ETV Bharat / city

Durga Puja 2022: মেট্রোতে চড়া হল না সপরিবার দুর্গার - Durga Puja

অনুমতি না থাকার কারণে মেট্রোতে চড়তে পারলেন না সপরিবার দেবী দুর্গা (Durga Puja 2022)৷ অবশেষে ঘোড়ার গাড়িতে চড়ে মণ্ডপে পৌঁছল পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘের প্রতিমা ৷

Maa Durga not get permission to travel in Kolkata metro
Durga Puja
author img

By

Published : Jul 3, 2022, 4:14 PM IST

কলকাতা, 3 জুলাই: কলকাতার লাইফলাইন মেট্রো রেল । কথা ছিল, সেই মেট্রো চড়েই সপরিবারে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে মণ্ডপে ঠাঁই নেবেন দেবী দুর্গা । কিন্তু তা আর হল কই ! বাঁধ সাধল যে অনুমতি (Durga Puja 2022)।

পুজো উদ্যোক্তাদের দাবি, শুধু মৌখিক আবেদন বা অনুরোধ নয়, লিখিত আবেদনও করা হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে । তারপরও অনুমতি মেলেনি । বাধ্য হয়েই ঘোড়ায় টানা রথে চড়ে মা দুর্গা সপরিবারে মণ্ডপে প্রবেশ করলেন । যার ফলে রবিবার দক্ষিণ কলকাতার প্রগতি সংঘ ক্লাবের খুঁটি পুজো(Khuti Puja) ঘোষিত সময়ের অনেক পরে শুরু হয় ।

প্রতি বছর রথের দিন থেকেই কলকাতার বহু ক্লাব খুঁটি পুজো সেরে নেয় । বাকিরা সময়, সুযোগ বুঝে খুঁটি পুজো করেন । কিন্তু এ বছর দক্ষিণ কলকাতার প্রগতি সংঘ বিশেষ পরিকল্পনা করেই খুঁটি পুজোর দিন দুর্গা মা'কে প্যান্ডেলে আনতে চেয়েছিল । তাও আবার মেট্রো চড়িয়ে । বন্দোবস্ত তাই ছিল । তাঁরা মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে রওনা দিতে সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছে যান (Durga Puja)।

এ খবর শুনে সংবাদমাধ্যমের কর্মীরাও মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশনের বাইরে ভিড় জমান । রবিবার ছুটির দিন । মেট্রো স্টেশনের বাইরে সংবাদমাধ্যমের ভিড় দেখে স্থানীয়রাও জড়ো হন । ভিড় বাড়তে থাকে । কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হন প্রগতি সংঘের দুর্গাপুজো উদ্যোক্তরা । মাটির তৈরি দুর্গা প্রতিমা মেট্রোতে ঢুকবে না, স্পষ্ট বার্তা মেট্রো কর্তৃপক্ষের । এ কারণেই আবেদনের অনুমতি দেওয়া হয়নি বলে জানান তাঁরা ।

Maa Durga not get permission to travel in Kolkata metro
মাস্টার দা সূর্যসেন মেট্রো স্টেশনের বাইরের সিঁড়ি থেকে নেমে আসতে হল মা দুর্গাকে

বাধ্য হয়ে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশনের বাইরের সিঁড়ি থেকে নামিয়ে আনা হয় দুর্গাকে (Maa Durga not get permission to travel in Kolkata metro)। সেখান থেকে মারুতি ভ্যানে চেপে নেতাজি মেট্রো স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয় প্রতিমা । এরপর দাঁড়িয়ে থাকা ঘোড়ায় টানা রথে সেটি তোলা হয় ৷ দুই তরুণী প্রতিমাকে কোলে বসিয়ে চড়েন রথে । গন্তব্য পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ খেলার মাঠ । মিনিট কুড়ির মধ্যে সেখানে পৌঁছয় রথ । দুর্গা, কার্তিক, গণেশদের সাদরে স্বাগত জানান ক্লাবের পুজো উদ্যোক্তরা ।

আরও পড়ুন: রথযাত্রায় দুর্গোৎসবের খুঁটি পুজো একাধিক ক্লাবের

পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘের এক সদস্যের আক্ষেপ, "ইচ্ছা থাকলেও দুর্গা মা'কে মেট্রো চড়াতে পারলাম না । তবে বাকিটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে । নিরাপত্তাজনিত কারণে মেট্রো কর্তৃপক্ষ মাটির তৈরি কোনও কিছুর প্রবেশ নিষেধ বলেই জানান ।"

কলকাতা, 3 জুলাই: কলকাতার লাইফলাইন মেট্রো রেল । কথা ছিল, সেই মেট্রো চড়েই সপরিবারে কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে নিয়ে মণ্ডপে ঠাঁই নেবেন দেবী দুর্গা । কিন্তু তা আর হল কই ! বাঁধ সাধল যে অনুমতি (Durga Puja 2022)।

পুজো উদ্যোক্তাদের দাবি, শুধু মৌখিক আবেদন বা অনুরোধ নয়, লিখিত আবেদনও করা হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে । তারপরও অনুমতি মেলেনি । বাধ্য হয়েই ঘোড়ায় টানা রথে চড়ে মা দুর্গা সপরিবারে মণ্ডপে প্রবেশ করলেন । যার ফলে রবিবার দক্ষিণ কলকাতার প্রগতি সংঘ ক্লাবের খুঁটি পুজো(Khuti Puja) ঘোষিত সময়ের অনেক পরে শুরু হয় ।

প্রতি বছর রথের দিন থেকেই কলকাতার বহু ক্লাব খুঁটি পুজো সেরে নেয় । বাকিরা সময়, সুযোগ বুঝে খুঁটি পুজো করেন । কিন্তু এ বছর দক্ষিণ কলকাতার প্রগতি সংঘ বিশেষ পরিকল্পনা করেই খুঁটি পুজোর দিন দুর্গা মা'কে প্যান্ডেলে আনতে চেয়েছিল । তাও আবার মেট্রো চড়িয়ে । বন্দোবস্ত তাই ছিল । তাঁরা মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে রওনা দিতে সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছে যান (Durga Puja)।

এ খবর শুনে সংবাদমাধ্যমের কর্মীরাও মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশনের বাইরে ভিড় জমান । রবিবার ছুটির দিন । মেট্রো স্টেশনের বাইরে সংবাদমাধ্যমের ভিড় দেখে স্থানীয়রাও জড়ো হন । ভিড় বাড়তে থাকে । কিন্তু শত চেষ্টা করেও ব্যর্থ হন প্রগতি সংঘের দুর্গাপুজো উদ্যোক্তরা । মাটির তৈরি দুর্গা প্রতিমা মেট্রোতে ঢুকবে না, স্পষ্ট বার্তা মেট্রো কর্তৃপক্ষের । এ কারণেই আবেদনের অনুমতি দেওয়া হয়নি বলে জানান তাঁরা ।

Maa Durga not get permission to travel in Kolkata metro
মাস্টার দা সূর্যসেন মেট্রো স্টেশনের বাইরের সিঁড়ি থেকে নেমে আসতে হল মা দুর্গাকে

বাধ্য হয়ে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশনের বাইরের সিঁড়ি থেকে নামিয়ে আনা হয় দুর্গাকে (Maa Durga not get permission to travel in Kolkata metro)। সেখান থেকে মারুতি ভ্যানে চেপে নেতাজি মেট্রো স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয় প্রতিমা । এরপর দাঁড়িয়ে থাকা ঘোড়ায় টানা রথে সেটি তোলা হয় ৷ দুই তরুণী প্রতিমাকে কোলে বসিয়ে চড়েন রথে । গন্তব্য পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ খেলার মাঠ । মিনিট কুড়ির মধ্যে সেখানে পৌঁছয় রথ । দুর্গা, কার্তিক, গণেশদের সাদরে স্বাগত জানান ক্লাবের পুজো উদ্যোক্তরা ।

আরও পড়ুন: রথযাত্রায় দুর্গোৎসবের খুঁটি পুজো একাধিক ক্লাবের

পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘের এক সদস্যের আক্ষেপ, "ইচ্ছা থাকলেও দুর্গা মা'কে মেট্রো চড়াতে পারলাম না । তবে বাকিটা পরিকল্পনা অনুযায়ী হয়েছে । নিরাপত্তাজনিত কারণে মেট্রো কর্তৃপক্ষ মাটির তৈরি কোনও কিছুর প্রবেশ নিষেধ বলেই জানান ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.