কলকাতা, 25 অগস্ট: পার্সেলে মুড়ে কলকাতার ডাকঘরে এসে পৌঁছল মাদক (LSD in Parcel)৷ গোয়া থেকে সেই মাদক আনিয়ে কলকাতার (Kolkata Police) কোনও রেভ পার্টিতে তা সরবরাহ করার কথা ছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (STF)৷
ইটিভি ভারতকে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নেশাকুমার জানান, "একটি পার্সেলে মুড়ে ওই এলএসডি-টি এসেছে । কে বা কারা তা পাঠিয়েছে তা জানার চেষ্টা করছি আমরা । এই ধরনের মাদক রেভ পার্টিতে ব্যবহার করা হয় । তাছাড়াও বাইরের বাজারে এই মাদকের ভালো বাজারদর আছে ।"
রাজ্যে যখন সিবিআইয়ের বিচারপতিকে মাদক মামলা দিয়ে ফাঁসানোর হুমকি চিঠি দেওয়া হয়েছে, ঠিক তখনই খাস কলকাতা থেকে উদ্ধার হল মাদক । ট্যাংরায় স্থানীয় একটি পোস্ট অফিসে পার্সেলে মুড়ে এসেছে মাদক ৷ উদ্ধার হয়েছে এলএসডি (Lysergic Acid Diethylamide) মাদক । এই ঘটনায় ফয়েজ আলম নামে 21 বছরের এক যুবক এবং মহম্মদ জুনাইদ নামে 24 বছরের এক যুবককে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । ধৃতরা তিলজলার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের গতকাল ট্যাংরা সাব পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাদের থেকে উদ্ধার হয়েছে 0.54 গ্রাম তথা 30টি এলএসডি মাদক ।
আরও পড়ুন: খাস কলকাতায় নকল টাকা ছাপার কারখানায় হানা এসটিএফের
এ বিষয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এন্টালি থানার পুলিশকে নিয়ে ট্যাংরা সাব পোস্ট অফিস সংলগ্ন এলাকায় গোপন অভিযান চালিয়ে গতকাল ওই দুই যুবককে গ্রেফতার করা হয় । তারা কীভাবে ওই এলএসডি জাতীয় মাদক পেল এবং কী করতে তারা ওই অঞ্চলে দাঁড়িয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে । অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারী আধিকারিকরা । ধৃতরাই গোয়া থেকে মাদক আনিয়েছে বলে মনে করা হচ্ছে ৷
ধৃতদের জেরা করে এই ঘটনায় প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, অন্য কোনও ব্যক্তির আসার কথা ছিল ওই এলাকায় ৷ এবং এই দুই যুবক মাদক সেই ব্যক্তিকে সরবরাহ করে চলে যেত । কিন্তু তার আগেই গোয়েন্দারা অভিযুক্তদের গ্রেফতার করেছেন । স্থানীয় এন্টালি থানায় ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।