কলকাতা, 25 সেপ্টেম্বর: বাংলায় রাজনৈতিক মৃত্যু ঘটেছে বিজেপির । মহালয়ার দিন তর্পণ করে এই বার্তাই দিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র । রবিবার দেবীপক্ষের সূচনায় পিতৃ পুরুষদের উদ্দেশে তর্পণ করা হয় (Madan Mitra Tarpan)। এ দিন বাবুঘাটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিতে মালা দিয়ে তর্পণ সারলেন মদন মিত্র (Madan Mitra)। তিনি বলেন, বিজেপির রাজনৈতিক অপমৃত্যু হচ্ছে । পরে তর্পণ করার লোকও পাওয়া যাবে না । তাই আমি তর্পণ করে গেলাম ।
মহালয়ার দিন, প্রতিবারের মতোই এ বছরও দক্ষিণেশ্বর ঘাটে হাজির ছিলেন পূণ্যার্থীরা । সকাল থেকে বহু মানুষকে গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করতে দেখা যায় । খুব স্বাভাবিকভাবেই নিজের নির্বাচনী কেন্দ্রে এই বিশেষ দিনটিকে শান্তিপূর্ণভাবে যাতে মানুষ উদযাপন করতে পারেন, তা দেখাশোনার জন্য সকাল থেকেই পথে ছিলেন মদন মিত্র । তবে বেলা বাড়তেই তাঁকে ধুতি-উরনি গায়ে হঠাৎ বাবুঘাটে দেখা যায় । তখন কে জানত এ দিন তিনি এত বড় চমক দেবেন ।
চোখে কালো সানগ্লাস । নিজের মেজাজেই তর্পণ করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক । গঙ্গার পাশে রাখা হয়েছিল দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবি । দুটি ছবিতে মালা পরিয়ে দেন মদন ৷ এরপর নিয়ম মেনে মন্ত্র পড়ে বিজেপির উদ্দেশে তর্পণ সারেন তিনি । পরে তিনি জানান, তাঁর এই তর্পণ মূলত বিজেপির বিদায় কামনাতেই করা ।
আরও পড়ুন: মহালয়ার ভোরে তর্পণ করতে মানুষের ভিড় মালদার মিশন ঘাটে
এ দিন তর্পণে মদন বলেন, "আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই । ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষের জন্য আমার এই তর্পণ নয়, এ রাজ্যে বিজেপি'র যে মৃত্যু ঘটেছে, তারই আগাম তর্পণ ।"
এ দিন মদন মিত্রের এই পদক্ষেপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি । বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা সংবাদমাধ্যমে জানিয়েছেন, এমনিতেই রাজনৈতিকভাবে গুরুত্ব না পেয়ে হতাশায় ভুগছেন মদন মিত্র ৷ তাঁর এই বক্তব্য রাজনৈতিক হতাশা ছাড়া আর কিছু না ।