ETV Bharat / city

"ভয় দেখিয়ে লাভ নেই, মনে রাখবেন আমার নাম মদন মিত্র"

অর্জুন সিং বাইরে থেকে গুন্ডা আনছে, ভাটপাড়ায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে । আজ নির্বাচন কমিশনে এই অভিযোগ জানাল তৃণমূল । তৃণমূলের তরফে মদন মিত্র আজ একটি ডেপুটেশন জমা দেন । বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন ইশুতে কথা বলেন ।

author img

By

Published : May 3, 2019, 9:48 PM IST

Updated : May 4, 2019, 12:02 AM IST

ফাইল ফোটো

সল্টলেক, 3 মে : অর্জুন সিং বাইরে থেকে গুন্ডা আনছে, ভাটপাড়ায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে । এই অভিযোগে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের তরফে মদন মিত্র আজ একটি ডেপুটেশন জমা দেন । সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা CEO -র সাথে দেখা করেছি । একটি ডেপুটেশন জমা দিয়েছি । অ্যাডিশনাল CEO-কেও তার একটি কপি দেওয়া হয়েছে । 105 নম্বর ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে । আগ্নেয়য়াস্ত্রধারী 8 জন CISF জওয়ান অর্জুন সিংয়ের নিরাপত্তায় আছে । তাদের ছাড়াও প্রায় 20 জন পার্টির গুন্ডা রয়েছে । এমন পরিস্থিতি তৈরি করেছে সাধারণ মানুষের মনে হবে CISF ওদের দলের লোকজনকে মারছে । আর অর্জুন সিং নিজের কোমর থেকে বার করে ওপেন ফায়ার করছে । ওই বন্দুকটা ওর বাবার ছিল, নাগাল্যান্ডের লাইসেন্স । তদন্ত করতে বলা হয়েছে ।"

এর সাথে তিনি বলেন, "ওর (অর্জুনের) বাড়িতে বাইরে গুন্ডারা লুকিয়ে আছে । এলাকার গুন্ডাদের সঙ্গেই ছত্তিশগড়, বেনারস থেকেও লোক আনা হচ্ছে । আজ সকালেই তারা ঢুকেছে রাজ্যে । তারা স্টেশনে এসে জিজ্ঞাসা করেছে ভাটপাড়া গোলঘরটা কোথায় । অর্জুন সিং আমার কাছে গুরুত্বপূর্ণ নয় । কিন্তু ও যখন সাংসদ হবে তখন ওর এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠবে ।"

ভিডিয়োয় দেখুন কী বললেন মদন মিত্র

অভিযোগের পরিপ্রেক্ষিতে কী জানাল নির্বাচন কমিশন ? তিনি বলেন, "আমি এই ডেপুটেশন অজয় নায়েক ও বিবেক দুকবেকেও দিয়েছি । আশ্বাস দিয়েছেন তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ।"

অন্যদিকে, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনাকে কেউ মারলে আপনি কী পালটা জবাব দেবেন ? উত্তরে মদন বলেন, "আমাকে মারলে আমি কি নকুলদানা খাওয়াব? অনুব্রতর মতো ? আর আমাকে মারতে আসবেই বা কী করে । আমি সেই সুযোগ দেব কেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই । মনে রাখবেন প্রার্থীর নাম মদন মিত্র । দলটার নাম তৃণমূল আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"

সল্টলেক, 3 মে : অর্জুন সিং বাইরে থেকে গুন্ডা আনছে, ভাটপাড়ায় দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে । এই অভিযোগে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস । তৃণমূলের তরফে মদন মিত্র আজ একটি ডেপুটেশন জমা দেন । সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা CEO -র সাথে দেখা করেছি । একটি ডেপুটেশন জমা দিয়েছি । অ্যাডিশনাল CEO-কেও তার একটি কপি দেওয়া হয়েছে । 105 নম্বর ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে । আগ্নেয়য়াস্ত্রধারী 8 জন CISF জওয়ান অর্জুন সিংয়ের নিরাপত্তায় আছে । তাদের ছাড়াও প্রায় 20 জন পার্টির গুন্ডা রয়েছে । এমন পরিস্থিতি তৈরি করেছে সাধারণ মানুষের মনে হবে CISF ওদের দলের লোকজনকে মারছে । আর অর্জুন সিং নিজের কোমর থেকে বার করে ওপেন ফায়ার করছে । ওই বন্দুকটা ওর বাবার ছিল, নাগাল্যান্ডের লাইসেন্স । তদন্ত করতে বলা হয়েছে ।"

এর সাথে তিনি বলেন, "ওর (অর্জুনের) বাড়িতে বাইরে গুন্ডারা লুকিয়ে আছে । এলাকার গুন্ডাদের সঙ্গেই ছত্তিশগড়, বেনারস থেকেও লোক আনা হচ্ছে । আজ সকালেই তারা ঢুকেছে রাজ্যে । তারা স্টেশনে এসে জিজ্ঞাসা করেছে ভাটপাড়া গোলঘরটা কোথায় । অর্জুন সিং আমার কাছে গুরুত্বপূর্ণ নয় । কিন্তু ও যখন সাংসদ হবে তখন ওর এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠবে ।"

ভিডিয়োয় দেখুন কী বললেন মদন মিত্র

অভিযোগের পরিপ্রেক্ষিতে কী জানাল নির্বাচন কমিশন ? তিনি বলেন, "আমি এই ডেপুটেশন অজয় নায়েক ও বিবেক দুকবেকেও দিয়েছি । আশ্বাস দিয়েছেন তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন ।"

অন্যদিকে, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনাকে কেউ মারলে আপনি কী পালটা জবাব দেবেন ? উত্তরে মদন বলেন, "আমাকে মারলে আমি কি নকুলদানা খাওয়াব? অনুব্রতর মতো ? আর আমাকে মারতে আসবেই বা কী করে । আমি সেই সুযোগ দেব কেন? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই । মনে রাখবেন প্রার্থীর নাম মদন মিত্র । দলটার নাম তৃণমূল আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"

Last Updated : May 4, 2019, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.