ETV Bharat / city

লকডাউনে মুড়ি বেচে উপার্জন 200 টাকা, পেশা বদলালেন ট্যাক্সিচালক - কোরোনা ভাইরাস

"মাথার উপর ধারের বোঝা, তার উপর কর্মহীন অবস্থা । এই লকডাউনের বাজারে কে কিনবে মুড়ি? মুড়ি বিক্রি করে সারাদিনে বড় জোর 200 টাকা উপার্জন হয় । তাতেই কোনও মতে চালাচ্ছি সংসার ।"

lockdown
lockdown
author img

By

Published : May 8, 2020, 10:31 PM IST

কলকাতা, 8মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ কাজকর্ম, ব্যবসা । বন্ধ রয়েছে গণপরিবহন । যার জেরে বিপাকে পড়েছে খেটে-খাওয়া মানুষ । সব চেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । পেটের জ্বালায়, সংসার চালাতে রোজগারের বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয়েছেন বহু মানুষ৷

তেমনি একজন হাওড়ার বেতাইতলার বাসিন্দা তাপস সেট ৷ পেশায় ট্যাক্সি চালক ৷ কিন্তু লকডাউনের জেরে প্রায় 43 দিন ধরে বন্ধ রোজগার ৷ তার উপর মাথায় মোটা টাকার দেনা ৷ সম্প্রতি ধার-দেনা করে একটি গাড়ি কিনেছিলেন তিনি ৷ ভেবে ছিলেন এই গাড়ি চালিয়েই সমস্ত ধার শোধ করে দেবেন ৷ কিন্তু গাড়ি আর চললো কই ৷ তার আগেই ঘন অন্ধকারের মতো তাপসের জীবনে নেমে এসেছে লকডাউন ৷ কী করে চলবে সংসার ৷ সম্প্রতি বাবার ক্যানসার পড়ে ৷ অস্ত্রোপচার করতে হবে বলে জানান ডাক্তাররা ৷ তারপরই টাকা ধারদেনা করে বাবাকে সুস্থ করে তোলেন তাপসবাবু ৷ পাঁচ বছরের একটি ছেলে রয়েছে তাঁর ৷ পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, শ্বশুর-শাশুড়ি মিলে সাতজন ৷ খাওয়ার খরচ তো আছে, সঙ্গে ওষুধ-পত্রের খরচ ৷ প্রতি মাসে প্রায় এক দু'হাজার টাকার ওষুধ লাগে ৷

এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে রোজগারের বিকল্প পথ খুঁজে নিয়েছে তাপসবাবু৷ বোনের কাছে কিছু টাকা ধার নিয়ে মুড়ি বিক্রি শুরু করেছেন । একটি ঠেলা গাড়ি তে অল্প কিছু টাকার মুড়ি কিনে শুরু করেছেন ব্যবসা । বৃদ্ধ বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, স্ত্রী ও ছেলে নিয়ে তার সংসার । যে করেই হোক পরিবারের সবার মুখে দুইবেলা খাবার তুলে দিতে হবে ৷ আর সেই কথা মাথায় রেখে ঠেলা গাড়িতে পথে পথে মুড়ি বিক্রি করছেন তাপসবাবু । তিনি বলেন, "একে মাথার উপর ধারের বোঝা তার উপর কর্মহীন অবস্থা । এই লকডাউনের বাজারে কে মুড়ি কিনবে? সারাদিনে বড় জোর 200 টাকা উপার্জন হয় । তাতেই কোনও মতে চালাচ্ছি সংসার । আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি ।" কবে খুলবে লকডাউন এখন শুধু সেই অপেক্ষায় দিন গুনছেন তাপসবাবু ৷

কলকাতা, 8মে : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ কাজকর্ম, ব্যবসা । বন্ধ রয়েছে গণপরিবহন । যার জেরে বিপাকে পড়েছে খেটে-খাওয়া মানুষ । সব চেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা । পেটের জ্বালায়, সংসার চালাতে রোজগারের বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হয়েছেন বহু মানুষ৷

তেমনি একজন হাওড়ার বেতাইতলার বাসিন্দা তাপস সেট ৷ পেশায় ট্যাক্সি চালক ৷ কিন্তু লকডাউনের জেরে প্রায় 43 দিন ধরে বন্ধ রোজগার ৷ তার উপর মাথায় মোটা টাকার দেনা ৷ সম্প্রতি ধার-দেনা করে একটি গাড়ি কিনেছিলেন তিনি ৷ ভেবে ছিলেন এই গাড়ি চালিয়েই সমস্ত ধার শোধ করে দেবেন ৷ কিন্তু গাড়ি আর চললো কই ৷ তার আগেই ঘন অন্ধকারের মতো তাপসের জীবনে নেমে এসেছে লকডাউন ৷ কী করে চলবে সংসার ৷ সম্প্রতি বাবার ক্যানসার পড়ে ৷ অস্ত্রোপচার করতে হবে বলে জানান ডাক্তাররা ৷ তারপরই টাকা ধারদেনা করে বাবাকে সুস্থ করে তোলেন তাপসবাবু ৷ পাঁচ বছরের একটি ছেলে রয়েছে তাঁর ৷ পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, শ্বশুর-শাশুড়ি মিলে সাতজন ৷ খাওয়ার খরচ তো আছে, সঙ্গে ওষুধ-পত্রের খরচ ৷ প্রতি মাসে প্রায় এক দু'হাজার টাকার ওষুধ লাগে ৷

এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে রোজগারের বিকল্প পথ খুঁজে নিয়েছে তাপসবাবু৷ বোনের কাছে কিছু টাকা ধার নিয়ে মুড়ি বিক্রি শুরু করেছেন । একটি ঠেলা গাড়ি তে অল্প কিছু টাকার মুড়ি কিনে শুরু করেছেন ব্যবসা । বৃদ্ধ বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, স্ত্রী ও ছেলে নিয়ে তার সংসার । যে করেই হোক পরিবারের সবার মুখে দুইবেলা খাবার তুলে দিতে হবে ৷ আর সেই কথা মাথায় রেখে ঠেলা গাড়িতে পথে পথে মুড়ি বিক্রি করছেন তাপসবাবু । তিনি বলেন, "একে মাথার উপর ধারের বোঝা তার উপর কর্মহীন অবস্থা । এই লকডাউনের বাজারে কে মুড়ি কিনবে? সারাদিনে বড় জোর 200 টাকা উপার্জন হয় । তাতেই কোনও মতে চালাচ্ছি সংসার । আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছি ।" কবে খুলবে লকডাউন এখন শুধু সেই অপেক্ষায় দিন গুনছেন তাপসবাবু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.