ETV Bharat / city

Mamata Banerjee : ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় মমতার উত্তরবঙ্গ সফর বাতিল - Mamata Banerjee

ওই আসনে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে ৷ মমতা যেহেতু সেখানে প্রার্থী, তাই তিনি উত্তরবঙ্গে গিয়ে কোনও সরকারি ঘোষণা করলে ওই আচরণবিধি ভাঙার অভিযোগ উঠতে পারে ৷

mamata banerjee cancel north bengal tour after announcement of bhawanipur by election
Mamata Banerjee : ভবানীপুরের উপ-নির্বাচন ঘোষণার পর মমতার উত্তরবঙ্গ সফর বাতিল
author img

By

Published : Sep 4, 2021, 4:02 PM IST

Updated : Sep 4, 2021, 4:48 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : একটা বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবানীপুরে উপনির্বাচনের (By Election) অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission) । করোনাকালে একমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন । যদিও এর পিছনে কারণ হিসাবে সাংবিধানিক সংকটকেই তুলে ধরেছে কমিশন । আর কমিশনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মান্যতা দিয়ে নির্বাচন ঘোষণার দিন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন : Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

যেহেতু ভবানীপুর কেন্দ্রের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং, তাই এই কেন্দ্রে প্রচারে কোনও ত্রুটি রাখতে চাইছেন না তিনি । ভবানীপুরের (Bhawanipur) ভোটে সম্পূর্ণ সময় দিতে তার পূর্বঘোষিত উত্তরবঙ্গ সফরও আপাতত বাতিল করছেন মমতা । রবিবার থেকে এক সপ্তাহের উত্তরবঙ্গ সফর শুরু হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ।

তৃণমূল সূত্রের খবর, ভোট ঘোষণা হওয়ার পরেই এই সফর আপাতত বন্ধ রাখছেন মমতা । সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি । রাজনৈতিক মহলের একাংশের মত, যেহেতু ভোট ঘোষণার দিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তাই উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রীর কোনও ঘোষণা বা কোনও প্রতিশ্রুতি নির্বাচনীবিধি ভঙ্গের সামিল হতে পারে । আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির

এদিকে তৃণমূল সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, সরকারিভাবে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর ভবানীপুর কেন্দ্রে শুরু হয়েছে প্রচার । ইতিমধ্যেই এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফ্লেক্স, পোস্টার, ছেয়ে গিয়েছে । এগুলি ভবানীপুর অধিবাসীবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের তরফ থেকে টাঙানো হয়েছে বলে খবর । এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী সোমবারই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারপরেই তিনি নিজেও ভবানীপুর বিধানসভায় প্রচার শুরু করবেন বলে খবর ।

শনিবার নির্বাচন কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের ভোটের পাশাপাশি একমাত্র ভবানীপুর কেন্দ্র উপনির্বাচন হবে । ফল ঘোষণা হবে অক্টোবরের ৩ তারিখ । গত মে মাসে নীলবাড়ির লড়াইয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে ২৮ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন । তিনি ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ।

আরও পড়ুন : Calcutta High Court : কলকাতা হাইকোর্টে 10 নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

অন্যদিকে, একুশের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জিতেছিলেন । যদিও সেই ফলাফল নিয়ে আইনি লড়াই চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta HC) । নিয়ম অনুযায়ী, মন্ত্রিত্বে বসার ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হয় ৷ মমতার ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আগামী 5 নভেম্বর ৷ তার অনেক আগেই ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায়, নির্ধারিত সময়ের মধ্যেই ভোটে জিতে আসার সুযোগ পাবেন মমতা ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর : একটা বিশেষ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবানীপুরে উপনির্বাচনের (By Election) অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission) । করোনাকালে একমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন । যদিও এর পিছনে কারণ হিসাবে সাংবিধানিক সংকটকেই তুলে ধরেছে কমিশন । আর কমিশনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মান্যতা দিয়ে নির্বাচন ঘোষণার দিন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন : Election : 30 সেপ্টেম্বর ভবানীপুর-সহ রাজ্যের 3 আসনে ভোট, গণনা 3 অক্টোবর

যেহেতু ভবানীপুর কেন্দ্রের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং, তাই এই কেন্দ্রে প্রচারে কোনও ত্রুটি রাখতে চাইছেন না তিনি । ভবানীপুরের (Bhawanipur) ভোটে সম্পূর্ণ সময় দিতে তার পূর্বঘোষিত উত্তরবঙ্গ সফরও আপাতত বাতিল করছেন মমতা । রবিবার থেকে এক সপ্তাহের উত্তরবঙ্গ সফর শুরু হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ।

তৃণমূল সূত্রের খবর, ভোট ঘোষণা হওয়ার পরেই এই সফর আপাতত বন্ধ রাখছেন মমতা । সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি । রাজনৈতিক মহলের একাংশের মত, যেহেতু ভোট ঘোষণার দিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, তাই উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রীর কোনও ঘোষণা বা কোনও প্রতিশ্রুতি নির্বাচনীবিধি ভঙ্গের সামিল হতে পারে । আর সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : By-Election : উপনির্বাচনকে স্বাগত তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের, সতর্ক প্রতিক্রিয়া বিজেপির

এদিকে তৃণমূল সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, সরকারিভাবে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর ভবানীপুর কেন্দ্রে শুরু হয়েছে প্রচার । ইতিমধ্যেই এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত ফ্লেক্স, পোস্টার, ছেয়ে গিয়েছে । এগুলি ভবানীপুর অধিবাসীবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের তরফ থেকে টাঙানো হয়েছে বলে খবর । এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী সোমবারই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর তারপরেই তিনি নিজেও ভবানীপুর বিধানসভায় প্রচার শুরু করবেন বলে খবর ।

শনিবার নির্বাচন কমিশন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের ভোটের পাশাপাশি একমাত্র ভবানীপুর কেন্দ্র উপনির্বাচন হবে । ফল ঘোষণা হবে অক্টোবরের ৩ তারিখ । গত মে মাসে নীলবাড়ির লড়াইয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে ২৮ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন । তিনি ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ।

আরও পড়ুন : Calcutta High Court : কলকাতা হাইকোর্টে 10 নতুন বিচারপতি নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

অন্যদিকে, একুশের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জিতেছিলেন । যদিও সেই ফলাফল নিয়ে আইনি লড়াই চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta HC) । নিয়ম অনুযায়ী, মন্ত্রিত্বে বসার ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হয় ৷ মমতার ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আগামী 5 নভেম্বর ৷ তার অনেক আগেই ভবানীপুরের উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায়, নির্ধারিত সময়ের মধ্যেই ভোটে জিতে আসার সুযোগ পাবেন মমতা ৷

Last Updated : Sep 4, 2021, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.