ETV Bharat / city

Mahalaya 2022: মহালয়া আদতে নারীর ক্ষমতায়নের আবাহন

পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষে সমাজের অন্য দুর্গার গল্পগুলোকে সামনে নিয়ে আসে । উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র, বাংলায় নারীর ক্ষমতায়নে চলো পাল্টাইয়ের ডাক (Womens Empowerment)।

Womens Empowerment
নারীর ক্ষমতায়নের আবাহন
author img

By

Published : Sep 25, 2022, 7:37 AM IST

Updated : Sep 25, 2022, 8:37 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: দেবীপক্ষের আকুল প্রার্থনায় থাকবে অসুরপক্ষের চিরতরে বিসর্জন (Womens Empowerment) । পিতৃপুরুষকে জলদানের প্রথায় অবচেতনে সব দীনতার বিনাশ চাই আমরা । সেখানে সমাজের অন্য দুর্গার আবাহনও একই সঙ্গে করে ফেলি ।
চাকদহের গ্রামের ক্রিকেট থেকে উত্তরণ যখন লর্ডসের বাইশ গজে শেষ হয়, তখন রূপকথায় দাড়ি পড়ে । ঝুলন গোস্বামীর দৌড় উদ্বুদ্ধ করে পম্পা সরকারকে । কৃষ্ণনগরের বাজারে দুই ঘণ্টা পান বিক্রি করে পম্পা দৌড়ায় ট্রেন ধরতে । অনুশীলনে যোগ দিতে কলকাতায় যেতে হবে যে । ঝুলন দিদিকে আদর্শ করে বোলিং রান আপে এগিয়ে যায় পম্পা ।
পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষে সমাজের অন্য দুর্গার গল্পগুলোকে সামনে নিয়ে আসে । উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র, বাংলায় নারীর ক্ষমতায়নে চলো পাল্টাইয়ের ডাক ।

মায়ের বোধন এবং জনজীবন
মধুমিতা পারিহারী । 19 বছরে স্বামীর মৃত্যুর পর স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে ধারণা জন্মায় । এখন হাজার দুয়েক গোষ্ঠীকে এক করে ঝাড়গ্রাম মহিলা ব্লক অরণ্যসুন্দরী গড়ে তুলেছেন । বহু মেয়ের স্বনির্ভর হওয়ার অবলম্বন তিনি ।

জীবন জীবিকার লড়াই
বনগাঁর গৃহবধূ রিঙ্কু রায় নিজেই এখন নৌকো চালান । বাড়িতে শ্বশুর অসুস্থ । সংসার চালানো, ওষুধের খরচ জোগানো সমস্যা । তাই হাল ধরেছেন । দক্ষিণ 24 পরগনার তালদির প্রতিভাবান ওয়াটার পোলো খেলোয়াড় তুলিকা বৈদ্য তার জলদস্যু পেশায় থাকা বাবাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে এসেছেন খেলার সাফল্যের ছটায় প্রভাবিত করে । রাজ্য ক্রীড়াদফতরে এখন তুলিকা কর্মরত ।

আরও পড়ুন: মহালয়া আর কুমারটুলির এই রেডিয়ো ম্য়ানের নিবিড় সম্পর্ক

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
রাইমণি মুর্মু । রাজ্যের একমাত্র সাঁওতালি মাধ্যম আবাসিক স্কুল তৈরি করে পথ দেখাচ্ছেন । বলিউডে গান গাওয়া চাঁদমণি হেমব্রমের কথাও আসবে একই সঙ্গে । হুগলির ইটাচুনা গ্রাম থেকে এমন উত্তরণ অবিশ্বাস্য । জলপাইগুড়ির সরস্বতীপুরের চা বাগানের মেয়েদের রাগবিতে সাড়া জাগানোর কথা, ঝাড়গ্রামে রাঙাদিঘি গ্রামের মেয়ে মমতা হাঁসদার জাতীয় দলে ঢুকে পড়ার গল্পও রূপকথার মতো । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত সঙ্গীতা বেরার ভারতীয় দলে প্রতিনিধিত্ব পেশা ও খেলার প্রতি ভালোবাসাকে মিলিয়ে দেয় । উত্তরণের গল্প শোনায় । মহিমা খাতুন, ইস্টবেঙ্গলের মহিলা দলের গোলরক্ষক যখন অনলাইন সংস্থার ডেলিভারি গার্ল হিসেবে কাজ করেন কিংবা তার দিদি সংসারের জোয়াল বইতে কোনা এক্সপ্রেসে সিভিক ভলান্টিয়ার হিসেবে ট্রাফিকের কাজ করেন । প্যারা ওয়েটলিফটার সাগিনা খাতুন যখন কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করেন, তখন মনে হয় শক্তিরূপেনো সংস্থিতা ।

ব্রহ্মা জানেন গোপন কম্মটি
নন্দিনী ভৌমিক । প্রঞ্জা পারমিতাদের দেশে মেয়েরা যে পৌরোহিত্য করতে পারেন, তা বাঙালিকে দেখিয়ে দিয়েছেন নন্দিনী ও তাঁর সঙ্গীরা । সত্যি ব্রহ্মা জানেন গোপন কম্মটি । তাঁদের এই সম্মিলিত নিরন্তর প্রচেষ্টা দিন বদলের ডাক । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের শিক্ষিকা সুলতা মণ্ডলরা পর্যন্ত প্রভাবিত হয়ে দুর্গাপুজোয় নেমে পড়েন । ব্রাহ্মণ্যবাদ নিপাত যাক স্লোগান ওঠে অদূরে । কলকাতার একটি পুজোতেও এবার পুজো করছেন নন্দিনী ।

সীমা না মানার ডাক
দীপান্বিতা পাল হুগলির নামী সুলতানিয়া হাই মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন । বিরল সম্মান । প্রিয়া দত্তের কাজটা আবার আরেকরকম ৷ লালরঙের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত । লকডাউনের সময় বারবণিতাদের সাহায্যে দাঁড়িয়েছেন, এইডস আক্রান্ত শিশুদের পাশেও । জাপানের একটি নামী সংস্থা তাঁকে ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর করেছে পর্যন্ত । প্রথা অনুসারে বেশ্যা বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা গড়া যায় না । দিনে ঘৃনার দৃষ্টি ছুড়ে দেওয়া সমাজ রাতে ওদের ওপর পশুর খিদে মেটায় । নিশিপদ্ম ছবিতে উত্তমকুমারের মুখে মান্না দে-র গাওয়া গান আজও পতিতাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী । এই প্রেক্ষাপটে প্রিয়া দত্তর কাজ ভিন্ন বার্তা বহন করে । বাংলার পাশাপাশি হিন্দি সিরিয়ালে চুটিয়ে কাজ করা বিশিষ্ট চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে মেয়েদের সমস্যা নিয়ে চরকি পাক দিয়ে বেড়ান । শিলিগুড়ির মহিলা থানার অফিসার আত্রেয়ী গঙ্গোপাধ্যায়, নারী পাচারের কথা শুনলেই যিনি টিম নিয়ে দৌড়ে যান । হিট বলিউডি ছবি 'মর্দানি'-র বাস্তবায়ন আত্রেয়ী । অজস্র নারী পাচার রুখে পানিঘাটা চা বাগানে জন্মানো রংগু সৌরিয়া, বীরপাড়ার কাছে নাংডালা চা বাগানের মেয়ে নির্মলা কার্জি ওম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের অন্য দুর্গা ।

আরও পড়ুন: প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় খুশির হাওয়া ডুয়ার্সের আদিবাসীদের মধ্যে

মা যখন শেরাওয়ালি
কোয়েম্বাটোরের আনাইকাটি পাহাড়ের ইরুলা উপজাতি এক তরুণীর কথা । কত কষ্ট করে পড়াশোনা চালিয়ে এখন তিনি তামিলনাডু বার অ্যাসোসিয়েনের সদস্য । মধ্যপ্রদেশের ভুপালের এক গ্রামের মহিলা সরপঞ্চ আশা কাইথোয়াস তাঁর সব গয়না বন্ধক রেখে সিসিটিভি ক্যামেরা রেখেছেন গ্রামে । কত মহিলা কত অবিশ্বাস্য কাজ করেন । তিরুপতির 32 বছরের তরুণী মহান্তু পূর্ণিমা 2 বছর ধরে প্রতিদিন অন্তত 30 জনকে খাওয়ানো অভ্যাস করে ফেলেছেন । হাওড়া-নিমতা মিনিবাস রুটে প্রতিমা পোদ্দার কিংবা 30-এ বাস রুটে কল্পনা মণ্ডলকে ড্রাইভিং সিটে দেখি তখন মনে হয় দুর্গারা জাগছেন ।

নারীর ক্ষমতায়ন এবং প্রশ্ন
এই নারী জাগরণের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও নারী মুখ্যমন্ত্রী নেই এ দেশে? ছোট্ট দেশ সুইডেন, সেখানে নারী প্রধানমন্ত্রীর আসন টলমল । দাবিদারদের মধ্যে 5 জন নারী । আর ভারতবর্ষ, সুচেতা কৃপালনী, নন্দিনী শতপথী, শশীকলা কাকোদকরের দেশে এখন কোনও মহিলা মুখ্যমন্ত্রিত্বের দাবিদারও নেই অন্য রাজ্যে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া অন্য নারী মুখ কেন গুরুত্ব পায় না । কেন্দ্রে 28 পূর্ণমন্ত্রীর মাত্র 2 জন মহিলা পূর্ণমন্ত্রী, নির্মলা সীতারামন এবং স্মৃতি ইরানি। 'বেটি বাচাও বেটি পড়াও'-এর ডাক দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের এই ছবিটা কোথাও ধাক্কা খায় ।

আরও পড়ুন: স্বর্গোদ্যানে ঝুলনের নামে স্ট্যান্ড, 'চাকদা এক্সপ্রেস'কে বিশেষ সংবর্ধনা দেবে সিএবি

কমরেড যখন ক্যাপ্টেন
ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন । প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে লেখা লাইনের প্রতিধ্বনি শোনা যায় কলকাতার রাজপথে । মিনাক্ষী মুখােপাধ্যায়কে ক্যাপ্টেন বলে যখন বাম ছাত্র আন্দোলন পথে নামে আর আলিমুদ্দিন সমর্থনের বৃদ্ধাঙ্গুষ্ট দেখায় তখন দেবীপক্ষে আশার আলো জ্বলে । ইরানের সব বিধিনিষেধ সরিয়ে মহিলারা রাস্তায় বেরিয়ে এসে আগুন জ্বালায়, তখন দুর্গারা জেগে ওঠে সীমানার কাঁটাতার সরিয়ে ।

ও আলোর পথযাত্রী
পিতৃপক্ষ হল আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত আগের কৃষ্ণপক্ষ । দেবীপক্ষ যেমন মহালয়ার পর প্রতিপদ থেকে চলবে কোজাগরি পূর্ণিমা পর্যন্ত । পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অন্য দুর্গার গল্প আসলে মহামায়ার জাগরনের ছবি ।

কলকাতা, 25 সেপ্টেম্বর: দেবীপক্ষের আকুল প্রার্থনায় থাকবে অসুরপক্ষের চিরতরে বিসর্জন (Womens Empowerment) । পিতৃপুরুষকে জলদানের প্রথায় অবচেতনে সব দীনতার বিনাশ চাই আমরা । সেখানে সমাজের অন্য দুর্গার আবাহনও একই সঙ্গে করে ফেলি ।
চাকদহের গ্রামের ক্রিকেট থেকে উত্তরণ যখন লর্ডসের বাইশ গজে শেষ হয়, তখন রূপকথায় দাড়ি পড়ে । ঝুলন গোস্বামীর দৌড় উদ্বুদ্ধ করে পম্পা সরকারকে । কৃষ্ণনগরের বাজারে দুই ঘণ্টা পান বিক্রি করে পম্পা দৌড়ায় ট্রেন ধরতে । অনুশীলনে যোগ দিতে কলকাতায় যেতে হবে যে । ঝুলন দিদিকে আদর্শ করে বোলিং রান আপে এগিয়ে যায় পম্পা ।
পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষে সমাজের অন্য দুর্গার গল্পগুলোকে সামনে নিয়ে আসে । উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র, বাংলায় নারীর ক্ষমতায়নে চলো পাল্টাইয়ের ডাক ।

মায়ের বোধন এবং জনজীবন
মধুমিতা পারিহারী । 19 বছরে স্বামীর মৃত্যুর পর স্বনির্ভর গোষ্ঠী সম্পর্কে ধারণা জন্মায় । এখন হাজার দুয়েক গোষ্ঠীকে এক করে ঝাড়গ্রাম মহিলা ব্লক অরণ্যসুন্দরী গড়ে তুলেছেন । বহু মেয়ের স্বনির্ভর হওয়ার অবলম্বন তিনি ।

জীবন জীবিকার লড়াই
বনগাঁর গৃহবধূ রিঙ্কু রায় নিজেই এখন নৌকো চালান । বাড়িতে শ্বশুর অসুস্থ । সংসার চালানো, ওষুধের খরচ জোগানো সমস্যা । তাই হাল ধরেছেন । দক্ষিণ 24 পরগনার তালদির প্রতিভাবান ওয়াটার পোলো খেলোয়াড় তুলিকা বৈদ্য তার জলদস্যু পেশায় থাকা বাবাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে এসেছেন খেলার সাফল্যের ছটায় প্রভাবিত করে । রাজ্য ক্রীড়াদফতরে এখন তুলিকা কর্মরত ।

আরও পড়ুন: মহালয়া আর কুমারটুলির এই রেডিয়ো ম্য়ানের নিবিড় সম্পর্ক

অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
রাইমণি মুর্মু । রাজ্যের একমাত্র সাঁওতালি মাধ্যম আবাসিক স্কুল তৈরি করে পথ দেখাচ্ছেন । বলিউডে গান গাওয়া চাঁদমণি হেমব্রমের কথাও আসবে একই সঙ্গে । হুগলির ইটাচুনা গ্রাম থেকে এমন উত্তরণ অবিশ্বাস্য । জলপাইগুড়ির সরস্বতীপুরের চা বাগানের মেয়েদের রাগবিতে সাড়া জাগানোর কথা, ঝাড়গ্রামে রাঙাদিঘি গ্রামের মেয়ে মমতা হাঁসদার জাতীয় দলে ঢুকে পড়ার গল্পও রূপকথার মতো । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত সঙ্গীতা বেরার ভারতীয় দলে প্রতিনিধিত্ব পেশা ও খেলার প্রতি ভালোবাসাকে মিলিয়ে দেয় । উত্তরণের গল্প শোনায় । মহিমা খাতুন, ইস্টবেঙ্গলের মহিলা দলের গোলরক্ষক যখন অনলাইন সংস্থার ডেলিভারি গার্ল হিসেবে কাজ করেন কিংবা তার দিদি সংসারের জোয়াল বইতে কোনা এক্সপ্রেসে সিভিক ভলান্টিয়ার হিসেবে ট্রাফিকের কাজ করেন । প্যারা ওয়েটলিফটার সাগিনা খাতুন যখন কমনওয়েলথ গেমসে দেশের প্রতিনিধিত্ব করেন, তখন মনে হয় শক্তিরূপেনো সংস্থিতা ।

ব্রহ্মা জানেন গোপন কম্মটি
নন্দিনী ভৌমিক । প্রঞ্জা পারমিতাদের দেশে মেয়েরা যে পৌরোহিত্য করতে পারেন, তা বাঙালিকে দেখিয়ে দিয়েছেন নন্দিনী ও তাঁর সঙ্গীরা । সত্যি ব্রহ্মা জানেন গোপন কম্মটি । তাঁদের এই সম্মিলিত নিরন্তর প্রচেষ্টা দিন বদলের ডাক । দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের শিক্ষিকা সুলতা মণ্ডলরা পর্যন্ত প্রভাবিত হয়ে দুর্গাপুজোয় নেমে পড়েন । ব্রাহ্মণ্যবাদ নিপাত যাক স্লোগান ওঠে অদূরে । কলকাতার একটি পুজোতেও এবার পুজো করছেন নন্দিনী ।

সীমা না মানার ডাক
দীপান্বিতা পাল হুগলির নামী সুলতানিয়া হাই মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন । বিরল সম্মান । প্রিয়া দত্তের কাজটা আবার আরেকরকম ৷ লালরঙের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত । লকডাউনের সময় বারবণিতাদের সাহায্যে দাঁড়িয়েছেন, এইডস আক্রান্ত শিশুদের পাশেও । জাপানের একটি নামী সংস্থা তাঁকে ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর করেছে পর্যন্ত । প্রথা অনুসারে বেশ্যা বাড়ির মাটি ছাড়া দুর্গা প্রতিমা গড়া যায় না । দিনে ঘৃনার দৃষ্টি ছুড়ে দেওয়া সমাজ রাতে ওদের ওপর পশুর খিদে মেটায় । নিশিপদ্ম ছবিতে উত্তমকুমারের মুখে মান্না দে-র গাওয়া গান আজও পতিতাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গী । এই প্রেক্ষাপটে প্রিয়া দত্তর কাজ ভিন্ন বার্তা বহন করে । বাংলার পাশাপাশি হিন্দি সিরিয়ালে চুটিয়ে কাজ করা বিশিষ্ট চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে মেয়েদের সমস্যা নিয়ে চরকি পাক দিয়ে বেড়ান । শিলিগুড়ির মহিলা থানার অফিসার আত্রেয়ী গঙ্গোপাধ্যায়, নারী পাচারের কথা শুনলেই যিনি টিম নিয়ে দৌড়ে যান । হিট বলিউডি ছবি 'মর্দানি'-র বাস্তবায়ন আত্রেয়ী । অজস্র নারী পাচার রুখে পানিঘাটা চা বাগানে জন্মানো রংগু সৌরিয়া, বীরপাড়ার কাছে নাংডালা চা বাগানের মেয়ে নির্মলা কার্জি ওম্যান ট্রাফিকিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের অন্য দুর্গা ।

আরও পড়ুন: প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় খুশির হাওয়া ডুয়ার্সের আদিবাসীদের মধ্যে

মা যখন শেরাওয়ালি
কোয়েম্বাটোরের আনাইকাটি পাহাড়ের ইরুলা উপজাতি এক তরুণীর কথা । কত কষ্ট করে পড়াশোনা চালিয়ে এখন তিনি তামিলনাডু বার অ্যাসোসিয়েনের সদস্য । মধ্যপ্রদেশের ভুপালের এক গ্রামের মহিলা সরপঞ্চ আশা কাইথোয়াস তাঁর সব গয়না বন্ধক রেখে সিসিটিভি ক্যামেরা রেখেছেন গ্রামে । কত মহিলা কত অবিশ্বাস্য কাজ করেন । তিরুপতির 32 বছরের তরুণী মহান্তু পূর্ণিমা 2 বছর ধরে প্রতিদিন অন্তত 30 জনকে খাওয়ানো অভ্যাস করে ফেলেছেন । হাওড়া-নিমতা মিনিবাস রুটে প্রতিমা পোদ্দার কিংবা 30-এ বাস রুটে কল্পনা মণ্ডলকে ড্রাইভিং সিটে দেখি তখন মনে হয় দুর্গারা জাগছেন ।

নারীর ক্ষমতায়ন এবং প্রশ্ন
এই নারী জাগরণের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও নারী মুখ্যমন্ত্রী নেই এ দেশে? ছোট্ট দেশ সুইডেন, সেখানে নারী প্রধানমন্ত্রীর আসন টলমল । দাবিদারদের মধ্যে 5 জন নারী । আর ভারতবর্ষ, সুচেতা কৃপালনী, নন্দিনী শতপথী, শশীকলা কাকোদকরের দেশে এখন কোনও মহিলা মুখ্যমন্ত্রিত্বের দাবিদারও নেই অন্য রাজ্যে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়া অন্য নারী মুখ কেন গুরুত্ব পায় না । কেন্দ্রে 28 পূর্ণমন্ত্রীর মাত্র 2 জন মহিলা পূর্ণমন্ত্রী, নির্মলা সীতারামন এবং স্মৃতি ইরানি। 'বেটি বাচাও বেটি পড়াও'-এর ডাক দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের এই ছবিটা কোথাও ধাক্কা খায় ।

আরও পড়ুন: স্বর্গোদ্যানে ঝুলনের নামে স্ট্যান্ড, 'চাকদা এক্সপ্রেস'কে বিশেষ সংবর্ধনা দেবে সিএবি

কমরেড যখন ক্যাপ্টেন
ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন । প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উদ্দেশ্যে লেখা লাইনের প্রতিধ্বনি শোনা যায় কলকাতার রাজপথে । মিনাক্ষী মুখােপাধ্যায়কে ক্যাপ্টেন বলে যখন বাম ছাত্র আন্দোলন পথে নামে আর আলিমুদ্দিন সমর্থনের বৃদ্ধাঙ্গুষ্ট দেখায় তখন দেবীপক্ষে আশার আলো জ্বলে । ইরানের সব বিধিনিষেধ সরিয়ে মহিলারা রাস্তায় বেরিয়ে এসে আগুন জ্বালায়, তখন দুর্গারা জেগে ওঠে সীমানার কাঁটাতার সরিয়ে ।

ও আলোর পথযাত্রী
পিতৃপক্ষ হল আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত আগের কৃষ্ণপক্ষ । দেবীপক্ষ যেমন মহালয়ার পর প্রতিপদ থেকে চলবে কোজাগরি পূর্ণিমা পর্যন্ত । পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অন্য দুর্গার গল্প আসলে মহামায়ার জাগরনের ছবি ।

Last Updated : Sep 25, 2022, 8:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.