কলকাতা, 24 মে : রাজ্যের 20 জেলায় প্রবল আকারে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ ৷ তা সামাল দিতে সবরকমভাবে প্রস্তুত রাজ্য সরকার ৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় সোমবার নবান্নে দফায় দফায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের তিনি জানান, রাজ্যে আমফানের থেকেও প্রবল আকারে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ কলকাতা, সুন্দরবন, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৷ তবে এই জেলাগুলির পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভুম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম-সহ 20টি জেলায় ঝড়ের প্রভাব পড়বে ৷ পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদ স্থলে সরানোর কাজ শুরু হয়েছে ৷ তৈরি রাখা হয়েছে 4000 ত্রাণশিবির ৷ যাঁরা কাঁচা বাড়িতে থাকেন, তাঁদের ত্রাণ শিবিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ আমফানের মতোই এ বারও 10 লক্ষ লোককে সরানোর চেষ্টা চলছে ৷ ঝড় পরবর্তী সময়ের জন্য ত্রাণ তৈরি রাখা হয়েছে ৷
মমতা আরও জানান, আগামিকাল থেকে 48 ঘণ্টা মনিটরিং চলবে ৷ জেলা, মহকুমা-সহ প্রতিটি স্তরে কন্ট্রোলরুম খোলা থাকবে ৷ 4000 সাইক্লোন শেল্টার তৈরি রাখা হয়েছে ৷ তৈরি রয়েছে 51টি বিপর্যয় মোকাবিলা দল ৷ ঘূর্ণিঝড় আমফানের সময়ে প্রবল বিদ্যুত্ বিপর্যয়ের সাক্ষী থেকেছে রাজ্য ৷ তাই এ বার যশ পরবর্তী পরিস্থিতির জন্য ইতিমধ্যেই 1000 পাওয়ার রেস্টোরেশন টিম তৈরি রাখা হয়েছে ৷ 450 টেলিকম রেস্টোরেশন টিমও তৈরি ৷
আরও পড়ুন: যশ মোকাবিলায় উপান্নে কন্ট্রোল রুম, 25 ও 26-এ রাত জাগবেন মমতা
ঘূর্ণিঝড়ের তাণ্ডব মোকাবিলায় সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "একা সরকার সব করতে পারে না ৷ কোভিডের বিপদেও অনেকে এগিয়ে এসেছেন ৷ ঝড়ের সময়েও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে আবেদন জানাচ্ছি সবাইকে সতর্ক করার জন্য ৷ সংবাদমাধ্যমের পাশাপাশি রেডিয়োর দ্বারাও সতর্ক করতে হবে ৷ যে যতটা পারেন, বিপর্যয় মোকাবিলা তহবিলে সাহায্য করার জন্য আবেদন করছি ৷ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ৷"
যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ এ ছাড়াও সব নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে ৷ পাশাপাশি রেলকেও ওই দিন বেশকিছু ট্রেন বাতিল করার আর্জি জানিয়েছে রাজ্য সরকার ৷