ETV Bharat / city

Mamata on By Poll Results : উপনির্বাচনে জয় তৃণমূলের কাছে নববর্ষের উপহার, টুইট মমতার - TMCs Shatrughan Sinha

শনিবার প্রকাশিত হচ্ছে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল (Asansol-Ballygunge Bye Election Results) ৷ দু’টিতেই নিশ্চিত জয়ের পথে তৃণমূল ৷ তাই দুই এলাকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে টুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷

mamata banerjee congratulate voters after wining bye elections
Mamata on By Poll Results : উপ-নির্বাচনে জয় তৃণমূলের কাছে নববর্ষের উপহার, টুইট মমতার
author img

By

Published : Apr 16, 2022, 1:29 PM IST

Updated : Apr 16, 2022, 2:12 PM IST

কলকাতা, 16 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ধন্যবাদ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Congratulate Voters after wining Bye Elections) ৷ জানালেন, এটা মা-মাটি-মানুষ সংগঠনের কাছে নবর্ষের উপহার ৷

গত মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হয় ৷ শনিবার সেই ভোটেরই ফল প্রকাশিত হল (Asansol-Ballygunge Bye Election Results) ৷ প্রত্যাশামতোই দু’টি আসনে জিতেছে তৃণমূল ৷ আসানসোল থেকে এবার সাংসদ হলেন শত্রুঘ্ন সিনহা (TMCs Shatrughan Sinha) এবং বালিগঞ্জ থেকে জিতলেন বাবুল সুপ্রিয় (TMCs Babul Supriyo) ৷ সেই জয় নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী ৷ তাই শনিবার টুইট করে জয় নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷

  • We consider this to be our people's warm Shubho Nababarsho gift to our Ma- Mati- Manush organization. Salute to the voters for reposing faith in us, yet again.(2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর ভরসা করার জন্য আসানসোল ও বালিগঞ্জের ভোটারদের ধন্যবাদ ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, এই জয়কে তাঁরা মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি ভোটারদের তরফে দেওয়া নববর্ষের উপহার বলেই মনে করছেন ৷ পাশাপাশি তিনি লিখেছেন, আবারও তৃণমূলের উপর ভরসা রাখার জন্য তিনি সাধারণ মানুষকে কুর্নিশ করছেন ৷

আরও পড়ুন : WB By Poll LIVE : বালিগঞ্জে জিতলেন বাবুল সুপ্রিয়, আসানসোলে সবুজ ঝড়

কলকাতা, 16 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ধন্যবাদ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Congratulate Voters after wining Bye Elections) ৷ জানালেন, এটা মা-মাটি-মানুষ সংগঠনের কাছে নবর্ষের উপহার ৷

গত মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হয় ৷ শনিবার সেই ভোটেরই ফল প্রকাশিত হল (Asansol-Ballygunge Bye Election Results) ৷ প্রত্যাশামতোই দু’টি আসনে জিতেছে তৃণমূল ৷ আসানসোল থেকে এবার সাংসদ হলেন শত্রুঘ্ন সিনহা (TMCs Shatrughan Sinha) এবং বালিগঞ্জ থেকে জিতলেন বাবুল সুপ্রিয় (TMCs Babul Supriyo) ৷ সেই জয় নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী ৷ তাই শনিবার টুইট করে জয় নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷

  • We consider this to be our people's warm Shubho Nababarsho gift to our Ma- Mati- Manush organization. Salute to the voters for reposing faith in us, yet again.(2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর ভরসা করার জন্য আসানসোল ও বালিগঞ্জের ভোটারদের ধন্যবাদ ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, এই জয়কে তাঁরা মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি ভোটারদের তরফে দেওয়া নববর্ষের উপহার বলেই মনে করছেন ৷ পাশাপাশি তিনি লিখেছেন, আবারও তৃণমূলের উপর ভরসা রাখার জন্য তিনি সাধারণ মানুষকে কুর্নিশ করছেন ৷

আরও পড়ুন : WB By Poll LIVE : বালিগঞ্জে জিতলেন বাবুল সুপ্রিয়, আসানসোলে সবুজ ঝড়

Last Updated : Apr 16, 2022, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.