কলকাতা, 26 জুলাই: প্রকাশিত হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউয়ের ফল(Madhyamik HS Review Result 2022) । মাধ্যমিকে পূর্বের মেধাতালিকাভুক্ত(Merit list) ছিল 114 জন । তবে রিভিউয়ের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়াল 132 ।
3 জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার(Madhyamik Examination) ফলাফল ৷ মোট 32 হাজার 740 জন ফল ঘোষণার পর বিভিন্ন বিষয়ে তাদের উত্তরপত্র স্ক্রুটিনির আবেদন জানিয়েছিল । এর মধ্যে 11 হাজার 465 জনের নম্বর বেড়েছে । এমনকী, 495 জনের 10 নম্বর পর্যন্ত বেড়েছে । অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে রিভিউয়ের জন্য আবেদন করেছিল 2 হাজার 699 জন । এর মধ্যে নম্বর বেড়েছে 931 জনের । তবে 91.26 শতাংশ আবেদনকারী পরীক্ষার্থীর ফলাফলে কোনও পরিবর্তন আসেনি ।
আরও পড়ুন: মাধ্যমিকে পাশের হার 86.6%, সবার উপরে পূর্ব মেদিনীপুর
এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কলকাতা থেকে মেধাতালিকাভুক্ত ছিল একজন । স্কুটিনির পরেও তার নম্বরে কোনও বদল হয়নি । জেলার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে মাধ্যমিকে সপ্তম হওয়া অনন্যা দেবের নম্বরে । স্ক্রুটিনির পর তার নম্বর বেড়েছে ৷ ফলে এখন পঞ্চম স্থান অধিকার করল সে । একইভাবে বীরভূমের বাসিন্দা সৌমাল্য নিয়োগীর নম্বর বাড়ার ফলে সে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে । নামবার বেড়ে দশম থেকে নবম হয়েছে কোচবিহারের রিফাত তামান্না ।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রেকর্ড 272 জন, প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা
উচ্চমাধ্যমিকের(Higher Secondary)মেধাতালিকায় কোনও পরিবর্তন হয়নি । স্কুটিনির জন্য খাতা জমা পড়েছিল 8361টি । রিভিউর জন্য খাতা জমা পড়েছিল 85 হাজার 227টি । মোট 93 হাজার 588টি খাতা জমা পড়েছিল । 92 হাজারের মতন ফল প্রকাশ করা হয়েছে । এখনও দেড় হাজার ফল প্রকাশ বাকি আছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি । পরিবর্তন হয়ে বেরিয়েছে 18576 জনের খাতা সেই হিসাবে 19.85 শতাংশ নম্বর । 80 শতাংশ পড়ুয়ার এক থেকে পাঁচ নম্বর বেড়েছে । বেশ কয়েকজনের দশ, কুড়ি এমনকী ত্রিশ নম্বরও বেড়েছে ।