ETV Bharat / city

Mahua Moitra Plays Football: শাড়ি পরে ফুটবলে কিক, কৃষ্ণনগর সাংসদ কাপে ফের মহুয়ার 'মেসি' অবতার - মহুয়া মৈত্র

আবারও শাড়ি পরে ফুটবল খেলতে দেখা গেল মহুয়া মৈত্রকে (Mahua Moitra)৷ কৃষ্ণনগর সাংসদ কাপের ফাঁকে নিজেই মাঠে নেমে পড়েন তৃণমূল সাংসদ (Mahua Moitra Plays Football)৷

Mahua Moitra plays football in saree in Krishnanagar MP Cup Tournament 2022
শাড়ি পরে ফুটবলে কিক, কৃষ্ণনগর সাংসদ কাপে ফের মহুয়ার 'মেসি' অবতার
author img

By

Published : Sep 19, 2022, 12:36 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: রাজ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অ্যান্থেমে পরিণত হয়েছিল 'খেলা হবে' স্লোগান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে আক্ষরিক অর্থেই নামতে দেখা গিয়েছে মাঠে-ময়দানে ৷ নারীর ক্ষমতায়নের বার্তা দিতে গত খেলা হবে দিবসে শাড়ি পরে ফুটবল খেলতে নেমেছেন মহিলারা ৷ সেদিনই ফুটবলার অবতারে দেখা গিয়েছিল মহুয়া মৈত্রকেও (Mahua Moitra)৷ শাড়ি পরেই ফুটবলে লাথি মেরেছিলেন তৃণমূল সাংসদ ৷ আবারও ফিরে এল তাঁর সেই 'লিওনেল মেসি' অবতার ৷ এ বার কৃষ্ণনগরে ৷ সাংসদ কাপ টুর্নামেন্টের ফাঁকে শাড়ি পরেই মাঠে নেমে ফের বাঙালির প্রিয় ফুটবলে মাতলেন মহুয়া মৈত্র (Mahua Moitra Plays Football)৷

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রেরই উদ্যোগে গত 13 সেপ্টেম্বর থেকে আটদলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি হয় রবিবার । দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত কৃষ্ণনগর সাংসদ কাপ (Krishnanagar MP Cup Tournament 2022) জেতে দক্ষিণ বিধানসভা কেন্দ্র । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ মহুয়া মৈত্র । এই খেলারই ফাঁকে একবার নিজেও মাঠে নেমে পড়েন কৃষ্ণনগরের সাংসদ ৷ নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে, শাড়ি পরে বারপোস্টের সামনে দাঁড়িয়ে গোল বাঁচাচ্ছেন মহুয়া মৈত্র ৷ আর একটি ছবিতে তো তিনি পুরো লিওনেল মেসি ! ডান হাতে শাড়ির কুঁচি ধরে সপাটে শট মারছেন ফুটবলে ৷ পোস্টের ক্যাপশনে মহুয়া লিখেছেন, "কৃষ্ণনগর সাংসদ কাপ টুর্নামেন্ট 2022-এর ফাইনালের মজার মুহূর্ত ৷ আর হ্যাঁ, আমি শাড়ি পরেই খেলি ৷"

আরও পড়ুন: স্বমহিমায় মহুয়া, এবার 'কর্তব্য' নিয়ে বিজেপি'কে খোঁচা তৃণমূল সাংসদের

এই প্রথম নয় ৷ এর আগেও শাড়ি পরে ফুটবলের ময়দানে নেমে পড়তে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদকে ৷ চলতি বছর 16 অগস্ট খেলা হবে দিবসেও তিনি শাড়ি পরে ফুটবলে লাথি মেরেছিলেন ৷ সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷

রাজ্য থেকে জাতীয় রাজনীতি ৷ নজরকাড়া নেতা-নেত্রীদের মধ্যে অন্যতম তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ চোখা কথাবার্তা, কড়া টুইট, সংসদে তাঁর বডি ল্যাঙ্গোয়েজ বারবার লাইমলাইটে এনে দিয়েছে তাঁকে ৷ নানা সময়ে নানা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেও স্পষ্টবক্তা হিসেবে পরিচিত কৃষ্ণনগরের সাংসদ নিজের স্টাইলেই প্রতিবার পালটা জবাব দিয়েছেন ৷ কালী নিয়ে মন্তব্য, লুই ভিটনের ব্যাগ ব্যবহার, কোটি টাকার গাড়ি - এমন নানা বিষয়ে বারবার তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, বিদ্রুপ ৷ তবে যুক্তিতে অনড় থেকে নিজের বলিষ্ঠ ব্যক্তিত্বই তুলে ধরেছেন বারবার ৷ সমালোচনাকে গ্রহণ করার মানসিকতায় বোঝাতে চেয়েছেন তাঁর স্পিরিট ৷ আবারও মাঠে নেমে ফুটবলে মেতে ওঠা মহুয়ার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটই খুঁজে পাচ্ছেন নেটনাগরিকরা ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: রাজ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অ্যান্থেমে পরিণত হয়েছিল 'খেলা হবে' স্লোগান ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে আক্ষরিক অর্থেই নামতে দেখা গিয়েছে মাঠে-ময়দানে ৷ নারীর ক্ষমতায়নের বার্তা দিতে গত খেলা হবে দিবসে শাড়ি পরে ফুটবল খেলতে নেমেছেন মহিলারা ৷ সেদিনই ফুটবলার অবতারে দেখা গিয়েছিল মহুয়া মৈত্রকেও (Mahua Moitra)৷ শাড়ি পরেই ফুটবলে লাথি মেরেছিলেন তৃণমূল সাংসদ ৷ আবারও ফিরে এল তাঁর সেই 'লিওনেল মেসি' অবতার ৷ এ বার কৃষ্ণনগরে ৷ সাংসদ কাপ টুর্নামেন্টের ফাঁকে শাড়ি পরেই মাঠে নেমে ফের বাঙালির প্রিয় ফুটবলে মাতলেন মহুয়া মৈত্র (Mahua Moitra Plays Football)৷

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রেরই উদ্যোগে গত 13 সেপ্টেম্বর থেকে আটদলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি হয় রবিবার । দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত কৃষ্ণনগর সাংসদ কাপ (Krishnanagar MP Cup Tournament 2022) জেতে দক্ষিণ বিধানসভা কেন্দ্র । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ মহুয়া মৈত্র । এই খেলারই ফাঁকে একবার নিজেও মাঠে নেমে পড়েন কৃষ্ণনগরের সাংসদ ৷ নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছে, শাড়ি পরে বারপোস্টের সামনে দাঁড়িয়ে গোল বাঁচাচ্ছেন মহুয়া মৈত্র ৷ আর একটি ছবিতে তো তিনি পুরো লিওনেল মেসি ! ডান হাতে শাড়ির কুঁচি ধরে সপাটে শট মারছেন ফুটবলে ৷ পোস্টের ক্যাপশনে মহুয়া লিখেছেন, "কৃষ্ণনগর সাংসদ কাপ টুর্নামেন্ট 2022-এর ফাইনালের মজার মুহূর্ত ৷ আর হ্যাঁ, আমি শাড়ি পরেই খেলি ৷"

আরও পড়ুন: স্বমহিমায় মহুয়া, এবার 'কর্তব্য' নিয়ে বিজেপি'কে খোঁচা তৃণমূল সাংসদের

এই প্রথম নয় ৷ এর আগেও শাড়ি পরে ফুটবলের ময়দানে নেমে পড়তে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদকে ৷ চলতি বছর 16 অগস্ট খেলা হবে দিবসেও তিনি শাড়ি পরে ফুটবলে লাথি মেরেছিলেন ৷ সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷

রাজ্য থেকে জাতীয় রাজনীতি ৷ নজরকাড়া নেতা-নেত্রীদের মধ্যে অন্যতম তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ চোখা কথাবার্তা, কড়া টুইট, সংসদে তাঁর বডি ল্যাঙ্গোয়েজ বারবার লাইমলাইটে এনে দিয়েছে তাঁকে ৷ নানা সময়ে নানা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেও স্পষ্টবক্তা হিসেবে পরিচিত কৃষ্ণনগরের সাংসদ নিজের স্টাইলেই প্রতিবার পালটা জবাব দিয়েছেন ৷ কালী নিয়ে মন্তব্য, লুই ভিটনের ব্যাগ ব্যবহার, কোটি টাকার গাড়ি - এমন নানা বিষয়ে বারবার তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ, বিদ্রুপ ৷ তবে যুক্তিতে অনড় থেকে নিজের বলিষ্ঠ ব্যক্তিত্বই তুলে ধরেছেন বারবার ৷ সমালোচনাকে গ্রহণ করার মানসিকতায় বোঝাতে চেয়েছেন তাঁর স্পিরিট ৷ আবারও মাঠে নেমে ফুটবলে মেতে ওঠা মহুয়ার মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটই খুঁজে পাচ্ছেন নেটনাগরিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.