ETV Bharat / city

BJP Secret Meeting : বিজেপিতে বাড়ছে বিদ্রোহ, সাময়িক ‘বরখাস্ত’ নেতাদের সঙ্গে বৈঠকে লকেট

বিজেপির সাংগঠনিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায়ের তোপের মুখে পড়েন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী । তারপরেই জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারি মতো সাময়িক বরখাস্ত নেতাদের সঙ্গে বৈঠক করলেন হুগলির সাংসদ (Locket Chatterjee in meeting with Jay Prakash, Ritesh) ৷

Secret Meeting of BJP
সাময়িক ‘বরখাস্ত’ নেতাদের সঙ্গে বৈঠকে লকেট
author img

By

Published : Mar 7, 2022, 10:24 PM IST

কলকাতা, 7 মার্চ : বিধানসভা ভোটে হারের পর থেকেই ডামাডোল চলছে বিজেপির অভ্যন্তরে ৷ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন পদ্মশিবিরের একাধিক নেতা ৷ তারপরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বিক্ষুব্ধদের বৈঠকে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ সোমবার ফের বিক্ষুব্ধ কাঁটায় বিদ্ধ বঙ্গ বিজেপি ৷ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারির মতো সাময়িক বরখাস্ত নেতারা । বৈঠকে ছিলেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহাও (Speculation about BJP secret meeting) ।

শনিবারই জাতীয় গ্রন্থাগারে বিজেপির সাংগঠনিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায়ের তোপের মুখে পড়েন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী । বৈঠকে তাঁর নাম না করেও কার্যত তাঁকেই আক্রমণের নিশানা করা হয় । তারপরেই আজ যেভাবে লকেট জয়প্রকাশ, রীতেশকে নিয়ে বৈঠক করলেন তা নিয়ে ফের বির্তক তৈরি হয়েছে দলের অন্দরে ।

সাময়িক বরখাস্ত নেতাদের সঙ্গে বৈঠকে লকেট

আরও পড়ুন : বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির, ভাষণের প্রথম ও শেষ লাইন পড়লেন রাজ্যপাল

সূত্রের খবর, বৈঠকের ছবি প্রকাশ্যে এলেও কোথায় এই বৈঠক হয়েছে তা জানা যায়নি ৷ লকেট চট্টোপাধ্যায় কেন এই বৈঠকে যোগ দিলেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

কলকাতা, 7 মার্চ : বিধানসভা ভোটে হারের পর থেকেই ডামাডোল চলছে বিজেপির অভ্যন্তরে ৷ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন পদ্মশিবিরের একাধিক নেতা ৷ তারপরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বিক্ষুব্ধদের বৈঠকে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে ৷ সোমবার ফের বিক্ষুব্ধ কাঁটায় বিদ্ধ বঙ্গ বিজেপি ৷ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারির মতো সাময়িক বরখাস্ত নেতারা । বৈঠকে ছিলেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, সমীরণ সাহাও (Speculation about BJP secret meeting) ।

শনিবারই জাতীয় গ্রন্থাগারে বিজেপির সাংগঠনিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায়ের তোপের মুখে পড়েন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী । বৈঠকে তাঁর নাম না করেও কার্যত তাঁকেই আক্রমণের নিশানা করা হয় । তারপরেই আজ যেভাবে লকেট জয়প্রকাশ, রীতেশকে নিয়ে বৈঠক করলেন তা নিয়ে ফের বির্তক তৈরি হয়েছে দলের অন্দরে ।

সাময়িক বরখাস্ত নেতাদের সঙ্গে বৈঠকে লকেট

আরও পড়ুন : বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির, ভাষণের প্রথম ও শেষ লাইন পড়লেন রাজ্যপাল

সূত্রের খবর, বৈঠকের ছবি প্রকাশ্যে এলেও কোথায় এই বৈঠক হয়েছে তা জানা যায়নি ৷ লকেট চট্টোপাধ্যায় কেন এই বৈঠকে যোগ দিলেন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

BJP Meeting
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.