কলকাতা, 9 জুন: নূপুর শর্মা (Nupur Sharma), নবীন জিন্দলদের (Naveen Jindal) পয়গম্বর মহম্মদ (Prophet Muhammad) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেভাবে তাঁদের মন্তব্যে (Prophet Comment Row) সমাজের একটি শ্রেণির মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ৷ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এঁদের স্থান হওয়া উচিত তিহাড় জেলে। এদিন এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, বিজেপি-র কয়েকজনের মন্তব্যে দেশের শান্তি ও সৌহার্দ্য ব্যাহত হচ্ছে ৷ এই অবস্থায় অন্য ধর্ম সম্পর্কে এ ধরনের মন্তব্যের জন্য ওই বিজেপি নেতা-নেত্রীদের গ্রেফতার করা উচিত ৷ এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এই ধরনের ঘটনা শুধু দেশে অশান্তি ছড়াতেই উস্কানি দেবে না, মানুষ মানুষে বিভেদও তৈরি করবে। তাই অভিযুক্ত বিজেপি নেতা-নেত্রীদের দ্রুত গ্রেফতার করা হোক ৷
একই দাবি এদিন সকালেও করেছেন মমতা ৷ টুইটারে তিনি লেখেন, "বিজেপি-র কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপি-র অভিযুক্ত নেতা-নেত্রীদের দ্রুত গ্রেফতার করা হোক। এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি।"
-
আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। (১/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
-
একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। (৩/৩)
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2022
আরও পড়ুন: FIR Against Nupur Sharma : সক্রিয় অমিত শাহের দিল্লি পুলিশ, নূপুর-সহ 10 জনের বিরুদ্ধে এফআইআর
প্রসঙ্গত,বিজেপি-র সদ্যপ্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মা ইসলামবিরোধী মন্তব্য করায় তাঁকে শাস্তি দিয়েছে দল। 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে ও নবীন জিন্দলকে। তবে এটুকু সাজায় সন্তুষ্ট নন অনেকেই ৷ বিশেষত ইসলামি দুনিয়া অত্যন্ত ক্ষুব্ধ। সৌদি আরব, কাতার, ইরান এই ঘটনার তীব্র নিন্দা করে সরকারিস্তরে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে ৷ ভারত সরকার অবশ্য তার জবাবও দিয়েছে ৷ এদিকে, এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযুক্তদের তিহাড় জেলে পাঠানোর দাবি তুলে সরব হলেন ৷