দলের মধ্যে বিভেদ চাইছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হস্তক্ষেপেই বরফ গলতে শুরু করেছে । এর ফলেই আপাতত বিতর্ক থেকে সরে আসতে চাইছে শাসকদল ।
সম্প্রতি আমফান বিপর্যস্ত শহরে অব্যবস্থা অব্যাহত থাকা নিয়ে কলকাতা পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলেছিলেন সাধন পাণ্ডে । তিনি বলেছিলেন, " অনেক আগে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল । যথাসময়ে ব্যবস্থা নিলে 7 দিনের মাথাতেও কলকাতার হাল এমন থাকত না ।" তাঁর এই মন্তব্যের কারণে বেজায় চটেছিল তৃণমূল কংগ্রেস । দল বিরোধী মন্তব্য করার জন্য শো-কজ করা হয় তাঁকে ।

এরপর শুক্রবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল দল-বল নিয়ে সাধন পাণ্ডের দল বিরোধী মন্তব্যের বিরুদ্ধে সরাসরি সরব হন । 15 হাজার কর্মী নিয়ে পথে নেমে বর্ষীয়ান এই তৃণমূল নেতাকে দল থেকে তাড়ানোর জন্য সংকল্প করেন তিনি । দলের মধ্যেই এই যুদ্ধ আবহকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে নেননি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

কলকাতা, 1 জুন : বিরোধের আবহাওয়া থেকে হঠাৎ করেই সাধন পাণ্ডেকে নিয়ে চুপ শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন, চুপ হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের নেতারা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । সূত্রের খবর, দলের মধ্যে বিভেদ চাইছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হস্তক্ষেপেই বরফ গলতে শুরু করেছে । এর ফলেই আপাতত বিতর্ক থেকে সরে আসতে চাইছে শাসকদল ।
সম্প্রতি আমফান বিপর্যস্ত শহরে অব্যবস্থা অব্যাহত থাকা নিয়ে কলকাতা পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলেছিলেন সাধন পাণ্ডে । তিনি বলেছিলেন, " অনেক আগে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল । যথাসময়ে ব্যবস্থা নিলে 7 দিনের মাথাতেও কলকাতার হাল এমন থাকত না ।" তাঁর এই মন্তব্যের কারণে বেজায় চটেছিল তৃণমূল কংগ্রেস । দল বিরোধী মন্তব্য করার জন্য শো-কজ করা হয় তাঁকে ।

এরপর শুক্রবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল দল-বল নিয়ে সাধন পাণ্ডের দল বিরোধী মন্তব্যের বিরুদ্ধে সরাসরি সরব হন । 15 হাজার কর্মী নিয়ে পথে নেমে বর্ষীয়ান এই তৃণমূল নেতাকে দল থেকে তাড়ানোর জন্য সংকল্প করেন তিনি । দলের মধ্যেই এই যুদ্ধ আবহকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবে নেননি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.