ETV Bharat / city

শহিদ দিবসে বিহার থেকে লোক আনবেন প্রশান্ত কিশোর : জয়প্রকাশ - প্রশান্ত কিশোর

শোনা যাচ্ছে, এবার শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর । তিনি সরেজমিনে দেখতে চান, সংগঠনের কী অবস্থা । যদিও জয়প্রকাশ বলছেন, "21 জুলাই লোক কম হতে পারে । উত্তরবঙ্গ এখন BJP-র দখলে গেছে । সেজন্য মমতা প্রশান্ত কিশোরকে বলেছেন, বিহার থেকে যদি লোক আনা যায় । CPI(M), কংগ্রেসকে কাছে আনারও চেষ্টা করছেন । যদিও লাভের লাভ কিছু হবে না ।"

জয়প্রকাশ
author img

By

Published : Jul 20, 2019, 6:13 AM IST

Updated : Jul 20, 2019, 6:52 AM IST

কলকাতা, 20 জুলাই : আগামীকাল 21 জুলাই । তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হবে শহিদ দিবস । লোকসভা নির্বাচনের পর শহিদ দিবসের সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূল কর্মী, সমর্থকরা । যদিও শহিদ দিবসের অনুষ্ঠানের মাহাত্ম্য আগের মতো নেই বলে মন্তব্য করলেন BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বেশ কয়েকবছর ধরে শহিদ দিবস শহিদ উৎসব হিসেবে পালন করা হচ্ছে । এটা এখন জলসায় পরিণত হয়েছে । শহিদ পরিবারের প্রতি মমতা ব্যানার্জির কোনও অনুরাগ নেই । উনি বলেছিলেন, শহিদ পরিবার বিচার পাবে । দোষীদের শাস্তি হবে । কমিশনও করেছিলেন । 8 বছর হয়ে গেল, কমিশনের রিপোর্ট কোথায় কেউ জানে না । শহিদের পরিবার বিচার পায়নি । মমতা ব্যানার্জিও কথা রাখেননি । আরও একটা শহিদ দিবস চলে এল । আবার পাগলু ড্যান্স হবে । এবার লোক কমবে । কারণ, মমতার এখনকার ডাকের মাহাত্ম্য নেই ।"

আরও খবর : মমতাকে বাঁচাতে বন্দুক তাক করেছিলেন বড়কর্তার দিকে, আজও চাকরিহারা "কনস্টেবল" সিরাজুল !

শোনা যাচ্ছে, এবার শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর । তিনি সরেজমিনে দেখতে চান, সংগঠনের কী অবস্থা । যদিও জয়প্রকাশ বলছেন, "21 জুলাই লোক কম হতে পারে । উত্তরবঙ্গ এখন BJP-র দখলে গেছে । সেজন্য মমতা প্রশান্ত কিশোরকে বলেছেন, বিহার থেকে যদি লোক আনা যায় । CPI(M), কংগ্রেসকে কাছে আনারও চেষ্টা করছেন । যদিও লাভের লাভ কিছু হবে না ।"

দেখুন ভিডিয়ো

এদিকে, এবারের শহিদ দিবসে মমতার স্লোগান EVM নয়, ব্যালট চাই । এপ্রসঙ্গে জয়প্রকাশ বলেন, "হাতে যে গণতন্ত্রহত্যার রক্ত লেগে আছে, ব্যালটের সাহায্যে কি সেটা মুছতে পারবেন ? বাংলার মানুষ দেখেছে উনি গণতন্ত্রকে কীভাবে হত্যা করছেন । সুতরাং এই শূন্যগর্ভ আওয়াজে বাংলার মানুষ ভুলছে না ভুলবেও না ।"

কলকাতা, 20 জুলাই : আগামীকাল 21 জুলাই । তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হবে শহিদ দিবস । লোকসভা নির্বাচনের পর শহিদ দিবসের সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূল কর্মী, সমর্থকরা । যদিও শহিদ দিবসের অনুষ্ঠানের মাহাত্ম্য আগের মতো নেই বলে মন্তব্য করলেন BJP সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ।

গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বেশ কয়েকবছর ধরে শহিদ দিবস শহিদ উৎসব হিসেবে পালন করা হচ্ছে । এটা এখন জলসায় পরিণত হয়েছে । শহিদ পরিবারের প্রতি মমতা ব্যানার্জির কোনও অনুরাগ নেই । উনি বলেছিলেন, শহিদ পরিবার বিচার পাবে । দোষীদের শাস্তি হবে । কমিশনও করেছিলেন । 8 বছর হয়ে গেল, কমিশনের রিপোর্ট কোথায় কেউ জানে না । শহিদের পরিবার বিচার পায়নি । মমতা ব্যানার্জিও কথা রাখেননি । আরও একটা শহিদ দিবস চলে এল । আবার পাগলু ড্যান্স হবে । এবার লোক কমবে । কারণ, মমতার এখনকার ডাকের মাহাত্ম্য নেই ।"

আরও খবর : মমতাকে বাঁচাতে বন্দুক তাক করেছিলেন বড়কর্তার দিকে, আজও চাকরিহারা "কনস্টেবল" সিরাজুল !

শোনা যাচ্ছে, এবার শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোর । তিনি সরেজমিনে দেখতে চান, সংগঠনের কী অবস্থা । যদিও জয়প্রকাশ বলছেন, "21 জুলাই লোক কম হতে পারে । উত্তরবঙ্গ এখন BJP-র দখলে গেছে । সেজন্য মমতা প্রশান্ত কিশোরকে বলেছেন, বিহার থেকে যদি লোক আনা যায় । CPI(M), কংগ্রেসকে কাছে আনারও চেষ্টা করছেন । যদিও লাভের লাভ কিছু হবে না ।"

দেখুন ভিডিয়ো

এদিকে, এবারের শহিদ দিবসে মমতার স্লোগান EVM নয়, ব্যালট চাই । এপ্রসঙ্গে জয়প্রকাশ বলেন, "হাতে যে গণতন্ত্রহত্যার রক্ত লেগে আছে, ব্যালটের সাহায্যে কি সেটা মুছতে পারবেন ? বাংলার মানুষ দেখেছে উনি গণতন্ত্রকে কীভাবে হত্যা করছেন । সুতরাং এই শূন্যগর্ভ আওয়াজে বাংলার মানুষ ভুলছে না ভুলবেও না ।"

Intro:
সুজয় ঘোষ, কলকাতা




২১ জুলাই প্রশান্ত কিশোর বিহার থেকে লোক ভাড়া করে নিয়ে আসবে: জয়প্রকাশ



কলকাতা: "২১ জুলাই শহিদ দিবসটা বেশ কয়েক বছরে এখন শহিদ উৎসব হিসাবে পালন করা হয়েছে এটাকে একটা জলসায় পরিণত করা হয়েছে" তৃণমূলের ২১ জুলাই এর শহিদ দিবস কে এই ভাবেই কটাক্ষ করলেন বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।


"যারা ২১ জুলায়ে প্রাণ দিয়েছিলেন। তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এর কোনও অনুরাগ নেই। তিনি বলেছিলেন তাদের জন্য বিচার ব্যবস্থা হবে। তাদের জন্য কমিশন হবে। যারা দোষী তাদের শাস্ত্রি হবে। তিনি কমিশন করেছিলেন। কিন্ত সেই কমিশনের রিপোর্ট আজ প্রায় ৮ বছর হয়ে গেলও। কিন্তু সেই রিপোর্ট কোথায় কেউ জানে না। সেটা কোন কোনায় পর্যবাসিত হয়েছে সেটাও কেউ জানে না। শহিদের পরিবারও কেউ জানে না। তারা কথা রেখে নি। শহিদের পরিবার বিচার পাই নি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখে নি। তারই মাঝে আরও একটা ২১ জুলাই চলে এলো। আবার পাগ্লু নাচের ঘটনা ঘটবে। আরও লোক কমবে" বলেও আশাপ্রকাশ করেন জয়প্রকাশ মজুমদার।



জয়প্রকাশ মজুমদার বলেন, "রাজ্যের মানুষ এখন আর ২১ জুলাই এর শহিদ দিবস কে গুরুত্ব দিতে চাই না। কারণ তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে চির নিরবাশনে চলে যাচ্ছে। এবার ২১ জুলাই তে আগের বছরের তুলনায় অনেক কম লোক আসছে। আর উত্তরবঙ্গ থেকে কী ভাবে লোক আসবে। উত্তরবঙ্গটা তো এখন বিজেপির দখলে। তাই মুখ্যমন্ত্রী প্রশান্ত কিশোর কে বলেছেন যদি বিহার থেকে কিছু লোক আনা যায়। উনি এখন শুধু তৃণমূলের উপর ভরসা করছে না। তাই কংগ্রেস ও সিপিএম কে কাছে টানার চেষ্টা করছে। অন্যদিকে প্রশান্ত কিশোর কেও দায়িত্ব দিয়েছে। সব মিলিয়ে একটা ভজকটো জলসা হতে চলেছে ২১ জুলাই এর সমাবেশে"



Body:কপিConclusion:
Last Updated : Jul 20, 2019, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.