ETV Bharat / city

এড়ালেন শুভেন্দু-প্রসঙ্গ, মেদিনীপুরের সভায় ছত্রধরের প্রশংসা মমতার - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব এতটাই বেড়েছে যে কয়েকদিন আগে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের বৈঠকের পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ তারপর মেদিনীপুরে শুভেন্দুর গড়ে সভা করতে এসে তৃণমূল নেত্রী কিছু বার্তা দেবেন বলে মনে করা হয়েছিল ৷ তবে, শুভেন্দু অধিকারী প্রসঙ্গের ধারেকাছেও গেলেন না তিনি ৷

mamata_banerjee_don't_even_say_anithing_on_suvendu_adhikari
মেদিনীপুরের সভায় শুভেন্দুকে নিয়ে কোনও কথা নয়, ছত্রধরের প্রশংসায় মমতা
author img

By

Published : Dec 7, 2020, 6:25 PM IST

Updated : Dec 7, 2020, 6:32 PM IST

মেদিনীপুর, 7 ডিসেম্বর : মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি হয়ত কিছু বলবেন। এমনই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু, না। তিনি কিছু বললেন না। শুভেন্দু অধিকারী বা তাঁর সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কোনও কথাই বললেন না তৃণমূল নেত্রী। এমনকী আকারে ইঙ্গিতেও কোনও বার্তা দিতে দেখা গেল না সুপ্রিমোকে ৷ উলটে সেই সভা থেকেই ছত্রধর মাহাতর প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷ যা জঙ্গলমহলের রাজনীতিতে অন্য় সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব এতটাই বেড়েছে যে কয়েকদিন আগে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের বৈঠকের পরেও শুভেন্দুর সঙ্গে তৃণমূলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ তারপর মেদিনীপুরে শুভেন্দুর গড়ে সভা করতে এসে তৃণমূল নেত্রী যে কিছু বার্তা দেবেন তেমনটাই মনে করা হয়েছিল ৷ তবে, শুভেন্দু প্রসঙ্গের ধারেকাছেও ঘেঁষলেন না তিনি ৷ এমনকী কয়েকদিন আগেই তৃণমূল ভবনে দলীয় বৈঠকে নাম না করে শুভেন্দুকে দল ছাড়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে আজকের সভায় কৃষি আইনের পাশাপাশি, মূল্য়বৃদ্ধি, বিজেপি, এমনকী সিপিএম ও কংগ্রেসের প্রসঙ্গ আনলেও শুভেন্দু অধিকারী বা তাঁর কাজকর্ম নিয়ে একটা কথাও খরচ করলেন না মমতা ৷

আরও পড়ুন : বনধকে নৈতিক সমর্থন, কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

তবে, এখানেই চমক দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সভায় ভাষণ দিতে উঠে শুরুতেই ছত্রধর মাহাতর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি ৷ ছত্রধর মাহাতকে তাঁর এবং তৃণমূলের "চিরদিনের বন্ধু" বলে উল্লেখ করেন মমতা ৷ এমনকী ছত্রধর জেলে যাওয়ার আগেও তৃণমূলের সদস্য় ছিলেন বলে এদিন উল্লেখ করেন ৷ জঙ্গলমহলে আন্দোলনের সময় ছত্রধরের ভূমিকার প্রশংসা করেন মমতা ৷ আর এতেই রাজনৈতিক মহলে গুঞ্জন, তবে কি জঙ্গলমহলে তৃণমূলের নতুন সমীকরণ তৈরি করছেন নেত্রী ? এই প্রশ্নের জবাবের অপেক্ষায় রাজনৈতিক মহল ৷

মেদিনীপুর, 7 ডিসেম্বর : মেদিনীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি হয়ত কিছু বলবেন। এমনই মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু, না। তিনি কিছু বললেন না। শুভেন্দু অধিকারী বা তাঁর সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কোনও কথাই বললেন না তৃণমূল নেত্রী। এমনকী আকারে ইঙ্গিতেও কোনও বার্তা দিতে দেখা গেল না সুপ্রিমোকে ৷ উলটে সেই সভা থেকেই ছত্রধর মাহাতর প্রশংসা শোনা গেল তাঁর মুখে ৷ যা জঙ্গলমহলের রাজনীতিতে অন্য় সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

তৃণমূলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব এতটাই বেড়েছে যে কয়েকদিন আগে কলকাতায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায় এবং প্রশান্ত কিশোরের বৈঠকের পরেও শুভেন্দুর সঙ্গে তৃণমূলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি ৷ তারপর মেদিনীপুরে শুভেন্দুর গড়ে সভা করতে এসে তৃণমূল নেত্রী যে কিছু বার্তা দেবেন তেমনটাই মনে করা হয়েছিল ৷ তবে, শুভেন্দু প্রসঙ্গের ধারেকাছেও ঘেঁষলেন না তিনি ৷ এমনকী কয়েকদিন আগেই তৃণমূল ভবনে দলীয় বৈঠকে নাম না করে শুভেন্দুকে দল ছাড়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেখানে আজকের সভায় কৃষি আইনের পাশাপাশি, মূল্য়বৃদ্ধি, বিজেপি, এমনকী সিপিএম ও কংগ্রেসের প্রসঙ্গ আনলেও শুভেন্দু অধিকারী বা তাঁর কাজকর্ম নিয়ে একটা কথাও খরচ করলেন না মমতা ৷

আরও পড়ুন : বনধকে নৈতিক সমর্থন, কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

তবে, এখানেই চমক দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সভায় ভাষণ দিতে উঠে শুরুতেই ছত্রধর মাহাতর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি ৷ ছত্রধর মাহাতকে তাঁর এবং তৃণমূলের "চিরদিনের বন্ধু" বলে উল্লেখ করেন মমতা ৷ এমনকী ছত্রধর জেলে যাওয়ার আগেও তৃণমূলের সদস্য় ছিলেন বলে এদিন উল্লেখ করেন ৷ জঙ্গলমহলে আন্দোলনের সময় ছত্রধরের ভূমিকার প্রশংসা করেন মমতা ৷ আর এতেই রাজনৈতিক মহলে গুঞ্জন, তবে কি জঙ্গলমহলে তৃণমূলের নতুন সমীকরণ তৈরি করছেন নেত্রী ? এই প্রশ্নের জবাবের অপেক্ষায় রাজনৈতিক মহল ৷

Last Updated : Dec 7, 2020, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.