ETV Bharat / city

কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন লকেট চট্টোপাধ্যায়

author img

By

Published : Jul 8, 2020, 7:21 PM IST

Updated : Jul 8, 2020, 7:32 PM IST

পাঁচদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ সুস্থ হয়ে ওঠায় আজ তাঁকে ছুটি দেওয়া হয় ৷

Locket Chatterjee recovers from covid 19
লকেট চট্টোপাধ্যায়

কলকাতা, 8 জুলাই: কোরোনামুক্ত লকেট চট্টোপাধ্যায় । সুস্থ হয়ে ওঠায় আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ৷ ফেসবুকে পোস্ট করে এই খবর জানান তিনি ।

3 জুলাই লকেট চট্টোপাধ্যায়ের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর গত পাঁচদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয় । হাসপাতালের তরফে ফের তাঁর সোয়াব টেস্ট করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ এরপরই ছুটি দেওয়া হয় তাঁকে ৷

হাসপাতাল সূত্রে খবর, লকেট চট্টোপাধ্যায়ের রক্তচাপের সমস্যা ছিল । তবে প্রথম দিন থেকেই তাঁর জ্বর কমছিল । আপাতত পুরোপুরি সুস্থ তিনি ৷ ছুটি দেওয়ার সময় তাঁকে 10 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

আজ সোশাল মিডিয়ায় লকেট চট্টোপাধ্যায় লেখেন, "কঠিন পরিস্থিতিতে আমার সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের ধন্যবাদ । দলীয় কর্মীদের আশীর্বাদেই কোরোনাকে জয় করে বাড়ি ফিরেছি । আশা করি পুরোপুরি সুস্থ হয়ে আবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারব ।"

কলকাতা, 8 জুলাই: কোরোনামুক্ত লকেট চট্টোপাধ্যায় । সুস্থ হয়ে ওঠায় আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ৷ ফেসবুকে পোস্ট করে এই খবর জানান তিনি ।

3 জুলাই লকেট চট্টোপাধ্যায়ের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । এরপর গত পাঁচদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয় । হাসপাতালের তরফে ফের তাঁর সোয়াব টেস্ট করা হয় । সেই রিপোর্ট নেগেটিভ আসে ৷ এরপরই ছুটি দেওয়া হয় তাঁকে ৷

হাসপাতাল সূত্রে খবর, লকেট চট্টোপাধ্যায়ের রক্তচাপের সমস্যা ছিল । তবে প্রথম দিন থেকেই তাঁর জ্বর কমছিল । আপাতত পুরোপুরি সুস্থ তিনি ৷ ছুটি দেওয়ার সময় তাঁকে 10 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

আজ সোশাল মিডিয়ায় লকেট চট্টোপাধ্যায় লেখেন, "কঠিন পরিস্থিতিতে আমার সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের ধন্যবাদ । দলীয় কর্মীদের আশীর্বাদেই কোরোনাকে জয় করে বাড়ি ফিরেছি । আশা করি পুরোপুরি সুস্থ হয়ে আবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারব ।"

Last Updated : Jul 8, 2020, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.