ETV Bharat / city

WB By Polls 2022 : বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সম্পন্ন হল দুই কেন্দ্রের উপনির্বাচন - live updates of 2022 asansol ballygunge by polls

WB By Polls 2022 LIVE
WB By Polls 2022 LIVE
author img

By

Published : Apr 12, 2022, 7:03 AM IST

Updated : Apr 12, 2022, 6:16 PM IST

17:55 April 12

আসানসোলে ভোটদানের হার 64.03 শতাংশ, বালিগঞ্জে ভোট পড়ল পঞ্চাশ শতাংশেরও কম

  • শেষ হল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ৷ ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর শাসকদলের তরফে সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা ৷ ভোটদানের হার নিয়ে উদ্বিগ্ন নন, বরং জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা ৷ জানালেন দু'জনেই ৷ দাবদাহ সঙ্গে রমজান মাসের কারণেই ভোটদানের হার কম, জানালেন পার্থ-ফিরহাদ ৷

15:24 April 12

  • জামুরিয়া বিধানসভার চিচুড়িয়ায় বিজেপি বুথ এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আহত বিজেপি এজেন্ট গৌতম মণ্ডলকে নিয়ে যাওয়া হয় জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ৷

14:36 April 12

  • আসানসোলে আটকে দেওয়া হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি ৷

13:47 April 12

  • ঢিমেতালে চলছে দুই কেন্দ্রের উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত ঝামেলা অশান্তির মাঝেও আসানসোলে লোকসভা কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত পড়ল 43.77 শতাংশ ভোট ৷ তুলনায় বালিগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ৷ তবে কাজের দিনে দুপুর একটা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়ল মাত্র 26.20 শতাংশ ৷ মনে করা হচ্ছে, চড়া রোদে ভোটের লাইনে দাঁড়াতে নারাজ ভোটাররা ৷ তাই রোদ পড়লে বিকেলের দিকে বাড়বে ভোটের হার ৷

12:39 April 12

  • বারাবনিতে সংবাদমাধ্যমের গাড়ি আটকাল পুলিশ ৷ পুলিশের দাবি, জেলাশাসকের নির্দেশেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাধাদান ৷ অন্যদিকে নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, খবরের তাগিদে অবাধে সমস্ত জায়গায় যেতে পারবে সাংবাদিকরা ৷

12:38 April 12

  • বারাবনিতে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলায় নিরাপত্তা বাড়ল বিজেপি প্রার্থীর ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্য পুলিশের তরফেও ৷

11:30 April 12

  • সকাল 11টা পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটের হার 26.68 শতাংশ ৷ অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 16.20 % ভোট পড়েছে ৷

11:19 April 12

  • বালিগঞ্জের রিপন স্ট্রিটের 6টি বুথে ব্যাপক ছাপ্পা দেওয়ায় অভিযোগ ৷ শাসকদলের বিরুদ্ধে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ কমিশন সাফ জানাল, কোথাও কোনও রিগিং হয়নি ৷ অন্যদিকে, অগ্নিমিত্রার কনভয়ে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে আসানসোলের পুলিশ কমিশনার ৷

10:34 April 12

  • বালিগঞ্জের রিপন স্ট্রিটের 55, 56, 57, 58, 59, 60 নম্বর বুথে ব্যাপক ছাপ্পা দেওয়ায় অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷

10:10 April 12

Agnimitra Paul
অগ্নিমিত্রা পলের উপর হামলার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে
  • বারাবনীর 177 এবং 178 নম্বর বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের উপর হামলার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে । 175 এবং 176 নম্বর বুথের কাছেও বিজেপি প্রার্থীর কনভয়ে ভাঙচুর চালানো হয় । ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কমিশন।

09:05 April 12

  • ভোটারদের বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ! এমনই অভিযোগ স্থানীয় ভোটারদের ৷ বালিগঞ্জ বিধানসভায় সাউথ পয়েন্ট স্কুলে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা ৷ এই নিয়ে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের সঙ্গে বাহিনীর সঙ্গে প্রবল বচসা শুরু হয় ৷

08:45 April 12

  • সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ সাদা কুর্তায় খোশমেজাজে পাওয়া গেল প্রার্থী ৷ বুথের বাইরে দাঁড়িয়ে গান ধরলেন তিনি ৷

08:45 April 12

  • বালিগঞ্জের 174 নং বুথ এজেন্টকে বসতে দেওয়ায় বাধা ৷ 227 নং বুথে ইভিএম খারাপ ৷

08:19 April 12

  • বুথের ভেতরে রাজ্য ও কলকাতা পুলিশ যাতায়াতের অভিযোগ এনেছিলেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ সেই অভিযোগকে খারিজ করল নির্বাচন কমিশন ৷

08:18 April 12

WB By Polls 2022 LIVE
ভোট দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
  • সকাল সকাল ভোট দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ 43 নম্বর বুথে গিয়ে ভোট দেন তিনি ৷ ভোটদানের পর তাঁর প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা বলেন, "আমি জেতার ব্যাপারে দুশো শতাংশ নিশ্চিত ৷"

07:50 April 12

  • বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে কলকাতা পুলিশ ! সেক্টর অফিসারের কাছে এমনই অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ পাঠভবন ও মডার্ন স্কুলের ভিতর কলকাতা পুলিশ থাকার অভিযোগ এনেছেন তিনি ৷ এই বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি ৷

07:44 April 12

  • ভোট শুরুর আগেই বালিগঞ্জের অশোক হল স্কুলে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা ৷ অভিযোগ বিজেপির ৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা বিজেপির পোলিং এজেন্টদের ৷

07:41 April 12

  • বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউশনের 206 নম্বর বুথের ভিভিপ্যাট মেশিন বিকল ৷ ইভিএম মেশিন খারাপ থাকায় 64 নম্বর ওয়ার্ডে ভোট শুরু হতে বিলম্ব ৷ পরে মেশিন বদলে দেওয়া হয় ৷

07:10 April 12

  • আসানসোল লোকসভা উপনির্বাচনের মোট ভোট কর্মী রয়েছেন 17 লক্ষ 36 হাজার 476 জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র 2102 টি। মোট ভোটকর্মী রয়েছেন 10 হাজার 80 জন । প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী । মোট 121 কোম্পানি সশস্ত্র বাহিনী আসানসোলে ভোটের নিরাপত্তার কাজে এসেছে । বুথের 200 মিটারের মধ্যে থাকবে না কোনও রাজ্য পুলিশ ।

06:55 April 12

live
আসানসোলে ভোটের লাইনে মহিলারা
  • বালিগঞ্জে উপনির্বাচনের দিন শহরে মোতায়েন থাকছে মোট 2 হাজার পুলিশকর্মী । এর মধ্যে প্রায় 500 জন মহিলা পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে খবর । তাছাড়াও সকাল থেকেই শহরের এন্ট্রি, এক্সিট পয়েন্টগুলোতে রয়েছে নাকা চেকিংয়ের বন্দোবস্ত ।

06:48 April 12

  • অন্যদিকে বালিগঞ্জে অগ্নি পরীক্ষার মুখে বাবুল সুপ্রিয় ৷ বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরার পর এই কেন্দ্র থেকে তাঁকেই বেছে নিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের এই আসনটি ধরে রাখার চ্যালেঞ্জ তাঁর কাছে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম এবং কংগ্রেস প্রার্থী কামারুজ্জান চৌধুরী ৷

06:40 April 12

  • সকাল 7টা থেকে শুরু ভোটগ্রহণ ৷ চলবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ৷ আসানসোলে সম্মুখ সমরে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বিগত দুটি নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলকে হারিয়েছে গেরুয়া শিবির ৷ এবারও কেন্দ্রটি ধরে রাখার বিষয়ে আশাবাদী বিজেপি ৷ অন্যদিকে খনির শহর দখল করতে মরিয়া শাসকদলও ৷

17:55 April 12

আসানসোলে ভোটদানের হার 64.03 শতাংশ, বালিগঞ্জে ভোট পড়ল পঞ্চাশ শতাংশেরও কম

  • শেষ হল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন ৷ ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর শাসকদলের তরফে সাংবাদিক সম্মেলনে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা ৷ ভোটদানের হার নিয়ে উদ্বিগ্ন নন, বরং জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা ৷ জানালেন দু'জনেই ৷ দাবদাহ সঙ্গে রমজান মাসের কারণেই ভোটদানের হার কম, জানালেন পার্থ-ফিরহাদ ৷

15:24 April 12

  • জামুরিয়া বিধানসভার চিচুড়িয়ায় বিজেপি বুথ এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আহত বিজেপি এজেন্ট গৌতম মণ্ডলকে নিয়ে যাওয়া হয় জামুরিয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ৷

14:36 April 12

  • আসানসোলে আটকে দেওয়া হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি ৷

13:47 April 12

  • ঢিমেতালে চলছে দুই কেন্দ্রের উপনির্বাচন ৷ বিক্ষিপ্ত ঝামেলা অশান্তির মাঝেও আসানসোলে লোকসভা কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত পড়ল 43.77 শতাংশ ভোট ৷ তুলনায় বালিগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ৷ তবে কাজের দিনে দুপুর একটা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়ল মাত্র 26.20 শতাংশ ৷ মনে করা হচ্ছে, চড়া রোদে ভোটের লাইনে দাঁড়াতে নারাজ ভোটাররা ৷ তাই রোদ পড়লে বিকেলের দিকে বাড়বে ভোটের হার ৷

12:39 April 12

  • বারাবনিতে সংবাদমাধ্যমের গাড়ি আটকাল পুলিশ ৷ পুলিশের দাবি, জেলাশাসকের নির্দেশেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাধাদান ৷ অন্যদিকে নির্বাচন কমিশন সাফ জানিয়েছে, খবরের তাগিদে অবাধে সমস্ত জায়গায় যেতে পারবে সাংবাদিকরা ৷

12:38 April 12

  • বারাবনিতে অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলায় নিরাপত্তা বাড়ল বিজেপি প্রার্থীর ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজ্য পুলিশের তরফেও ৷

11:30 April 12

  • সকাল 11টা পর্যন্ত আসানসোল লোকসভা কেন্দ্রে ভোটের হার 26.68 শতাংশ ৷ অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 16.20 % ভোট পড়েছে ৷

11:19 April 12

  • বালিগঞ্জের রিপন স্ট্রিটের 6টি বুথে ব্যাপক ছাপ্পা দেওয়ায় অভিযোগ ৷ শাসকদলের বিরুদ্ধে নালিশ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ কমিশন সাফ জানাল, কোথাও কোনও রিগিং হয়নি ৷ অন্যদিকে, অগ্নিমিত্রার কনভয়ে হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে আসানসোলের পুলিশ কমিশনার ৷

10:34 April 12

  • বালিগঞ্জের রিপন স্ট্রিটের 55, 56, 57, 58, 59, 60 নম্বর বুথে ব্যাপক ছাপ্পা দেওয়ায় অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷

10:10 April 12

Agnimitra Paul
অগ্নিমিত্রা পলের উপর হামলার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে
  • বারাবনীর 177 এবং 178 নম্বর বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের উপর হামলার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে । 175 এবং 176 নম্বর বুথের কাছেও বিজেপি প্রার্থীর কনভয়ে ভাঙচুর চালানো হয় । ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল কমিশন।

09:05 April 12

  • ভোটারদের বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ! এমনই অভিযোগ স্থানীয় ভোটারদের ৷ বালিগঞ্জ বিধানসভায় সাউথ পয়েন্ট স্কুলে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা ৷ এই নিয়ে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের সঙ্গে বাহিনীর সঙ্গে প্রবল বচসা শুরু হয় ৷

08:45 April 12

  • সকাল সকাল বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ সাদা কুর্তায় খোশমেজাজে পাওয়া গেল প্রার্থী ৷ বুথের বাইরে দাঁড়িয়ে গান ধরলেন তিনি ৷

08:45 April 12

  • বালিগঞ্জের 174 নং বুথ এজেন্টকে বসতে দেওয়ায় বাধা ৷ 227 নং বুথে ইভিএম খারাপ ৷

08:19 April 12

  • বুথের ভেতরে রাজ্য ও কলকাতা পুলিশ যাতায়াতের অভিযোগ এনেছিলেন বালিগঞ্জের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ সেই অভিযোগকে খারিজ করল নির্বাচন কমিশন ৷

08:18 April 12

WB By Polls 2022 LIVE
ভোট দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
  • সকাল সকাল ভোট দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ 43 নম্বর বুথে গিয়ে ভোট দেন তিনি ৷ ভোটদানের পর তাঁর প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা বলেন, "আমি জেতার ব্যাপারে দুশো শতাংশ নিশ্চিত ৷"

07:50 April 12

  • বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে কলকাতা পুলিশ ! সেক্টর অফিসারের কাছে এমনই অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ পাঠভবন ও মডার্ন স্কুলের ভিতর কলকাতা পুলিশ থাকার অভিযোগ এনেছেন তিনি ৷ এই বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি ৷

07:44 April 12

  • ভোট শুরুর আগেই বালিগঞ্জের অশোক হল স্কুলে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা ৷ অভিযোগ বিজেপির ৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা বিজেপির পোলিং এজেন্টদের ৷

07:41 April 12

  • বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউশনের 206 নম্বর বুথের ভিভিপ্যাট মেশিন বিকল ৷ ইভিএম মেশিন খারাপ থাকায় 64 নম্বর ওয়ার্ডে ভোট শুরু হতে বিলম্ব ৷ পরে মেশিন বদলে দেওয়া হয় ৷

07:10 April 12

  • আসানসোল লোকসভা উপনির্বাচনের মোট ভোট কর্মী রয়েছেন 17 লক্ষ 36 হাজার 476 জন। মোট ভোটগ্রহণ কেন্দ্র 2102 টি। মোট ভোটকর্মী রয়েছেন 10 হাজার 80 জন । প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী । মোট 121 কোম্পানি সশস্ত্র বাহিনী আসানসোলে ভোটের নিরাপত্তার কাজে এসেছে । বুথের 200 মিটারের মধ্যে থাকবে না কোনও রাজ্য পুলিশ ।

06:55 April 12

live
আসানসোলে ভোটের লাইনে মহিলারা
  • বালিগঞ্জে উপনির্বাচনের দিন শহরে মোতায়েন থাকছে মোট 2 হাজার পুলিশকর্মী । এর মধ্যে প্রায় 500 জন মহিলা পুলিশ কর্মী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রে খবর । তাছাড়াও সকাল থেকেই শহরের এন্ট্রি, এক্সিট পয়েন্টগুলোতে রয়েছে নাকা চেকিংয়ের বন্দোবস্ত ।

06:48 April 12

  • অন্যদিকে বালিগঞ্জে অগ্নি পরীক্ষার মুখে বাবুল সুপ্রিয় ৷ বিজেপি ছেড়ে তৃণমূলের হাত ধরার পর এই কেন্দ্র থেকে তাঁকেই বেছে নিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূলের এই আসনটি ধরে রাখার চ্যালেঞ্জ তাঁর কাছে ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ ৷ সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম এবং কংগ্রেস প্রার্থী কামারুজ্জান চৌধুরী ৷

06:40 April 12

  • সকাল 7টা থেকে শুরু ভোটগ্রহণ ৷ চলবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ৷ আসানসোলে সম্মুখ সমরে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ বিগত দুটি নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলকে হারিয়েছে গেরুয়া শিবির ৷ এবারও কেন্দ্রটি ধরে রাখার বিষয়ে আশাবাদী বিজেপি ৷ অন্যদিকে খনির শহর দখল করতে মরিয়া শাসকদলও ৷
Last Updated : Apr 12, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.