কলকাতা, 9 নভেম্বর : পোস্তায় জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) উদ্বোধনে গিয়ে সবাইকে সতর্ক হয়ে উৎসব পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ ফের জানিয়ে দিলেন ছট পুজো উপলক্ষে দু'দিন ছুটি থাকছে ৷ পাশাপাশি কেন্দ্রকে একহাত নিয়ে মমতা বলেছেন, আচ্ছে দিনের বদলে দেশে এসেছে খারাপ দিন ৷ জ্বালানির দাম আকাশছোঁয়া ৷ নোটবন্দি মানুষের দুর্দশা ডেকে এনেছে ৷
মঙ্গলবার বিকেলে পোস্তাবাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়েই তিনি নাম না-করে একহাত নেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে ৷ মমতা বলেন, "পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম আগুন ৷ নোটবন্দি অনেককে ঘরবন্দি করেছে ৷ আচ্ছে দিনের বদলে এসেছে খারাপ দিন ৷ অনেকে আবার এমন আছেন, যাঁদের দিল্লি থেকে এক পয়সাও আনার ক্ষমতা নেই, অথচ সরকারের পেছনে লাগার চেষ্টা করে যাচ্ছেন ৷"
তবে জ্বালানির দাম আকাশছোঁয়া হলেও ফল, শাক-সবজির দাম যাতে খুব বেশি না-নেওয়া হয়, সে জন্য ব্যবসায়ী সমিতির কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ব্যবসায়ীদের প্রতি তাঁর আবেদন, "সাধারণ মানুষকে যাতে কষ্টে পড়তে না-হয় সেটা দেখবেন ৷ দাম বাড়াবেন না ৷ এক বছর হয়ত লাভ কম হবে ৷ এটা মানুষের জন্য সেবা ৷ আমরা আজ আছি কাল নেই ৷ কাজেই আমাদের এমন কিছু করে যেতে হবে, যাতে মানুষ অনেকদিন আমাদের মনে রাখে ৷"
আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর
কোভিডের আতঙ্কে যখন পোস্তা বাজার বন্ধ ছিল, তখন মানুষের স্বার্থে তাঁর অনুরোধেই সুরক্ষার ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীরা বাজার খুলে দিয়েছিলেন বলে এ দিন জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল না-দেখা দেয়, সে জন্য সেই সময় তাঁর কথা মেনে ব্যবসায়ীরা পাশে দাঁড়ানোয় তাঁদের এ দিন ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বাংলার শিল্পপতিরা কোভিডের তীব্র সঙ্কটের সময়ে নানা ভাবে মানুষের সাহায্যে এগিয়ে আসায় তাঁদেরও কুর্নিশ করেন মমতা ৷
আরও পড়ুন : BJP : বাংলা কি পিছিয়ে থাকবে, জ্বালানি শুল্ক কমানো নিয়ে সুকান্তর নিশানায় মমতা
আগামী কয়েকদিনও বঙ্গে থাকছে উৎসবের আবহ ৷ জগদ্ধাত্রী পুজো রয়েছে, ছট পুজো রয়েছে ৷ কোভিড বিধি মেনে উৎসব পালনের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছেন, "কোভিড যোদ্ধারা নিজেদের জীবন দিয়ে কাজ করেছেন ৷ আপনারা পুজো করুন, তবে ঘাটে যখন যাবেন, অবশ্যই মাস্ক পরবেন ৷ ধীরে ধীরে ঘাটে যাবেন ৷ তাড়াহুড়ো করবেন না ৷ তাহলে জলে ডুবে যেতে পারেন ৷" ছট পুজোয় 10 ও 11 নভেম্বর দু'দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: Mamata Banerjee : সিঙ্গুর মডেলে দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণ নয়, ঘোষণা মমতার
উৎসব পালনের সময় সব থানাকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ বলেছেন, "সব পুলিশ স্টেশনকে বলব মাইক্রোফোনের ব্যবস্থা রাখুন ৷ ঘাটে যাওয়ার আগে মাইকে ঘোষণা করবেন ৷ সতর্ক করবেন মানুষকে ৷" মমতার কথায়, "ঝড়-জল যাই হোক, উৎসবমুখর বাংলা কখনও থেমে থাকে না ৷ সবাইকে নিয়ে চলার নামই ধর্ম ৷ বিভেদ নয়, জোটবদ্ধ ভারতই সবটুকু আনন্দ দিতে পারে ৷"