ETV Bharat / city

Kolkata Police : হেফাজতে ঘন ঘন বয়ান বদলাচ্ছেন অরিন্দম, ধন্দে গোয়েন্দারা - Kolkata Police

আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ ওঠে সম্প্রতি ৷ তার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেন ৷

main accused in alapan banerjee threat case changing his statement frequently
Kolkata Police : হেফাজতে ঘন ঘন বয়ান বদলাচ্ছেন অরিন্দম, ধন্দে গোয়েন্দারা
author img

By

Published : Nov 10, 2021, 9:19 PM IST

কলকাতা, 10 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন চিকিৎসক অরিন্দম সেন ৷ তাঁকে হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা ।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে মূল অভিযুক্ত ওই চিকিৎসক ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার ওই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা । জেরা চলাকালীন ধৃত অরিন্দম সেন বাকি দু’জনকে চিনতে অস্বীকার করেন প্রথমে ৷ পরে অবশ্য জেরার মুখে স্বীকার করেন যে ওই দু’জনের সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Winter : বঙ্গে শীতের আগমনিতে খলনায়ক ফের নিম্নচাপ

ফলে এই নিয়ে কিছুটা হলেও ধন্দে রয়েছে পুলিশ ৷ তাই ওই তিনজনকে আবার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে খবর মিলেছে লালবাজার সূত্রে ৷ তদন্তকারীদের সূত্রে খবর, অরিন্দম সেন জেরায় সেই ভাবে কিছুই মুখ খুলতে চাননি । শুধু একটাই কথা বারবার বলেছেন, মাথার চাপ কমাতে গিয়েই নাকি তিনি এই ঘটনা ঘটিয়েছেন । তবে তদন্তে কোনও খামতি রাখতে চাইছেন না তদন্তকারীরা ।

আরও পড়ুন : Maa Flyover : কেন মা উড়ালপুলে বারবার পথ দুর্ঘটনা, নজরদারির অভাব ?

গতকালই ধৃত অরিন্দম সেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা । গোয়েন্দারা জানতে পেরেছেন যে অরিন্দম সেনের চিকিৎসাও চলছিল । জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে ধৃতের চিকিৎসা সংক্রান্ত ব্যপারটিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা ।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে জানতে পারে বালিগঞ্জের শরৎ বোস রোডের একটি পোস্ট অফিস থেকে সেই চিঠিটি পাঠানো হয় ৷ কয়েক মাসের মধ্যে কারা কারা হাতে লেখা চিঠি পোস্ট করেছিলেন তথ্য-প্রমাণ জোগাড় করে পুলিশ ৷ প্রায় হাজার খানেক চিঠি দেখার পর একটি নাম দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের ।

আরও পড়ুন : Alapan Bandyopadhyay : গৌরহরি মিশ্রকে শিক্ষা দিতেই আলাপনকে হুমকি চিঠি চিকিৎসকের

এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রমেশ সাউ নামে একজনকে চিহ্নিত করা হয় ৷ তিনি অরিন্দমের গাড়ির চালক ৷ তার পর খোঁজ মেলে বিজয়কুমার কয়াল নামে আরও একজনের । সেখান থেকেই ড. অরিন্দম সেনের সন্ধান পায় পুলিশ ৷

কলকাতা, 10 নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন চিকিৎসক অরিন্দম সেন ৷ তাঁকে হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা ।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের মধ্যে মূল অভিযুক্ত ওই চিকিৎসক ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার ওই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা । জেরা চলাকালীন ধৃত অরিন্দম সেন বাকি দু’জনকে চিনতে অস্বীকার করেন প্রথমে ৷ পরে অবশ্য জেরার মুখে স্বীকার করেন যে ওই দু’জনের সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়েছে ৷

আরও পড়ুন : Bengal Winter : বঙ্গে শীতের আগমনিতে খলনায়ক ফের নিম্নচাপ

ফলে এই নিয়ে কিছুটা হলেও ধন্দে রয়েছে পুলিশ ৷ তাই ওই তিনজনকে আবার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে খবর মিলেছে লালবাজার সূত্রে ৷ তদন্তকারীদের সূত্রে খবর, অরিন্দম সেন জেরায় সেই ভাবে কিছুই মুখ খুলতে চাননি । শুধু একটাই কথা বারবার বলেছেন, মাথার চাপ কমাতে গিয়েই নাকি তিনি এই ঘটনা ঘটিয়েছেন । তবে তদন্তে কোনও খামতি রাখতে চাইছেন না তদন্তকারীরা ।

আরও পড়ুন : Maa Flyover : কেন মা উড়ালপুলে বারবার পথ দুর্ঘটনা, নজরদারির অভাব ?

গতকালই ধৃত অরিন্দম সেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা । গোয়েন্দারা জানতে পেরেছেন যে অরিন্দম সেনের চিকিৎসাও চলছিল । জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে ধৃতের চিকিৎসা সংক্রান্ত ব্যপারটিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা ।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি দেওয়ার ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে জানতে পারে বালিগঞ্জের শরৎ বোস রোডের একটি পোস্ট অফিস থেকে সেই চিঠিটি পাঠানো হয় ৷ কয়েক মাসের মধ্যে কারা কারা হাতে লেখা চিঠি পোস্ট করেছিলেন তথ্য-প্রমাণ জোগাড় করে পুলিশ ৷ প্রায় হাজার খানেক চিঠি দেখার পর একটি নাম দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের ।

আরও পড়ুন : Alapan Bandyopadhyay : গৌরহরি মিশ্রকে শিক্ষা দিতেই আলাপনকে হুমকি চিঠি চিকিৎসকের

এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রমেশ সাউ নামে একজনকে চিহ্নিত করা হয় ৷ তিনি অরিন্দমের গাড়ির চালক ৷ তার পর খোঁজ মেলে বিজয়কুমার কয়াল নামে আরও একজনের । সেখান থেকেই ড. অরিন্দম সেনের সন্ধান পায় পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.