ETV Bharat / city

ছবি এঁকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী - মমতা

আজ দক্ষিণ কলকাতার ত্রিধারা, যোধপুর পার্ক 95 পল্লী, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান, সমাজসেবী সংঘ-সহ অন্যান্য পুজোগুলি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Durgapuja 2020
Durgapuja 2020
author img

By

Published : Oct 17, 2020, 8:39 PM IST

Updated : Oct 17, 2020, 10:00 PM IST

কলকাতা, 17 অক্টোবর : ছবি এঁকে দক্ষিণ কলকাতার ত্রিধারার পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ত্রিধারা ছাড়াও আজ দক্ষিণ কলকাতার আরও একগুচ্ছ পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

বিগত তিনদিন ধরে পুজো উদ্বোধন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন । পাশাপাশি সশরীরে উপস্থিত হয়ে শহরের বড় পুজো মণ্ডপগুলিরও উদ্বোধন করেছেন তিনি ।

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ কলকাতার ত্রিধারা, যোধপুর পার্ক 95 পল্লী, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান, সমাজসেবী সংঘ-সহ অন্যান্য পুজোগুলি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । তবে প্রতিটি পুজো মণ্ডপে নামমাত্র সময় উপস্থিতি ছিল তাঁর । অনেকটা ঝড়ের বেগেই একের পর এক পুজো উদ্বোধন করেন তিনি । তাড়াহুড়োর মধ্যেই রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনাও করলেন । কোরোনা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার প্রার্থনা করলেন বিভিন্ন পুজো মণ্ডপে ।

সম্ভবত আগামীকাল এবছরের শেষ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । আগামীকাল ভবানীপুর 75 পল্লী, চক্রবেরিয়া সর্বজনীন-সহ অন্যান্য পুজোগুলির উদ্বোধন করবেন তিনি । এরপর পুজোর কটা দিন কালীঘাটের বাড়িতেই নিজেকে বন্দি রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 17 অক্টোবর : ছবি এঁকে দক্ষিণ কলকাতার ত্রিধারার পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ত্রিধারা ছাড়াও আজ দক্ষিণ কলকাতার আরও একগুচ্ছ পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

বিগত তিনদিন ধরে পুজো উদ্বোধন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন । পাশাপাশি সশরীরে উপস্থিত হয়ে শহরের বড় পুজো মণ্ডপগুলিরও উদ্বোধন করেছেন তিনি ।

পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আজ দক্ষিণ কলকাতার ত্রিধারা, যোধপুর পার্ক 95 পল্লী, একডালিয়া এভারগ্রিন, বাবুবাগান, সমাজসেবী সংঘ-সহ অন্যান্য পুজোগুলি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । তবে প্রতিটি পুজো মণ্ডপে নামমাত্র সময় উপস্থিতি ছিল তাঁর । অনেকটা ঝড়ের বেগেই একের পর এক পুজো উদ্বোধন করেন তিনি । তাড়াহুড়োর মধ্যেই রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনাও করলেন । কোরোনা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার প্রার্থনা করলেন বিভিন্ন পুজো মণ্ডপে ।

সম্ভবত আগামীকাল এবছরের শেষ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । আগামীকাল ভবানীপুর 75 পল্লী, চক্রবেরিয়া সর্বজনীন-সহ অন্যান্য পুজোগুলির উদ্বোধন করবেন তিনি । এরপর পুজোর কটা দিন কালীঘাটের বাড়িতেই নিজেকে বন্দি রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Oct 17, 2020, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.