ETV Bharat / city

গ্যাস্ট্রোএন্টেরাইটিস, পেট খারাপ কি কোরোনার উপসর্গ ? - Corona infected

গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা দেখা দেওয়ায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করানো হয় । গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা দূর করতে শুরু হয় চিকিৎসা । বেসরকারি ওই হাসপাতালে এখন কোনও রোগীকে সংশ্লিষ্ট ওয়ার্ডে শিফট করানোর আগে পৃথক করে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় । COVID-19-এ আক্রান্ত কি না তা পরীক্ষা করা হয় ৷ এই রোগীর ক্ষেত্রেও তাই হয় ৷ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন ।

কোরোনা আক্রান্ত
কোরোনা আক্রান্ত
author img

By

Published : May 6, 2020, 9:10 PM IST

কলকাতা, 6 মে : জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নেই অথচ কোরোনায় আক্রান্ত ৷ এবার এমন রোগীর খোঁজ মিলেছে কলকাতায় । সম্পূর্ণ ভিন্ন উপসর্গের কোরোনা রোগীর খোঁজও পাওয়া গেল এই শহরে । COVID-19-এর উপসর্গ হিসাবে জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা নয় । এই রোগীর ক্ষেত্রে COVID-19-এর উপসর্গ হিসাবে দেখা গেল গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা । ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীর চিকিৎসা হয়েছে ।

COVID-19-এর উপসর্গ হিসাবে সাধারণত জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। বিভিন্ন ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশির উপসর্গের ক্ষেত্রেও COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে । তবে, COVID-19-এর উপসর্গ হিসাবে শুধুমাত্র যে এই ধরনের সমস্যা দেখা দেবে কোনও রোগীর ক্ষেত্রে, তাও নয় । কোনও উপসর্গ ছাড়াও COVID-19-এর সংক্রমণ ঘটে থাকতে পারে । এমনকী, ভিন্ন কোনও উপসর্গও দেখা দিতে পারে । এক্ষেত্রে COVID-19-এ আক্রান্ত রোগীর জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা নাও থাকতে পারে । এমনই জানিয়েছেন চিকিৎসকরা ।

COVID-19-এ আক্রান্ত রোগীর জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা নাও থাকতে পারে

গত 27 এপ্রিল ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা নিয়ে ভরতি হন 55 বছরের এক মহিলা । জানা গিয়েছে, এই গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যাই যে এই রোগীর ক্ষেত্রে COVID-19 সংক্রমণের উপসর্গ, তা প্রথমে বুঝতে পারেননি হাসপাতালের চিকিৎসকরা । যারা জেরে, গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের চিকিৎসা শুরু হয়েছিল ওই রোগীর ।

জানা গিয়েছে, ওই মহিলা পারকিনসনসেও আক্রান্ত । বিহারের সিওয়ানের বাসিন্দা ওই মহিলা বিভিন্ন চিকিৎসার কারণে মাস তিনেক আগে কলকাতায় এসেছেন । কলকাতার অন্য আর একটি হাসপাতালে সেই চিকিৎসা হয়েছিল । এর পরে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা দেখা দেওয়ায় ঢাকুরিয়ার বেসরকারি ওই হাসপাতালে তাঁকে ভরতি করানো হয় । গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা দূর করতে শুরু হয় চিকিৎসা ।

বেসরকারি ওই হাসপাতালে এখন কোনও রোগীকে সংশ্লিষ্ট ওয়ার্ডে শিফট করানোর আগে পৃথক করে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় । COVID-19-এ আক্রান্ত কি না তা পরীক্ষা করে দেখা হয় । এই রোগীর ক্ষেত্রেও তাই হয় ৷ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । তারপর থেকে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয় । গত 4 মে ওই মহিলার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসে । প্রোটোকল অনুযায়ী দ্বিতীয়বার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসার কারণে তাঁকে গতকাল সন্ধ্যের পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

বেসরকারি ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এক চিকিৎসক শাশ্বতী সিনহা বলেন, "COVID-19-এ সাধারণ উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট । তবে, পেট খারাপ এখন COVID-19-এর স্বীকৃত উপসর্গ । চিনের কিছু রিপোর্টেও COVID-19-এর উপসর্গ হিসাবে লুজ মোশনের বা পেট খারাপের বিষয়টি উল্লেখ করা হয়েছিল । এক্ষেত্রে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নাও থাকতে পারে । COVID-19-এর অন্য অনেক রকমের উপসর্গও দেখা যাচ্ছে । আচমকা গন্ধ বা স্বাদের অনুভূতি হারিয়ে ফেলাও COVID-19-এর উপসর্গ হিসাবে দেখা দিতে পারে ।"

তিনি আরও জানান, "ওই রোগীর পেট খারাপ দেখে প্রথমে এই সমস্যাকে COVID-19-এর উপসর্গ হিসাবে সন্দেহ করিনি আমরা । প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে অন্য ইনফেকশনের কারণ খুঁজে পাওয়া যায়নি ।" কিন্তু ওই রোগীর ক্ষেত্রে COVID-19 সন্দেহ করা না হলেও প্রোটোকল অনুযায়ী তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । রোগীকে পৃথক করে রাখা হয়েছিল । এর মধ্যে নমুনা পরীক্ষার রিপোর্ট চলে আসে । রিপোর্টে দেখা যায় ওই রোগী COVID-19 পজিটিভ ।" তারপরই চিকিৎসা শুরু হয় তাঁর ৷ এখন তিনি কোরোনা নেগেটিভ ৷ তাঁকে গতকাল ছুঁটি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক ৷

কলকাতা, 6 মে : জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নেই অথচ কোরোনায় আক্রান্ত ৷ এবার এমন রোগীর খোঁজ মিলেছে কলকাতায় । সম্পূর্ণ ভিন্ন উপসর্গের কোরোনা রোগীর খোঁজও পাওয়া গেল এই শহরে । COVID-19-এর উপসর্গ হিসাবে জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা নয় । এই রোগীর ক্ষেত্রে COVID-19-এর উপসর্গ হিসাবে দেখা গেল গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা । ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ওই রোগীর চিকিৎসা হয়েছে ।

COVID-19-এর উপসর্গ হিসাবে সাধারণত জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। বিভিন্ন ক্ষেত্রে জ্বর, সর্দি-কাশির উপসর্গের ক্ষেত্রেও COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে । তবে, COVID-19-এর উপসর্গ হিসাবে শুধুমাত্র যে এই ধরনের সমস্যা দেখা দেবে কোনও রোগীর ক্ষেত্রে, তাও নয় । কোনও উপসর্গ ছাড়াও COVID-19-এর সংক্রমণ ঘটে থাকতে পারে । এমনকী, ভিন্ন কোনও উপসর্গও দেখা দিতে পারে । এক্ষেত্রে COVID-19-এ আক্রান্ত রোগীর জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা নাও থাকতে পারে । এমনই জানিয়েছেন চিকিৎসকরা ।

COVID-19-এ আক্রান্ত রোগীর জ্বর, শুকনো কাশি, শ্বাসকষ্টের সমস্যা নাও থাকতে পারে

গত 27 এপ্রিল ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা নিয়ে ভরতি হন 55 বছরের এক মহিলা । জানা গিয়েছে, এই গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যাই যে এই রোগীর ক্ষেত্রে COVID-19 সংক্রমণের উপসর্গ, তা প্রথমে বুঝতে পারেননি হাসপাতালের চিকিৎসকরা । যারা জেরে, গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের চিকিৎসা শুরু হয়েছিল ওই রোগীর ।

জানা গিয়েছে, ওই মহিলা পারকিনসনসেও আক্রান্ত । বিহারের সিওয়ানের বাসিন্দা ওই মহিলা বিভিন্ন চিকিৎসার কারণে মাস তিনেক আগে কলকাতায় এসেছেন । কলকাতার অন্য আর একটি হাসপাতালে সেই চিকিৎসা হয়েছিল । এর পরে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা দেখা দেওয়ায় ঢাকুরিয়ার বেসরকারি ওই হাসপাতালে তাঁকে ভরতি করানো হয় । গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং পেট খারাপের সমস্যা দূর করতে শুরু হয় চিকিৎসা ।

বেসরকারি ওই হাসপাতালে এখন কোনও রোগীকে সংশ্লিষ্ট ওয়ার্ডে শিফট করানোর আগে পৃথক করে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয় । COVID-19-এ আক্রান্ত কি না তা পরীক্ষা করে দেখা হয় । এই রোগীর ক্ষেত্রেও তাই হয় ৷ তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছেন । তারপর থেকে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয় । গত 4 মে ওই মহিলার সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসে । প্রোটোকল অনুযায়ী দ্বিতীয়বার নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 নেগেটিভ আসার কারণে তাঁকে গতকাল সন্ধ্যের পর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

বেসরকারি ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এক চিকিৎসক শাশ্বতী সিনহা বলেন, "COVID-19-এ সাধারণ উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট । তবে, পেট খারাপ এখন COVID-19-এর স্বীকৃত উপসর্গ । চিনের কিছু রিপোর্টেও COVID-19-এর উপসর্গ হিসাবে লুজ মোশনের বা পেট খারাপের বিষয়টি উল্লেখ করা হয়েছিল । এক্ষেত্রে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নাও থাকতে পারে । COVID-19-এর অন্য অনেক রকমের উপসর্গও দেখা যাচ্ছে । আচমকা গন্ধ বা স্বাদের অনুভূতি হারিয়ে ফেলাও COVID-19-এর উপসর্গ হিসাবে দেখা দিতে পারে ।"

তিনি আরও জানান, "ওই রোগীর পেট খারাপ দেখে প্রথমে এই সমস্যাকে COVID-19-এর উপসর্গ হিসাবে সন্দেহ করিনি আমরা । প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে অন্য ইনফেকশনের কারণ খুঁজে পাওয়া যায়নি ।" কিন্তু ওই রোগীর ক্ষেত্রে COVID-19 সন্দেহ করা না হলেও প্রোটোকল অনুযায়ী তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । রোগীকে পৃথক করে রাখা হয়েছিল । এর মধ্যে নমুনা পরীক্ষার রিপোর্ট চলে আসে । রিপোর্টে দেখা যায় ওই রোগী COVID-19 পজিটিভ ।" তারপরই চিকিৎসা শুরু হয় তাঁর ৷ এখন তিনি কোরোনা নেগেটিভ ৷ তাঁকে গতকাল ছুঁটি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.