ETV Bharat / city

Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার

author img

By

Published : Sep 1, 2021, 7:54 PM IST

কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ সেই তদন্ত আটকাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷

mamata banerjee government moves supreme court challenging against calcutta high court direction in post poll violence case
Post Poll Violence : ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে মমতার সরকার

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে এই খবর জানানো হয়েছে ৷

কয়েকদিন আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট ৷ খুন (Murder), ধর্ষণ (Rape)-সহ একাধিক গুরুতর অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে ৷ আর কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয় ৷

আরও পড়ুন : Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল

আদালতের রায়ের পর সিবিআইয়ের তরফে তদন্ত শুরু হয়ে গিয়েছে ৷ গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্ত করতে দেখা গিয়েছে সিবিআই আধিকারিকদের ৷ এবার সেই তদন্ত আটকাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷

প্রসঙ্গত, গত 2 মে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল প্রকাশিত হয় ৷ তার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ ৷ বিজেপির (BJP) দাবি, তাদের কর্মীদের ঘরছাড়া করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীরা ৷ অনেকে খুন হয়েছেন ৷ মহিলাদের সম্মানহানিও করা হয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার জানিয়েছেন যে ভোটের পর এই রাজ্যে কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি ৷ কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সেই মামলায় হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে বলে ৷

জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) তরফে তদন্ত করা হয় ৷ তাদের রিপোর্টে শাসক দলকেই কাঠগড়ায় তোলা হয় ৷ যদিও মানবাধিকার কমিশনের সদস্যদের বিজেপি যোগের অভিযোগ তুলে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে ৷ তার পরও মানবাধিকার কমিশনের রিপোর্টের উপর আস্থা রেখে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতারির ভয়েই সিবিআই তদন্ত চাইছেন শুভেন্দু , আদালতে দাবি রাজ্যের

এবার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এখন দেখার শীর্ষ আদালত এই মামলায় কী রায় দেয় ?

কলকাতা, 1 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজ্য সরকারের তরফে ৷ সংবাদ সংস্থা এএনআই-এর তরফে এই খবর জানানো হয়েছে ৷

কয়েকদিন আগেই ভোট পরবর্তী হিংসা নিয়ে দায়ের হওয়া মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট ৷ খুন (Murder), ধর্ষণ (Rape)-সহ একাধিক গুরুতর অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে ৷ আর কম গুরুত্বপূর্ণ অভিযোগগুলির তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয় ৷

আরও পড়ুন : Kunal-Suvendu : নারদের চার্জশিটে কেন শুভেন্দুর নাম নেই, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল

আদালতের রায়ের পর সিবিআইয়ের তরফে তদন্ত শুরু হয়ে গিয়েছে ৷ গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্ত করতে দেখা গিয়েছে সিবিআই আধিকারিকদের ৷ এবার সেই তদন্ত আটকাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷

প্রসঙ্গত, গত 2 মে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফল প্রকাশিত হয় ৷ তার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ ৷ বিজেপির (BJP) দাবি, তাদের কর্মীদের ঘরছাড়া করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীরা ৷ অনেকে খুন হয়েছেন ৷ মহিলাদের সম্মানহানিও করা হয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার জানিয়েছেন যে ভোটের পর এই রাজ্যে কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি ৷ কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সেই মামলায় হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে বলে ৷

জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) তরফে তদন্ত করা হয় ৷ তাদের রিপোর্টে শাসক দলকেই কাঠগড়ায় তোলা হয় ৷ যদিও মানবাধিকার কমিশনের সদস্যদের বিজেপি যোগের অভিযোগ তুলে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে ৷ তার পরও মানবাধিকার কমিশনের রিপোর্টের উপর আস্থা রেখে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতারির ভয়েই সিবিআই তদন্ত চাইছেন শুভেন্দু , আদালতে দাবি রাজ্যের

এবার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এখন দেখার শীর্ষ আদালত এই মামলায় কী রায় দেয় ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.