ETV Bharat / city

Madan Mitra Bomb Threat: নাম না করে মদনের বোমার হুঁশিয়ারি, সমালোচনার ঝড় বিরোধীদের - Madan Mitra bomb threat

নাম না করে বোমাবাজির হুঁশিয়ারি মদন মিত্রের ৷ আর সেই মন্তব্য ঘিরেই তোলপাড় রাজ্য রাজনীতিতে ৷ এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা ৷

Madan Mitra bomb threat stirs controversy in Bengal politics
নাম না করে মদনের বোমার হুঁশিয়ারি, সমালোচনার ঝড় বিরোধীদের
author img

By

Published : Sep 18, 2022, 4:47 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: এ বার বোমা মারার হুমকি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তবে কেষ্টর মতো তাঁর টার্গেট পুলিশ নয় (Bomb threat by Madan Mitra)। তিনি যেমনটি বললেন, তাতে মনে হল টার্গেট বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।

ঠিক কী বলেছেন মিস্টার এমএম ? তাঁর কথায়, যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল; যাঁরা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন; দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব । কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই । গুন্ডামি তো করাই যায় । এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে । কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই ।

এমনিতে রাজনীতিতে (Bengal Politics) বর্ণময় চরিত্র মদন । সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার রাজনীতি থেকে অবসরের ভাবনা শোনা যাচ্ছিল তাঁর মুখ থেকে । তখন ওয়াকিবহাল মহলের কেউ কেউ বলছিলেন, মন্ত্রিত্ব না পেয়ে হয়তো দলের নজর কাড়তে অবসরের কথা বলছেন । কিন্তু এ দিন আবার পুরনো ফর্মে পাওয়া গেল কামারহাটির বিধায়ককে । একদা তাজা নেতা বলে পরিচিত মদন এ দিন সরাসরি বোম মারার কথা না বললেও তাঁর মুখে বোম মারার হুমকি রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে (Madan Mitra bomb threat)।

গত 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন দ্বিতীয় হুগলি সেতু হয়ে সাঁতরাগাছি যাওয়ার পথে পিটিএসের সামনেই শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ । সে সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে । বিশেষ করে গ্রেফতারের আগে তাঁর এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসার ছবি এখন রাজ্য রাজনীতিতে ভাইরাল । এ দিন মূলত সেই ইস্যুতেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে মদনের এই উক্তি রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে ।

আরও পড়ুন: দুর্নীতি-বাণ বনাম 'ডোন্ট টাচ মাই বডি' পোস্টার, শাসক-বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা

মদনের বক্তব্য প্রকাশ্যে আসার পর বোমা মারার সংস্কৃতির কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা । তিনি বলেন, "আমরা বারবার বলে এসেছি এটা উগ্রপন্থী ও সন্ত্রাসবাদীদের পার্টি । তার আবার প্রমাণ পাওয়া গেল । অভিষেক বন্দ্য়োপাধ্যায় ক'দিন আগে মাথায় গুলি করার কথা বলছেন, উনি 10 মিনিটে খালি করা, বোম মারার কথা বলছেন । তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, পশ্চিম বাংলায় হিংসা, পশ্চিম বাংলায় রাহাজানি, পশ্চিম বাংলায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় ।"

মদন মিত্রের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও । তিনি বলেন, "মদন মিত্র তো তাঁর কথা বলছেন । অন্যান্য নেতাদের কথা শুনে উনি কিঞ্চিৎ পুলক বোধ করছেন বলে মনে হয় । মদন মিত্র চেষ্টা করে দেখুক । এসব কথা বলার কী মানে ? অনেক অগণতান্ত্রিক উপায়ে অশান্তি করেছেন । মানুষ অপেক্ষায় আছেন, মদন মিত্র যেন তা খেয়াল রাখেন ।

কলকাতা, 18 সেপ্টেম্বর: এ বার বোমা মারার হুমকি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তবে কেষ্টর মতো তাঁর টার্গেট পুলিশ নয় (Bomb threat by Madan Mitra)। তিনি যেমনটি বললেন, তাতে মনে হল টার্গেট বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।

ঠিক কী বলেছেন মিস্টার এমএম ? তাঁর কথায়, যাঁরা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল; যাঁরা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন; দল নির্দেশ দিলে ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেব । কিন্তু দল বলেছে তাণ্ডব নয়, প্রেম চাই । গুন্ডামি তো করাই যায় । এখনই একটা ছেলেকে দিয়ে চারটে বোমা মারলে সব ফাঁকা হয়ে যাবে । কিন্তু তাতে কৃতিত্ব কিছু নেই ।

এমনিতে রাজনীতিতে (Bengal Politics) বর্ণময় চরিত্র মদন । সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার রাজনীতি থেকে অবসরের ভাবনা শোনা যাচ্ছিল তাঁর মুখ থেকে । তখন ওয়াকিবহাল মহলের কেউ কেউ বলছিলেন, মন্ত্রিত্ব না পেয়ে হয়তো দলের নজর কাড়তে অবসরের কথা বলছেন । কিন্তু এ দিন আবার পুরনো ফর্মে পাওয়া গেল কামারহাটির বিধায়ককে । একদা তাজা নেতা বলে পরিচিত মদন এ দিন সরাসরি বোম মারার কথা না বললেও তাঁর মুখে বোম মারার হুমকি রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে (Madan Mitra bomb threat)।

গত 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানের দিন দ্বিতীয় হুগলি সেতু হয়ে সাঁতরাগাছি যাওয়ার পথে পিটিএসের সামনেই শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ । সে সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে । বিশেষ করে গ্রেফতারের আগে তাঁর এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বচসার ছবি এখন রাজ্য রাজনীতিতে ভাইরাল । এ দিন মূলত সেই ইস্যুতেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে মদনের এই উক্তি রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে ।

আরও পড়ুন: দুর্নীতি-বাণ বনাম 'ডোন্ট টাচ মাই বডি' পোস্টার, শাসক-বিরোধী বিক্ষোভে উত্তাল বিধানসভা

মদনের বক্তব্য প্রকাশ্যে আসার পর বোমা মারার সংস্কৃতির কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা । তিনি বলেন, "আমরা বারবার বলে এসেছি এটা উগ্রপন্থী ও সন্ত্রাসবাদীদের পার্টি । তার আবার প্রমাণ পাওয়া গেল । অভিষেক বন্দ্য়োপাধ্যায় ক'দিন আগে মাথায় গুলি করার কথা বলছেন, উনি 10 মিনিটে খালি করা, বোম মারার কথা বলছেন । তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, পশ্চিম বাংলায় হিংসা, পশ্চিম বাংলায় রাহাজানি, পশ্চিম বাংলায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করে এরা ক্ষমতায় টিকে থাকতে চায় ।"

মদন মিত্রের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও । তিনি বলেন, "মদন মিত্র তো তাঁর কথা বলছেন । অন্যান্য নেতাদের কথা শুনে উনি কিঞ্চিৎ পুলক বোধ করছেন বলে মনে হয় । মদন মিত্র চেষ্টা করে দেখুক । এসব কথা বলার কী মানে ? অনেক অগণতান্ত্রিক উপায়ে অশান্তি করেছেন । মানুষ অপেক্ষায় আছেন, মদন মিত্র যেন তা খেয়াল রাখেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.