ETV Bharat / city

KIFF 2022 : বাংলা সিনেমার জন্য শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব, বাণিজ্য সম্মেলনেও অংশ নেবে টলিউড - Opening Ceremony of Kolkata International Film Festival

সোমবার সূচনা হল 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Opening Ceremony of Kolkata International Film Festival ) । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শত্রুঘ্ন সিনহা ।

kiff 2022 opening ceremony
বাংলা সিনেমার জন্য শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা
author img

By

Published : Apr 25, 2022, 10:54 PM IST

কলকাতা, 25 এপ্রিল : চলচ্চিত্রকেও আর পাঁচটা শিল্পের নজরে দেখা হোক । বাংলা চলচ্চিত্র শিল্পে অর্থ না থাকলেও প্রতিভার কোনও অভাব নেই । আর তাই আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিয়ে সকলের সামনে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নজরুল মঞ্চে 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একথাই জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in KIFF opening ceremony) ।

এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক আশা তাঁর । তিনি চান দেশের সংস্কৃতিক রাজধানী কলকাতা আবার তার পুরনো ঐতিহ্য ও খ্যাতি ফিরে পাক । কিন্তু বাংলা ছবিকে আন্তর্জাতিক আঙিনায় সেরার জায়গায় পৌঁছে দিতে টালিগঞ্জের অভিনেতা,অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের চেষ্টা সত্ত্বেও, অর্থ যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা তাঁর জানা । তাই বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরে এই অর্থনৈতিক সংকট দূর করার পরিকল্পনা রয়েছে তাঁর । আর সেকারণেই আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের দিকটি তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : মানিক দা-র ছবিতে অভিনয় করা হল না, চলচ্চিত্র উৎসবের মঞ্চে আক্ষেপ শত্রুঘ্নর

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন, আগামী বছর ফেব্রুয়ারীতে যখন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তখন অন্যান্য শিল্প ক্ষেত্রের সঙ্গে যেন এই শিল্পকেও তুলে ধরা হয় (Bengali film industry will take part in BGBS next year) । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বলিউড অভিনেতা তথা আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । বাংলা সিনেমার জন্য লগ্নি টানতে শত্রুঘ্নকে এদিন বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলা সিনেমার জন্য বলিউড থেকে লগ্নি নিয়ে আসার দায়িত্ব মুখ্যমন্ত্রী বিহারী বাবুকে দিয়েছেন ।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকার বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে । হিন্দি এবং অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সিনেমাকেও যাতে সমান গুরুত্ব দিয়ে পেক্ষাগৃহগুলিতে দেখানো হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার আইন এনেছে বলেও জানান মমতা । বাংলা সিনেমার ব্র্যান্ডিং এর কথাও এদিন শোনা গিয়েছে তাঁর মুখে । বলেছেন, "আমরা বলিউডের সিনেমাকে সম্মান করি । বলিউডে অনেক টাকা, কিন্তু বাংলায় তা নেই । কিন্তু বাংলা সিনেমার যথেষ্ট কদর রয়েছে । বাংলা সিনেমার গুরুত্ব না থাকলে, বাইরের 47টি সিনেমা আসত না! এবছর 10টি সরকারি প্রেক্ষাগৃহে 163 সিনেমা দেখানো হবে । তার মধ্যে অন্য দেশের সিনেমা 47টি ।"

কলকাতা, 25 এপ্রিল : চলচ্চিত্রকেও আর পাঁচটা শিল্পের নজরে দেখা হোক । বাংলা চলচ্চিত্র শিল্পে অর্থ না থাকলেও প্রতিভার কোনও অভাব নেই । আর তাই আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিয়ে সকলের সামনে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নজরুল মঞ্চে 27 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে একথাই জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in KIFF opening ceremony) ।

এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক আশা তাঁর । তিনি চান দেশের সংস্কৃতিক রাজধানী কলকাতা আবার তার পুরনো ঐতিহ্য ও খ্যাতি ফিরে পাক । কিন্তু বাংলা ছবিকে আন্তর্জাতিক আঙিনায় সেরার জায়গায় পৌঁছে দিতে টালিগঞ্জের অভিনেতা,অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের চেষ্টা সত্ত্বেও, অর্থ যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা তাঁর জানা । তাই বাংলার প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরে এই অর্থনৈতিক সংকট দূর করার পরিকল্পনা রয়েছে তাঁর । আর সেকারণেই আগামী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে রাজ্যে চলচ্চিত্র শিল্পের উন্নয়নের দিকটি তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন : মানিক দা-র ছবিতে অভিনয় করা হল না, চলচ্চিত্র উৎসবের মঞ্চে আক্ষেপ শত্রুঘ্নর

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন, আগামী বছর ফেব্রুয়ারীতে যখন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তখন অন্যান্য শিল্প ক্ষেত্রের সঙ্গে যেন এই শিল্পকেও তুলে ধরা হয় (Bengali film industry will take part in BGBS next year) । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বলিউড অভিনেতা তথা আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা । বাংলা সিনেমার জন্য লগ্নি টানতে শত্রুঘ্নকে এদিন বিশেষ দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । বাংলা সিনেমার জন্য বলিউড থেকে লগ্নি নিয়ে আসার দায়িত্ব মুখ্যমন্ত্রী বিহারী বাবুকে দিয়েছেন ।

এদিন মুখ্যমন্ত্রী জানান, ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সরকার বাংলা সিনেমার হারানো গৌরব ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে । হিন্দি এবং অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সিনেমাকেও যাতে সমান গুরুত্ব দিয়ে পেক্ষাগৃহগুলিতে দেখানো হয়, তা নিশ্চিত করতে রাজ্য সরকার আইন এনেছে বলেও জানান মমতা । বাংলা সিনেমার ব্র্যান্ডিং এর কথাও এদিন শোনা গিয়েছে তাঁর মুখে । বলেছেন, "আমরা বলিউডের সিনেমাকে সম্মান করি । বলিউডে অনেক টাকা, কিন্তু বাংলায় তা নেই । কিন্তু বাংলা সিনেমার যথেষ্ট কদর রয়েছে । বাংলা সিনেমার গুরুত্ব না থাকলে, বাইরের 47টি সিনেমা আসত না! এবছর 10টি সরকারি প্রেক্ষাগৃহে 163 সিনেমা দেখানো হবে । তার মধ্যে অন্য দেশের সিনেমা 47টি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.