কলকাতা, 1 অগস্ট : মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন তিনি (Mamata Banerjee Announces to Reshuffle of Cabinet) ৷ জানালেন, আগামী বুধবার বিকেল চারটেয় তাঁর মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন ৷
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, মন্ত্রিসভার রদবদল করা হবে ৷ 5-6 জন নতুন সদস্য মন্ত্রিসভায় আসতে চলেছেন ৷ বর্তমানে যাঁরা মন্ত্রী রয়েছেন, তাঁদের মধ্যে 4-5 জনকে সরিয়ে দেওয়া হবে ৷ তাঁদের দলের প্রয়োজনে ব্যবহার করা হবে ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal SSC Scam) গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ তার পর জল্পনা ছড়ায় যে মমতার সব মন্ত্রীরা পদত্যাগ করবেন ৷ নতুন করে মন্ত্রিসভা গঠন করা হবে ৷
কিন্তু এমন কিছু হচ্ছে না বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘মন্ত্রিসভা ভেঙে নতুন করে করা হবে এমন কোনও পরিকল্পনা আমাদের নেই ৷ হ্যাঁ, আমাদের একটা রদবদল করতে হবে ৷’’ এর পরই তিনি মন্ত্রিসভার রদবদলের বিষয়ে জানান ৷
কেন রদবদল প্রয়োজন, সেই ব্যাখ্যাও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পান্ডের প্রয়াণে দফতর ফাঁকা হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাঁর পক্ষে এতগুলো দফতর একসঙ্গে সামলানো সম্ভব নয় ৷ সেই কারণেই এই রদবদল ৷
আরও পড়ুন : Seven New Districts: গঠিত হবে নতুন সাতটি জেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর