ETV Bharat / city

সাক্ষরতা সমাজের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি : মমতা - sustainable development

বিশ্ব সাক্ষরতা দিবসে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দাবি করলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জেরে পশ্চিমবঙ্গে স্কুলছুটের হার কমেছে ।

সাক্ষরতা সমাজের সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি : মমতা
author img

By

Published : Sep 9, 2019, 2:05 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জেরে পশ্চিমবঙ্গে স্কুলছুটের হার কমেছে । বিশ্ব সাক্ষরতা দিবসে টুইট করে এ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, "বাংলায় স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাঠ্যবই, স্কুলের জামা-কাপড়, জুতো, ব্যাগ এবং টেস্টপেপার পায় । ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী ও সবুজশ্রী-র মত প্রকল্পের মাধ্যমে স্কুলছুটের হার কমেছে"

  • আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। বাংলায় স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাঠ্যবই, স্কুলের জামা কাপড়, জুতো, ব্যাগ এবং টেস্ট পেপার পায়। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী ও সবুজশ্রী-র মত প্রকল্পের মাধ্যমে স্কুলছুটের হার কমেছে

    — Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, প্রতিবছর 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় । শিশুদের পাশাপাশি বয়স্কদের মধ্যে সাক্ষরতা প্রসারে 1966 সালে UNESCO তাদের 14 তম সাধারণ অধিবেশনে প্রতিবছর 8 সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় ।

কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জেরে পশ্চিমবঙ্গে স্কুলছুটের হার কমেছে । বিশ্ব সাক্ষরতা দিবসে টুইট করে এ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, "বাংলায় স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাঠ্যবই, স্কুলের জামা-কাপড়, জুতো, ব্যাগ এবং টেস্টপেপার পায় । ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী ও সবুজশ্রী-র মত প্রকল্পের মাধ্যমে স্কুলছুটের হার কমেছে"

  • আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। বাংলায় স্কুল পড়ুয়ারা বিনামূল্যে পাঠ্যবই, স্কুলের জামা কাপড়, জুতো, ব্যাগ এবং টেস্ট পেপার পায়। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী ও সবুজশ্রী-র মত প্রকল্পের মাধ্যমে স্কুলছুটের হার কমেছে

    — Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, প্রতিবছর 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় । শিশুদের পাশাপাশি বয়স্কদের মধ্যে সাক্ষরতা প্রসারে 1966 সালে UNESCO তাদের 14 তম সাধারণ অধিবেশনে প্রতিবছর 8 সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় ।

Pune (Maharashtra), Sep 09 (ANI): A truck collided with a tempo traveller on Sep 08. The mishap took place near Supa village in Ahmednagar district on Pune-Ahmednagar Highway. One person died while three got injured. The injured have been rushed to nearby hospital. Later vehicles were cleared off-road with the help of crane.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.