ETV Bharat / city

নন্দীগ্রাম মামলায় জরিমানা প্রসঙ্গ এড়ালেন মমতা - নন্দীগ্রাম মামলা

নন্দীগ্রাম মামলায় (Nandigram Election Case) তাঁর পাঁচ লাখ টাকা জরিমানা হওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি বললেন, এই মামলা আদালতের বিচারাধীন ৷ তাই কিছু বলতে চান না ৷

mamata banerjee didn't comment on nandigram election case
নন্দীগ্রাম মামলায় জরিমানা প্রসঙ্গ এড়ালেন মমতা
author img

By

Published : Jul 8, 2021, 11:18 AM IST

কলকাতা, 8 জুলাই : নন্দীগ্রাম মামলায় (Nandigram Election Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট ৷ এই রায়ের বিরুদ্ধে তৃণমূল উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বলে খবর ৷ তবে এ প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বিধানসভায় বাজেট বক্তৃতার শেষে সাংবাদিক সম্মেলনে তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ।

বুধবার নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্গণনা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ ৷ মামলাকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে, বিচারপতি কৌশিক চন্দ যেন এই মামলাটি থেকে সরে দাঁড়ান ৷ সেই আবেদন মেনে নিয়ে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্গণনা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান তিনি ৷ পাশাপাশি, একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা জরিমানা করেন বিচারপতি কৌশিক চন্দ ৷

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা : 5 লাখ টাকা জরিমানা মমতার, সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের তরফে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে । এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, "41 বছরের আইনজীবী জীবনে কখনও এমন ঘটনা দেখিনি । আমি অনেক বড় বড় বিচারকদের দেখেছি, যদি কোনও পক্ষ এজলাস বদলের কথা বলে, তাঁরা কখনও দ্বিধা করেন না । মুখ্যমন্ত্রী এজলাস বদলের আবেদন করার পর কেন এতদিন মামলা চলবে বুঝতে পারছি না । আমি যা দেখেছি তাতে এই ঘটনা হয় না । সেখানে 5 লক্ষ টাকা জরিমানা বিষয়টা শকিং ।"

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর

অন্যদিকে, এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাননি প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারপতি যে রায় ঘোষণা করেছেন, আমি যতদূর জানতে পারছি তিনি উচ্চ আদালতে আবেদন করবেন । এখন দেখা যাক উচ্চ আদালত কী রায় দেয় । এই রায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়েছে, এ ভাবে এটাকে দেখা ঠিক নয় । মামলা করেছিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী । এর সঙ্গে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বিচার করা ঠিক নয় ।"

এই বিষয় নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ ভটচার্যকে ফোন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন । এই অবস্থায় মামলা সম্পর্কে বিশেষ কিছু জানেন না । তাই এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না ।

কলকাতা, 8 জুলাই : নন্দীগ্রাম মামলায় (Nandigram Election Case) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 লাখ টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট ৷ এই রায়ের বিরুদ্ধে তৃণমূল উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বলে খবর ৷ তবে এ প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বিধানসভায় বাজেট বক্তৃতার শেষে সাংবাদিক সম্মেলনে তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ।

বুধবার নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্গণনা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ ৷ মামলাকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন যে, বিচারপতি কৌশিক চন্দ যেন এই মামলাটি থেকে সরে দাঁড়ান ৷ সেই আবেদন মেনে নিয়ে নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল পুনর্গণনা সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান তিনি ৷ পাশাপাশি, একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা জরিমানা করেন বিচারপতি কৌশিক চন্দ ৷

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলা : 5 লাখ টাকা জরিমানা মমতার, সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের তরফে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে । এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, "41 বছরের আইনজীবী জীবনে কখনও এমন ঘটনা দেখিনি । আমি অনেক বড় বড় বিচারকদের দেখেছি, যদি কোনও পক্ষ এজলাস বদলের কথা বলে, তাঁরা কখনও দ্বিধা করেন না । মুখ্যমন্ত্রী এজলাস বদলের আবেদন করার পর কেন এতদিন মামলা চলবে বুঝতে পারছি না । আমি যা দেখেছি তাতে এই ঘটনা হয় না । সেখানে 5 লক্ষ টাকা জরিমানা বিষয়টা শকিং ।"

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা কৌশিক চন্দের বেঞ্চে নয়, আবেদন মমতার আইনজীবীর

অন্যদিকে, এই বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাননি প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারপতি যে রায় ঘোষণা করেছেন, আমি যতদূর জানতে পারছি তিনি উচ্চ আদালতে আবেদন করবেন । এখন দেখা যাক উচ্চ আদালত কী রায় দেয় । এই রায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়েছে, এ ভাবে এটাকে দেখা ঠিক নয় । মামলা করেছিলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী । এর সঙ্গে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে বিচার করা ঠিক নয় ।"

এই বিষয় নিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ ভটচার্যকে ফোন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন । এই অবস্থায় মামলা সম্পর্কে বিশেষ কিছু জানেন না । তাই এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.