ETV Bharat / city

Cong Prez Poll: কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রচারে বঙ্গে আসছেন খাড়গে-থারুর - মল্লিকার্জুন খাড়গে

কংগ্রেস সভাপতি নির্বাচনের (Congress President Election) প্রচারে বঙ্গে আসছেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুর (Shashi Tharoor)৷

Mallikarjun Kharge Shashi Tharoor to visit Bengal for Congress President Election campaign
কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রচারে বঙ্গে আসছেন খাড়গে-থারুর
author img

By

Published : Oct 9, 2022, 3:25 PM IST

কলকাতা, 9 অক্টোবর: আগামী 17 অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress President Election)। সেই নির্বাচনের প্রচারে রাজ্যে আসছেন ভোটের দুই প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুর (Shashi Tharoor)।

আগামিকাল, সোমবার এ রাজ্যে পা রাখবেন সভাপতি নির্বাচনের (Cong Prez Poll) অন্যতম প্রার্থী তথা শীর্ষ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর তিনি সাংবাদিক সম্মেলন করবেন । আনুষ্ঠানিকভাবে বেলা 1টা নাগাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করবেন । প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, মল্লিকার্জুন খাড়গেকে এ রাজ্যে স্বাগত জানানো হবে ।

একইভাবে কংগ্রেস সভাপতি নির্বাচনের অপর প্রার্থী শশী থারুরকেও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি স্বাগত জানাবে । পূর্ব নির্ধারিত সময়ে আগামী 12 অক্টোবর প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে দেখা মিলবে থারুরের । তিনিও একইভাবে সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরবেন । কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি কাকে সমর্থন জানাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: তামিলনাড়ুতে থারুরের থেকে অনেক এগিয়ে খাড়গে

দিন কয়েক আগেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতি পদে তাঁরা রাহুল গান্ধিকেই চান । কিন্তু পরবর্তীতে রাহুল নিজের বক্তব্যে অটল থেকে সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করেননি । ফলে বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি কাকে সমর্থন জানাবে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । এ বিষয়ে বঙ্গ কংগ্রেসের কোনও নেতাই এই মুহূর্তে মুখ খুলতে নারাজ । প্রায় সব নেতারই বক্তব্য, সভাপতি নির্বাচনে সব পদপ্রার্থীকেই বাংলায় স্বাগত জানানো হবে ।

কলকাতা, 9 অক্টোবর: আগামী 17 অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচন (Congress President Election)। সেই নির্বাচনের প্রচারে রাজ্যে আসছেন ভোটের দুই প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুর (Shashi Tharoor)।

আগামিকাল, সোমবার এ রাজ্যে পা রাখবেন সভাপতি নির্বাচনের (Cong Prez Poll) অন্যতম প্রার্থী তথা শীর্ষ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর তিনি সাংবাদিক সম্মেলন করবেন । আনুষ্ঠানিকভাবে বেলা 1টা নাগাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করবেন । প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, মল্লিকার্জুন খাড়গেকে এ রাজ্যে স্বাগত জানানো হবে ।

একইভাবে কংগ্রেস সভাপতি নির্বাচনের অপর প্রার্থী শশী থারুরকেও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি স্বাগত জানাবে । পূর্ব নির্ধারিত সময়ে আগামী 12 অক্টোবর প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে দেখা মিলবে থারুরের । তিনিও একইভাবে সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য তুলে ধরবেন । কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি কাকে সমর্থন জানাবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: তামিলনাড়ুতে থারুরের থেকে অনেক এগিয়ে খাড়গে

দিন কয়েক আগেই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন, জাতীয় কংগ্রেসের সভাপতি পদে তাঁরা রাহুল গান্ধিকেই চান । কিন্তু পরবর্তীতে রাহুল নিজের বক্তব্যে অটল থেকে সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করেননি । ফলে বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি কাকে সমর্থন জানাবে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । এ বিষয়ে বঙ্গ কংগ্রেসের কোনও নেতাই এই মুহূর্তে মুখ খুলতে নারাজ । প্রায় সব নেতারই বক্তব্য, সভাপতি নির্বাচনে সব পদপ্রার্থীকেই বাংলায় স্বাগত জানানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.