ETV Bharat / city

LIC Remains Safe : আইপিও বিক্রি করলেও সুরক্ষিত এলআইসি, দাবি সংস্থার আধিকারিকদের - আইপিও বিক্রি করলেও নিরাপদ এলআইসি

আগের মতোই নিরাপদ থাকবে এলআইসি (LIC will Remain Safe After Selling IPO) ৷ এমনটাই জানালের এলআইসি’র এমডি এস মোহান্তি ৷ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি ৷ আগামী 4 মে থেকে 3.5 শতাংশ আইপিও বিক্রি করছে সংস্থা ৷ সেখানে এলআইসি’র গ্রাহকরাও আইপিও কিনতে পারবেন ৷

LIC will Remain Safe After Selling IPO
LIC will Remain Safe After Selling IPO
author img

By

Published : Apr 29, 2022, 6:20 PM IST

কলকাতা, 29 এপ্রিল : কেন্দ্রীয় বিমা সংস্থা এলআইসি তাদের আইপিও বিক্রি করলেও, গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ (LIC will Remain Safe After Selling IPO) ৷ কলকাতায় আইপিও বিক্রি সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন, সংস্থার এমডি এস মোহান্তি ৷ আগামী 4 মে থেকে ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি তাদের আইপিও ছাড়তে চলেছে ৷ 4-9 মে পর্যন্ত শেয়ার কেনা যাবে ৷

এলআইসি’র তরফে জানানো হয়েছে, প্রতি আইপিও’র দাম 902-949 টাকা দাম ধার্য করা হয়েছে ৷ 5 শতাংশ শেয়ার বিক্রি করার থাকলেও আপাতত 3.5 শতাংশ শেয়ার বিক্রি করেছে এলআইসি ৷ এ দিন অনুষ্ঠানে সংস্থার তরফে তাদের বিপুল সম্পদের নানা তথ্য জানানো হয় ৷ সংস্থার কর্মী, এজেন্ট ও ব্যবসার পরিমাণ জানিয়ে বিমা গ্রাহকদের আশ্বস্ত করেন কর্তারা ৷

আরও পড়ুন : LIC IPO Price Value : প্রতি শেয়ারের মূল্য 902-949 টাকা, এলআইসি আইপিও-র বিডিং শুরু 4মে

সংস্থার এমডি এস মোহান্তি জানান, ইস্যু খুলবে আগামী মে মাসের 4 তারিখ ৷ ইস্যু বন্ধ হবে 9 তারিখ ৷ শেয়ার মূল্য 902-949 টাকা ৷ বিমা গ্রাহকরা আরও সস্তায় পাবেন ৷ গ্রাহকদের জন্য প্রায় 50-60 টাকা কম হবে শেয়ার ৷ 15টা শেয়ার কমপক্ষে কিনতে হবে ৷ বেসরকারিকরণের কোনও ব্যাপার নেই ৷ কেন্দ্র বর্তমানে বাজার পরিস্থিতির কথা ভেবেই 5 শতাংশ থেকে 3.5 শতাংশ করেছে ৷ খুব ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন কর্তারা ৷ তবে আইপিও বিক্রি করে লাভ হবে কি না ? তা এখনই বলতে পারছেন না আধিকারিকরা ৷ লগ্নির পর সেটা বোঝা যাবে বলে জানান সংস্থার এমডি ৷

কলকাতা, 29 এপ্রিল : কেন্দ্রীয় বিমা সংস্থা এলআইসি তাদের আইপিও বিক্রি করলেও, গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ (LIC will Remain Safe After Selling IPO) ৷ কলকাতায় আইপিও বিক্রি সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন, সংস্থার এমডি এস মোহান্তি ৷ আগামী 4 মে থেকে ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি তাদের আইপিও ছাড়তে চলেছে ৷ 4-9 মে পর্যন্ত শেয়ার কেনা যাবে ৷

এলআইসি’র তরফে জানানো হয়েছে, প্রতি আইপিও’র দাম 902-949 টাকা দাম ধার্য করা হয়েছে ৷ 5 শতাংশ শেয়ার বিক্রি করার থাকলেও আপাতত 3.5 শতাংশ শেয়ার বিক্রি করেছে এলআইসি ৷ এ দিন অনুষ্ঠানে সংস্থার তরফে তাদের বিপুল সম্পদের নানা তথ্য জানানো হয় ৷ সংস্থার কর্মী, এজেন্ট ও ব্যবসার পরিমাণ জানিয়ে বিমা গ্রাহকদের আশ্বস্ত করেন কর্তারা ৷

আরও পড়ুন : LIC IPO Price Value : প্রতি শেয়ারের মূল্য 902-949 টাকা, এলআইসি আইপিও-র বিডিং শুরু 4মে

সংস্থার এমডি এস মোহান্তি জানান, ইস্যু খুলবে আগামী মে মাসের 4 তারিখ ৷ ইস্যু বন্ধ হবে 9 তারিখ ৷ শেয়ার মূল্য 902-949 টাকা ৷ বিমা গ্রাহকরা আরও সস্তায় পাবেন ৷ গ্রাহকদের জন্য প্রায় 50-60 টাকা কম হবে শেয়ার ৷ 15টা শেয়ার কমপক্ষে কিনতে হবে ৷ বেসরকারিকরণের কোনও ব্যাপার নেই ৷ কেন্দ্র বর্তমানে বাজার পরিস্থিতির কথা ভেবেই 5 শতাংশ থেকে 3.5 শতাংশ করেছে ৷ খুব ভালো সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন কর্তারা ৷ তবে আইপিও বিক্রি করে লাভ হবে কি না ? তা এখনই বলতে পারছেন না আধিকারিকরা ৷ লগ্নির পর সেটা বোঝা যাবে বলে জানান সংস্থার এমডি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.