ETV Bharat / city

Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

দেশের সাংবিধানিক কাঠামো রক্ষা করতে সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে সমাবেশের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতেই তিনি এই সমাবেশের ডাক দিয়েছেন ৷

mamata banerjee called for a conclave of all chief minister of india to protect constitutional structure
Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার
author img

By

Published : Aug 28, 2021, 4:34 PM IST

Updated : Aug 28, 2021, 7:51 PM IST

কলকাতা, 28 অগস্ট : কেন্দ্রের মোদি সরকার (Modi Government) দেশের সাংবিধনিক কাঠামো ভেঙে দিচ্ছে ৷ বহুবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এবার সেই সাংবিধানিক কাঠামো রক্ষা করার ডাক দিলেন তিনি ৷ এর জন্য তিনি চান দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি সমাবেশ হোক ৷

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই ইস্যুতে সরব হন মমতা ৷ বিজেপিকে (BJP) একাধিক ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তার মধ্যেই সাংবিধানিক কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগের বিষয়টিও ছিল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : এঁটে উঠতে না পারলেই ইডি-সিবিআইয়ের জুজু, বিজেপিকে আক্রমণ মমতার

মমতার বক্তব্য, ‘‘দেশের সাংবিধানিক কাঠামো ভেঙে গিয়েছে ৷ এই নিয়ে একটা কনফারেন্স করতে চাই ৷ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে এই কনফারেন্স করতে চাই ৷’’

এর পর তিনি দেশের সাংবিধানিক কাঠামো নষ্ট করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ রাজ্যের প্রাপ্য কোনও অংশ কেন্দ্র দেয় না বলেও অভিযোগ করেছেন তিনি ৷ কেন্দ্রের এই আচরণ শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, অন্য রাজ্যের সঙ্গে করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক

এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গও ৷ তাঁর অভিযোগ, মোদি সরকার সকলকেই ব্যতিব্যস্ত করছে ৷ সেই কারণেই তিনি দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কনফারেন্স করতে চান বলে জানান ৷

প্রসঙ্গত, এর আগে বিজেপি বিরোধীদের একজোট করার প্রয়াস করেছেন মমতা ৷ বিজেপি বিরোধী দলের বৈঠকে কখনও তিনি নিজে উপস্থিত থেকেছেন ৷ আবার কখনও পাঠিয়েছেন দলের প্রতিনিধিদের ৷ কিন্তু সমস্ত মুখ্যমন্ত্রী একজোট করার প্রস্তাব এই প্রথম দিলেন তিনি ৷ সেখানে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাখা হবে না, এমনটা অবশ্য তিনি বলেননি ৷ তাই মমতার এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে : মমতা

এছাড়া করোনার ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি কেন দেওয়া, এই প্রশ্ন তিনি আবার তুলেছেন শনিবার ৷ তাঁর কথায়, ‘‘সব জায়গায় নিজের ছবি দিচ্ছে ৷ ভ্যাকসিনের সার্টিফিকেটে নিজের ছবি ৷’’ এর পরই তিনি কটাক্ষ করেছেন, ‘‘ভ্যাকসিন নিয়ে কেউ মারা গেলে কী আপনার ছবি দিয়ে দেব !’’

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

কলকাতা, 28 অগস্ট : কেন্দ্রের মোদি সরকার (Modi Government) দেশের সাংবিধনিক কাঠামো ভেঙে দিচ্ছে ৷ বহুবার এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এবার সেই সাংবিধানিক কাঠামো রক্ষা করার ডাক দিলেন তিনি ৷ এর জন্য তিনি চান দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি সমাবেশ হোক ৷

শনিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই ইস্যুতে সরব হন মমতা ৷ বিজেপিকে (BJP) একাধিক ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তার মধ্যেই সাংবিধানিক কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগের বিষয়টিও ছিল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : এঁটে উঠতে না পারলেই ইডি-সিবিআইয়ের জুজু, বিজেপিকে আক্রমণ মমতার

মমতার বক্তব্য, ‘‘দেশের সাংবিধানিক কাঠামো ভেঙে গিয়েছে ৷ এই নিয়ে একটা কনফারেন্স করতে চাই ৷ দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে এই কনফারেন্স করতে চাই ৷’’

এর পর তিনি দেশের সাংবিধানিক কাঠামো নষ্ট করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ রাজ্যের প্রাপ্য কোনও অংশ কেন্দ্র দেয় না বলেও অভিযোগ করেছেন তিনি ৷ কেন্দ্রের এই আচরণ শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, অন্য রাজ্যের সঙ্গে করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক

এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গও ৷ তাঁর অভিযোগ, মোদি সরকার সকলকেই ব্যতিব্যস্ত করছে ৷ সেই কারণেই তিনি দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কনফারেন্স করতে চান বলে জানান ৷

প্রসঙ্গত, এর আগে বিজেপি বিরোধীদের একজোট করার প্রয়াস করেছেন মমতা ৷ বিজেপি বিরোধী দলের বৈঠকে কখনও তিনি নিজে উপস্থিত থেকেছেন ৷ আবার কখনও পাঠিয়েছেন দলের প্রতিনিধিদের ৷ কিন্তু সমস্ত মুখ্যমন্ত্রী একজোট করার প্রস্তাব এই প্রথম দিলেন তিনি ৷ সেখানে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাখা হবে না, এমনটা অবশ্য তিনি বলেননি ৷ তাই মমতার এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে : মমতা

এছাড়া করোনার ভ্যাকসিনের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি কেন দেওয়া, এই প্রশ্ন তিনি আবার তুলেছেন শনিবার ৷ তাঁর কথায়, ‘‘সব জায়গায় নিজের ছবি দিচ্ছে ৷ ভ্যাকসিনের সার্টিফিকেটে নিজের ছবি ৷’’ এর পরই তিনি কটাক্ষ করেছেন, ‘‘ভ্যাকসিন নিয়ে কেউ মারা গেলে কী আপনার ছবি দিয়ে দেব !’’

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

Last Updated : Aug 28, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.