ETV Bharat / city

Mamata Banerjee : ভ্যাকসিন চেয়েও পাওয়া যায়নি, মোদিকে ফের চিঠি মমতার - Narendra Modi

ভ্যাকসিন চেয়ে মোদিকে চিঠি লিখেছেন ৷ তারপরও পাওয়া যায়নি ভ্যাকসিন ৷ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মাসে 2 কোটি করে ডোজ চেয়ে আজ ফের চিঠি লিখেছেন তিনি ৷

নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
author img

By

Published : Jul 15, 2021, 4:43 PM IST

Updated : Jul 15, 2021, 4:55 PM IST

কলকাতা, 15 জুলাই : কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে চাওয়ার পরও পর্যাপ্ত ভ্যাকসিন পায়নি রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে করা সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

করোনার টিকাকরণের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে । অথচ রাজ্যের জন্য প্রয়োজনীয় টিকার জোগান অপ্রতুল । এই অবস্থায় বৃহস্পতিবার ফের টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, "এই মুহূর্তে আমাদের রাজ্যের 12 থেকে 14 কোটি ভ্যাকসিনের প্রয়োজন । তাই প্রতি মাসে যদি কেন্দ্র 2 কোটি করে ভ্যাকসিন দেওয়া হয় তাহলেও টিকাকরণ সম্পূর্ণ হতে ছ'মাস সময় লাগবে ।তাই আমি চাইব দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক ।"

এদিন মমতা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, "আমরা চাইলেও টিকা দেওয়া হচ্ছে না । আবার কোনও কোনও রাজ্যকে বেশি করে টিকা দেওয়া হচ্ছে । যখন কেন্দ্র আমাদের টিকা না দেয় আমরা কোথায় যাব ? কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই টিকা কেনার ক্ষমতা রয়েছে ৷ রাজ্য চাইলেও টিকা সংগ্রহ করতে পারে না । এই অবস্থায় সকলের টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক । কেন্দ্র নরেন্দ্র মোদির ছবি দিয়ে ভ্যাকসিনের সাটিফিকেট দিতে যতটা প্রস্তুত, ততটা মানুষকে টিকা দিতে প্রস্তুত নয় ।"

মাসে 2 কোটি করে টিকা চেয়ে মোদিকে ফের চিঠি লিখেছেন মমতা ৷
মাসে 2 কোটি করে টিকা চেয়ে মোদিকে ফের চিঠি লিখেছেন মমতা ৷

এর আগেও ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয় রাজ্যের তরফে ৷ অভিযোগ, সে চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি ৷ এদিন প্রয়োজনীয় ডোজের সংখ্যা জানিয়ে মমতা ফের চিঠি দিয়েছেন মোদিকে ৷ চিঠিতে মাসে 2 কোটি করে ডোজ চাওয়া হয়েছে ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর আসন্ন দিল্লি সফরে এই ব্যাপারে কেন্দ্রের সঙ্গে দরবার করতে পারেন । তার আগে, আজ অথবা আগামিকাল চিঠি লিখবেন প্রধানমন্ত্রীকে । রাজ্য সরকার মনে করছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দিতে গেলে মাসে অন্তত দেড় কোটি ডোজ টিকা দরকার । এখন কেন্দ্রীয় সরকার মাসে 60 থেকে 70 লক্ষ ডোজ টিকা বাংলাকে দিচ্ছে । এইভাবে চলবে শুধু প্রাপ্ত বয়স্কদের দুই ডোজ টিকা দিতে দু- আড়াই বছর লেগে যাবে । ততদিন অপেক্ষা করতে হলে করোনা মোকাবিলা কঠিন হয়ে পড়বে ।

ভ্যাকসিনের পাশাপাশি ঘূর্ণিঝড় যশের ক্ষতিপূরণ নিয়ে তীব্র ক্ষোভ শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ৷ যশের ক্ষতিপূরণ কেন্দ্রের থেকে আর চাইবেন কি না তা জানতে চাইলে মমতা বলেন, "আমি আর ভিক্ষা চাইব না ৷ এগুলো দুর্গত মানুষদের জন্য ৷ আমাদের যা ক্ষতি হয়েছে আমরা জানিয়ে দিয়েছিলাম ৷ আর ভিক্ষা চাইব না ৷"

আরও পড়ুন : 37.07 কোটির বেশি ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ; জানাল কেন্দ্র

কলকাতা, 15 জুলাই : কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে চাওয়ার পরও পর্যাপ্ত ভ্যাকসিন পায়নি রাজ্য সরকার ৷ বৃহস্পতিবার নবান্ন থেকে করা সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

করোনার টিকাকরণের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার নিয়েছে । অথচ রাজ্যের জন্য প্রয়োজনীয় টিকার জোগান অপ্রতুল । এই অবস্থায় বৃহস্পতিবার ফের টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, "এই মুহূর্তে আমাদের রাজ্যের 12 থেকে 14 কোটি ভ্যাকসিনের প্রয়োজন । তাই প্রতি মাসে যদি কেন্দ্র 2 কোটি করে ভ্যাকসিন দেওয়া হয় তাহলেও টিকাকরণ সম্পূর্ণ হতে ছ'মাস সময় লাগবে ।তাই আমি চাইব দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক ।"

এদিন মমতা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, "আমরা চাইলেও টিকা দেওয়া হচ্ছে না । আবার কোনও কোনও রাজ্যকে বেশি করে টিকা দেওয়া হচ্ছে । যখন কেন্দ্র আমাদের টিকা না দেয় আমরা কোথায় যাব ? কারণ কেন্দ্রীয় সরকারের হাতেই টিকা কেনার ক্ষমতা রয়েছে ৷ রাজ্য চাইলেও টিকা সংগ্রহ করতে পারে না । এই অবস্থায় সকলের টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক । কেন্দ্র নরেন্দ্র মোদির ছবি দিয়ে ভ্যাকসিনের সাটিফিকেট দিতে যতটা প্রস্তুত, ততটা মানুষকে টিকা দিতে প্রস্তুত নয় ।"

মাসে 2 কোটি করে টিকা চেয়ে মোদিকে ফের চিঠি লিখেছেন মমতা ৷
মাসে 2 কোটি করে টিকা চেয়ে মোদিকে ফের চিঠি লিখেছেন মমতা ৷

এর আগেও ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি দেওয়া হয় রাজ্যের তরফে ৷ অভিযোগ, সে চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি ৷ এদিন প্রয়োজনীয় ডোজের সংখ্যা জানিয়ে মমতা ফের চিঠি দিয়েছেন মোদিকে ৷ চিঠিতে মাসে 2 কোটি করে ডোজ চাওয়া হয়েছে ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর আসন্ন দিল্লি সফরে এই ব্যাপারে কেন্দ্রের সঙ্গে দরবার করতে পারেন । তার আগে, আজ অথবা আগামিকাল চিঠি লিখবেন প্রধানমন্ত্রীকে । রাজ্য সরকার মনে করছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দিতে গেলে মাসে অন্তত দেড় কোটি ডোজ টিকা দরকার । এখন কেন্দ্রীয় সরকার মাসে 60 থেকে 70 লক্ষ ডোজ টিকা বাংলাকে দিচ্ছে । এইভাবে চলবে শুধু প্রাপ্ত বয়স্কদের দুই ডোজ টিকা দিতে দু- আড়াই বছর লেগে যাবে । ততদিন অপেক্ষা করতে হলে করোনা মোকাবিলা কঠিন হয়ে পড়বে ।

ভ্যাকসিনের পাশাপাশি ঘূর্ণিঝড় যশের ক্ষতিপূরণ নিয়ে তীব্র ক্ষোভ শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় ৷ যশের ক্ষতিপূরণ কেন্দ্রের থেকে আর চাইবেন কি না তা জানতে চাইলে মমতা বলেন, "আমি আর ভিক্ষা চাইব না ৷ এগুলো দুর্গত মানুষদের জন্য ৷ আমাদের যা ক্ষতি হয়েছে আমরা জানিয়ে দিয়েছিলাম ৷ আর ভিক্ষা চাইব না ৷"

আরও পড়ুন : 37.07 কোটির বেশি ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ; জানাল কেন্দ্র

Last Updated : Jul 15, 2021, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.