কলকাতা, ৩ জুলাই : চিকিৎসার জন্য রাখা জরুরি টাকা হারালে কী অবস্থা হয় তা কেবল ভুক্তভোগীরাই জানেন । সেই অবস্থা হয়েছিল ডানকুনির হরিয়াল গ্রামের শুভেন্দু প্রসাদের । সংকটে থাকা রোগীর টেস্ট করানোর টাকা দিতে গিয়ে বুঝতে পারেন পকেট ফাঁকা । রীতিমতো বিপাকে পড়ে যান তিনি । শরণাপন্ন হন কলকাতা পুলিশের । হারানো টাকার পুরোটাই তাঁকে ফিরিয়ে দেন উল্টোডাঙা থানার পুলিশকর্মীরা । বুঝিয়ে দিলেন, কলকাতা পুলিশের পাশে থাকার বার্তা শুধুই কথার কথা নয়।
বৃহস্পতিবার দুপুরে আর জি কর হাসপাতালের কাছে এক ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট নিতে গিয়ে 18 হাজার 600 টাকা হারান শুভেন্দুবাবু । প্যাকেটে মুড়িয়ে রাখা টাকা নিজের অজান্তেই কোথাও পড়ে যায় । এমনিতেই নিকটাত্মীয়ের অসুস্থতার কারণে মন ভালো ছিল না তাঁর। ফলে খেয়াল করেননি, কখন টাকা পড়ে গিয়েছে । চিকিৎসকরা তাঁর আত্মীয়ের আরও কিছু টেস্ট করতে দেন । তার জন্য ফের সেই ডায়াগনস্টিক সেন্টারে যান তিনি । টাকা দিতে গিয়ে দেখেন, তাঁর পকেট ফাঁকা । মাথায় আকাশ ভেঙে পড়ে । কী করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না । প্রথমে ভেবেছিলেন পকেটমারি হয়েছে। স্থানীয়দের পরামর্শে তিনি যান উল্টোডাঙা থানায় । তাঁর পরিস্থিতির কথা বুঝে সাব-ইন্সপেক্টর আর মোহন্ত এবং এসকে আফতাব আহমেদ তৎক্ষণাৎ ঘটনাস্থানে যান । টাকার খোঁজ শুরু করতে সূত্র মারফত খবর পান, পকেটমারি হয়নি । টাকার প্যাকেট পকেট থেকে পড়ে গিয়েছিল শুভেন্দুবাবুর । সেটি কুড়িয়ে নিয়ে গিয়েছে কোনও ভবঘুরে ।
এবার সেই ভবঘুরের খোঁজ শুরু হয় । অবশেষে রাইচরণ সাধুখাঁ রোডে তাকে পাওয়া যায় । কিন্তু, ঘটনাক্রমে দেখা যায়, তার কাছে রয়েছে মাত্র 6 হাজার 200 টাকা ! তবে বাকি টাকা গেল কোথায় ? ওই ভবঘুরেকে জিজ্ঞাসাবাদ করতে সে জানায়, টাকা গোনার সময় কয়েকজন তার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায় । শুরু হয় সেই ব্যক্তিদের খোঁজ । কিছু পরে তারা নিজেরাই পুলিশের হাতে তুলে দিয়ে যায় 12 হাজার 200 টাকা । অর্থাৎ মোট 18 হাজার 400 টাকায় ফেরত পাওয়া যায় । পুলিশ পুরো টাকাটাই ফিরিয়ে দেয় শুভেন্দু প্রসাদকে । ওই ভবঘুরের জন্যও থাকার জায়গা, খাবার এবং মাস্কের ব্যবস্থা করে পুুুলিশ ।