কলকাতা, 3 জুন : কোরোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তহবিলে প্রথম থেকেই সাধ্যমতো দান করে আসছে শিক্ষা জগৎ। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের মাদ্রাসা শিক্ষকরা। আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 25 লাখ টাকার চেক তুলে দিলেন তাঁরা।
বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের রাজ্য সভাপতি ইসরারুল হক মণ্ডল বলেন, "আমরা মাদ্রাসা শিক্ষক সংগঠন। রাজ্যের 614টি সরকার পোষিত মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের তরফে শিক্ষামন্ত্রীর কাছে এসেছিলাম। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য আমরা একটি রিলিফ ফান্ড গঠন করেছিলাম। সেখান থেকে 25 লাখ 1 হাজার 1 টাকার চেক শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিলাম।"
মাদ্রাসা শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ফোরামের রাজ্য সভাপতি বলেন, "উনি(শিক্ষামন্ত্রী) মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আমরা মাদ্রাসা শিক্ষকরা যে সরকারের পাশে আছি তার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। আগামীদিনে মাদ্রাসা শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।"
25 লাখ টাকার স্বীকৃতি জানিয়ে নিজের ফেসবুকেও পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী।