ETV Bharat / city

Suvendu Adhikari : শুভেন্দুকে রক্ষাকবচ ! সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের - Suvendu Adhikari

শুভেন্দু অধিকারীকে কোনও মামলায় গ্রেফতার করা যাবে না ৷ নতুন মামলাতেও গ্রেফতার করতে হলে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ৷ গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মানথা এই নির্দেশ দিয়েছিলেন ৷

mamata-banerjee-government-appealed-in-division-bench-against-single-bench-direction-on-suvendu-adhikari-case
Suvendu Adhikari : শুভেন্দুকে রক্ষাকবচ ! সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের
author img

By

Published : Sep 7, 2021, 3:59 PM IST

Updated : Sep 7, 2021, 4:18 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : গতকালই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মানথা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কোনও মামলায় গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি নতুন মামলাতেও গ্রেফতার করতে হলে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে নির্দেশে দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপিল করল রাজ্য । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য ।

আরও পড়ুন : Mamata Banerjee : দুর্গাপুজো কোন পথে ? আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

গতকাল দেহরক্ষীর রহস্যমৃত্যু মামলা এবং এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে মানিকতলা থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ তদন্ত চালালেও শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এছাড়া আরও তিনটি মামলায় পুলিশের তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি রাজশেখর মানথা ।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন গত ডিসেম্বরে ৷ তার পর থেকে রাজ্য সরকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার ৷ এই অভিযোগ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Subhendu Adhikari: ভবানীপুরে ভোট আটকাতে দিল্লিযাত্রা শুভেন্দুর ! বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে

পাশাপাশি তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে রাজ্য যত মামলা দায়ের করছে, সেই সমস্ত মামলার তদন্ত সিআইডিকে (CID) দিয়ে না করিয়ে সিবিআই (CBI) করুক । কারণ, সিআইডি যদি তদন্ত করে, সেই তদন্ত পক্ষপাতমূলক হবে । বেশ কয়েকদিন ধরে মামলার শুনানি চলছিল বিচারপতি রাজাশেখর মানথার সিঙ্গল বেঞ্চে ।

বিচারপতি গতকাল সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, কোনও মামলাতেই শুভেন্দু অধিকারীকে আপাতত গ্রেফতার করা যাবে না ৷ একই সঙ্গে দুটি মামলায় পুলিশ আপাতত তদন্ত যেমন করছে করুক, কিন্তু শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাঁর সুবিধা মতো জায়গায় এবং সুবিধামতো সময় তাঁকে ডেকে পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে পারবে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তি শুভেন্দুর

আর সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে আগামী যত মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হবে, সেই সমস্ত মামলায় তাঁকে গ্রেফতার করার প্রয়োজন মনে করলে আদালতের অনুমতি নিয়ে তবেই তাঁকে গ্রেফতার করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

কলকাতা, 7 সেপ্টেম্বর : গতকালই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মানথা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কোনও মামলায় গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি নতুন মামলাতেও গ্রেফতার করতে হলে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে নির্দেশে দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই আজ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপিল করল রাজ্য । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আপিল করেছে রাজ্য ।

আরও পড়ুন : Mamata Banerjee : দুর্গাপুজো কোন পথে ? আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

গতকাল দেহরক্ষীর রহস্যমৃত্যু মামলা এবং এক ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে মানিকতলা থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ তদন্ত চালালেও শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এছাড়া আরও তিনটি মামলায় পুলিশের তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি রাজশেখর মানথা ।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন গত ডিসেম্বরে ৷ তার পর থেকে রাজ্য সরকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ বিধানসভার বিরোধী দলনেতার ৷ এই অভিযোগ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন : Subhendu Adhikari: ভবানীপুরে ভোট আটকাতে দিল্লিযাত্রা শুভেন্দুর ! বৈঠক শাহ-নাড্ডার সঙ্গে

পাশাপাশি তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে রাজ্য যত মামলা দায়ের করছে, সেই সমস্ত মামলার তদন্ত সিআইডিকে (CID) দিয়ে না করিয়ে সিবিআই (CBI) করুক । কারণ, সিআইডি যদি তদন্ত করে, সেই তদন্ত পক্ষপাতমূলক হবে । বেশ কয়েকদিন ধরে মামলার শুনানি চলছিল বিচারপতি রাজাশেখর মানথার সিঙ্গল বেঞ্চে ।

বিচারপতি গতকাল সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানান, কোনও মামলাতেই শুভেন্দু অধিকারীকে আপাতত গ্রেফতার করা যাবে না ৷ একই সঙ্গে দুটি মামলায় পুলিশ আপাতত তদন্ত যেমন করছে করুক, কিন্তু শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাঁর সুবিধা মতো জায়গায় এবং সুবিধামতো সময় তাঁকে ডেকে পুলিশ তাঁর সঙ্গে কথা বলতে পারবে ।

আরও পড়ুন : Suvendu Adhikari : গ্রেফতার করা যাবে না, হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তি শুভেন্দুর

আর সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে আগামী যত মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হবে, সেই সমস্ত মামলায় তাঁকে গ্রেফতার করার প্রয়োজন মনে করলে আদালতের অনুমতি নিয়ে তবেই তাঁকে গ্রেফতার করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

Last Updated : Sep 7, 2021, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.