ETV Bharat / city

যশের জেরে গঙ্গায় বাড়বে জলস্তর, বন্ধ থাকবে লকগেট - Lock Gate

জোয়ারের দু'ঘণ্টা আগে এবং জোয়ারের দু'ঘণ্টা পর মোট চার ঘণ্টার জন্য লকেট বন্ধ রাখা হয় । জোয়ারের সময় বৃষ্টি হলে জমা জল শহরে থেকে যায় । তার কারণ ওই সময় বন্ধ থাকে লক গেট ।

যশের জেরে গঙ্গায় বাড়বে জলস্তর, বন্ধ থাকবে লকগেট
যশের জেরে গঙ্গায় বাড়বে জলস্তর, বন্ধ থাকবে লকগেট
author img

By

Published : May 25, 2021, 7:59 PM IST

কলকাতা, 25 মে : ঘূর্ণিঝড় যশের দাপটে গঙ্গার জলস্তর আরও বৃদ্ধি পাবে আগামিকাল । ঘূর্ণিঝড় যশ মোকাবিলা করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরনিগম । কলকাতা শহরে সাতটা লকগেট রয়েছে । গঙ্গায় জোয়ারের সময় এই লকগেট বন্ধ করে দেওয়া হয় । জোয়ার চলে গেলে লকগেটগুলি খুলে দেওয়া হয় । জোয়ারের সময় জলস্তর বেড়ে যায় । সময় মতো লকগেট বন্ধ না করলে গঙ্গার জল শহরের ভেতরে প্রবেশ করে ।

কলকাতা শহরে যখন বৃষ্টি হয়, তখন লকগেটগুলি খুলে দেওয়া হয় ৷ তাতে শহরের জমা জল গিয়ে গঙ্গায় পড়ে । আজ সকাল 11 টায় জোয়ারের সময় কলকাতা পুরনিগমের লোক গিয়ে লকগেটগুলি বন্ধ করে দেয় । গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় লকগেট গুলি বন্ধ করা হয় । গঙ্গার জলস্তর ছিল প্রায় 16.75 ফুট । জোয়ারের দু'ঘণ্টা আগে এবং জোয়ারের দু'ঘণ্টা পর মোট চার ঘণ্টার জন্য লকগেট বন্ধ রাখা হয় । জোয়ারের সময় বৃষ্টি হলে জমা জল শহরে থেকে যায় । তার কারণ ওই সময় বন্ধ থাকে লকগেট ।

আগামিকাল ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় শহরের লকগেটগুলি গঙ্গার জোয়ারের সময় বন্ধ রাখা হবে । তাই জমা জল সরতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং । আগামিকাল দুপুর দেড়টায় গঙ্গার জলস্তর থাকবে 17.25 ফুট । আগামিকাল সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে । গঙ্গার পাশে লকগেটগুলি বন্ধ থাকার ফলে শহরে জল জমবে । লকগেট খুলে দেওয়ার পর জল নামবে ।

এদিন কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং জানিয়েছেন, কলকাতা শহরের 74 টি পাম্পিং স্টেশন রয়েছে । ঘূর্ণিঝড় মোকাবিলায় 74 টি পাম্পিং স্টেশনে 316 টি পাম্প কাজ করবে । কলকাতা পুরনিগমের মোট 408 পাম্প রয়েছে । 35 টি পাম্প অতিরিক্ত রাখা আছে পুরনিগমে । আজ সকাল 11:35 এ গঙ্গার লকগেটগুলি বন্ধ করে দেওয়া হয় । তিনটের সময় সেই লকগেট খুলে দেওয়া হয় । এই সময় শহরে যত বৃষ্টি হবে, তারপর কিছুটা দেরি হবে গঙ্গার জোয়ার এর জন্য ।

এদিকে তারক সিং জানিয়েছেন, ঘূর্ণিঝড় যশ মোকাবেলা করতে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের 160 জন কর্মী কাজ করছেন। আগামিকাল ভারী বৃষ্টি হলেও জল নামতে বেশ কিছুটা সময় লাগবে ৷ তার কারণ গঙ্গায় জলস্তর বেশি থাকায় জোয়ারের সময় লকগেটগুলি চার ঘণ্টা বন্ধ রাখতে হবে । দিনে দু’বার জোয়ার আসে ৷ রাজ্য সরকারের সহযোগিতায় শহরের নিকাশি নালার গুলি থেকে প্রচুর পরিমাণে পলি মাটি তুলে পরিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন : যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী

কলকাতা, 25 মে : ঘূর্ণিঝড় যশের দাপটে গঙ্গার জলস্তর আরও বৃদ্ধি পাবে আগামিকাল । ঘূর্ণিঝড় যশ মোকাবিলা করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরনিগম । কলকাতা শহরে সাতটা লকগেট রয়েছে । গঙ্গায় জোয়ারের সময় এই লকগেট বন্ধ করে দেওয়া হয় । জোয়ার চলে গেলে লকগেটগুলি খুলে দেওয়া হয় । জোয়ারের সময় জলস্তর বেড়ে যায় । সময় মতো লকগেট বন্ধ না করলে গঙ্গার জল শহরের ভেতরে প্রবেশ করে ।

কলকাতা শহরে যখন বৃষ্টি হয়, তখন লকগেটগুলি খুলে দেওয়া হয় ৷ তাতে শহরের জমা জল গিয়ে গঙ্গায় পড়ে । আজ সকাল 11 টায় জোয়ারের সময় কলকাতা পুরনিগমের লোক গিয়ে লকগেটগুলি বন্ধ করে দেয় । গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় লকগেট গুলি বন্ধ করা হয় । গঙ্গার জলস্তর ছিল প্রায় 16.75 ফুট । জোয়ারের দু'ঘণ্টা আগে এবং জোয়ারের দু'ঘণ্টা পর মোট চার ঘণ্টার জন্য লকগেট বন্ধ রাখা হয় । জোয়ারের সময় বৃষ্টি হলে জমা জল শহরে থেকে যায় । তার কারণ ওই সময় বন্ধ থাকে লকগেট ।

আগামিকাল ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় শহরের লকগেটগুলি গঙ্গার জোয়ারের সময় বন্ধ রাখা হবে । তাই জমা জল সরতে বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং । আগামিকাল দুপুর দেড়টায় গঙ্গার জলস্তর থাকবে 17.25 ফুট । আগামিকাল সকাল 11 টা থেকে বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে । গঙ্গার পাশে লকগেটগুলি বন্ধ থাকার ফলে শহরে জল জমবে । লকগেট খুলে দেওয়ার পর জল নামবে ।

এদিন কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও নিকাশি বিভাগের প্রধান তারক সিং জানিয়েছেন, কলকাতা শহরের 74 টি পাম্পিং স্টেশন রয়েছে । ঘূর্ণিঝড় মোকাবিলায় 74 টি পাম্পিং স্টেশনে 316 টি পাম্প কাজ করবে । কলকাতা পুরনিগমের মোট 408 পাম্প রয়েছে । 35 টি পাম্প অতিরিক্ত রাখা আছে পুরনিগমে । আজ সকাল 11:35 এ গঙ্গার লকগেটগুলি বন্ধ করে দেওয়া হয় । তিনটের সময় সেই লকগেট খুলে দেওয়া হয় । এই সময় শহরে যত বৃষ্টি হবে, তারপর কিছুটা দেরি হবে গঙ্গার জোয়ার এর জন্য ।

এদিকে তারক সিং জানিয়েছেন, ঘূর্ণিঝড় যশ মোকাবেলা করতে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের 160 জন কর্মী কাজ করছেন। আগামিকাল ভারী বৃষ্টি হলেও জল নামতে বেশ কিছুটা সময় লাগবে ৷ তার কারণ গঙ্গায় জলস্তর বেশি থাকায় জোয়ারের সময় লকগেটগুলি চার ঘণ্টা বন্ধ রাখতে হবে । দিনে দু’বার জোয়ার আসে ৷ রাজ্য সরকারের সহযোগিতায় শহরের নিকাশি নালার গুলি থেকে প্রচুর পরিমাণে পলি মাটি তুলে পরিষ্কার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন : যশ সামলাতে আজ রাতে নবান্নেই থাকছেন মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.