ETV Bharat / city

Regent Park murder : 24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে রিজেন্ট পার্ক খুনে অভিযুক্ত

মোবাইলের টাওয়ার লোকেশন ধরে রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দারা (Regent Park murder )। ফলতা থানা এলাকার একটি বাগান বাড়ি থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ৷

Regent Park murder
24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে রিজেন্ট পার্ক খুনে অভিযুক্ত
author img

By

Published : Mar 19, 2022, 8:59 PM IST

Updated : Mar 19, 2022, 9:29 PM IST

কলকাতা, 19 মার্চ : মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে 24 ঘণ্টার মধ্যে (Regent Park murder) পুলিশের জালে খুনি ৷ শনিবার রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । ফলতা থানা এলাকার শতল কলসা এলাকার একটি বাগান বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয় ৷ ধৃতের নাম সুজিত মল্লিক ।

শুক্রবার রিজেন্ট পার্কে রং দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে গুলি করে খুন করে সুজিত মল্লিক ৷ মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা দিলীপ চৌহান ৷ জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বন্ধু সুজিত মালিকের স্ত্রী'কে রং মাখাতে গিয়েছিলেন দিলীপ ৷ কিন্তু ওই অবস্থায় তাঁর স্ত্রীকে রং মাখাতে যাওয়ার বিষয়টি একেবারেই ভাল চোখে নেয়নি সুজিত ৷ তাই দিলীপকে রং মাখাতে বাধা দিতেই কথা-কাটাকাটি শুরু হয় দু'জনের মধ্যে ৷ পরবর্তীতে তা গড়ায় হাতাহাতিতে ৷ তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও পরে তা চরমে পৌঁছয় ৷

24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে রিজেন্ট পার্ক খুনে অভিযুক্ত

জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার নতুনপল্লির একটি বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন দিলীপ চৌহান । রং খেলার পর খাওয়া-দাওয়ার আসরে পানীয়ের ব্যবস্থাও ছিল । সেই সময় আচমকা ওই বাড়িতে হাজির হন সুজিত মল্লিক । এরপর দিলীপকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সুজিত ৷ গুলি গিয়ে লাগে পেশায় বাদাম বিক্রেতা দিলীপের তলপেটে ৷ ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় সুজিত । অভিযোগ পেয়ে লালবাজারের গোয়েন্দা দমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ শুক্রবার থেকেই যৌথ অভিযানে নামে । শনিবার দুপুরে তাকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । পাশাপাশি ওই বাগান বাড়ি থেকে মূল অভিযুক্ত ছাড়াও 3 জনকে আটক করেছে পুলিশ ।

আরও পড়ুন: ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

সূত্রের খবর, জোকায় শেষবার সুজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল । সেটা দেখেই তদন্তকারীরা বুঝে যান দক্ষিণ 24 পরগনায় গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত । এরপরই লালবাজারের গুন্ডা দমন শাখা এবং রিজেন্ট পার্ক পুলিশ দক্ষিণ 24 পরগনায় যৌথ অভিযান চালায় । তাতেই আসে সাফল্য ।

কলকাতা, 19 মার্চ : মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে 24 ঘণ্টার মধ্যে (Regent Park murder) পুলিশের জালে খুনি ৷ শনিবার রিজেন্ট পার্কে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা । ফলতা থানা এলাকার শতল কলসা এলাকার একটি বাগান বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয় ৷ ধৃতের নাম সুজিত মল্লিক ।

শুক্রবার রিজেন্ট পার্কে রং দেওয়াকে কেন্দ্র করে বন্ধুকে গুলি করে খুন করে সুজিত মল্লিক ৷ মৃত উত্তরপ্রদেশের বাসিন্দা দিলীপ চৌহান ৷ জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বন্ধু সুজিত মালিকের স্ত্রী'কে রং মাখাতে গিয়েছিলেন দিলীপ ৷ কিন্তু ওই অবস্থায় তাঁর স্ত্রীকে রং মাখাতে যাওয়ার বিষয়টি একেবারেই ভাল চোখে নেয়নি সুজিত ৷ তাই দিলীপকে রং মাখাতে বাধা দিতেই কথা-কাটাকাটি শুরু হয় দু'জনের মধ্যে ৷ পরবর্তীতে তা গড়ায় হাতাহাতিতে ৷ তখনকার মতো পরিস্থিতি শান্ত হলেও পরে তা চরমে পৌঁছয় ৷

24 ঘণ্টার মধ্যে পুলিশের জালে রিজেন্ট পার্ক খুনে অভিযুক্ত

জানা গিয়েছে, রিজেন্ট পার্ক থানা এলাকার নতুনপল্লির একটি বাড়িতে বসে খাবার খাচ্ছিলেন দিলীপ চৌহান । রং খেলার পর খাওয়া-দাওয়ার আসরে পানীয়ের ব্যবস্থাও ছিল । সেই সময় আচমকা ওই বাড়িতে হাজির হন সুজিত মল্লিক । এরপর দিলীপকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সুজিত ৷ গুলি গিয়ে লাগে পেশায় বাদাম বিক্রেতা দিলীপের তলপেটে ৷ ঘটনার পরই এলাকা থেকে পালিয়ে যায় সুজিত । অভিযোগ পেয়ে লালবাজারের গোয়েন্দা দমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশ শুক্রবার থেকেই যৌথ অভিযানে নামে । শনিবার দুপুরে তাকে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে । পাশাপাশি ওই বাগান বাড়ি থেকে মূল অভিযুক্ত ছাড়াও 3 জনকে আটক করেছে পুলিশ ।

আরও পড়ুন: ফের শিরোনামে পানিহাটি, এবার কুপিয়ে খুন যুবককে

সূত্রের খবর, জোকায় শেষবার সুজিতের মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল । সেটা দেখেই তদন্তকারীরা বুঝে যান দক্ষিণ 24 পরগনায় গা ঢাকা দিয়ে রয়েছে অভিযুক্ত । এরপরই লালবাজারের গুন্ডা দমন শাখা এবং রিজেন্ট পার্ক পুলিশ দক্ষিণ 24 পরগনায় যৌথ অভিযান চালায় । তাতেই আসে সাফল্য ।

Last Updated : Mar 19, 2022, 9:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.