ETV Bharat / city

Teacher Transfer : পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হাসপাতালে দেখতে এলেন বিরোধী নেতারা - পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হাসপাতালে এলেন বিরোধী নেতারা

পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করা হয়েছে ৷ বিধাননগর সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ৷ পাশাপাশি বুধবার এনআরএস হাসপাতালে পাঁচ শিক্ষিকাকে দেখতে এলেন বাম-কং-বিজেপি নেতারা ৷ গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন তাঁরা ৷

পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
বুধবার এনআরএস হাসপাতালে অসুস্থ শিক্ষিকাদের দেখতে এসেছেন বাম-কং-বিজেপি নেতারা ৷
author img

By

Published : Aug 25, 2021, 9:15 PM IST

কলকাতা, 25 অগস্ট : বদলির জেরে পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় এবার তোলপার রাজ্য রাজনীতি । ইতিমধ্যেই পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ । এদিন বিধাননগর সিটি পুলিশের ডিসি সূর্য যাদব বলেন, "তাঁদের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় সরকারি আধিকারিককে কাজে বাধা, আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি-সহ বেআইনি ভাবে জমায়েতের মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।"

এদিকে এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপার হচ্ছে ৷ এদিন দুপুরে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকাদের দেখতে আসেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভবুদ্ধির উদয় হোক । এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ।" পাশাপাশি এদিন হাসপাতালে আসেন কংগ্রেসের প্রতিনিধি দল । কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, 'লজ্জা হওয়া উচিত সরকারের । সরকারের উচিত তদন্ত করে দেখা । মুখ্যমন্ত্রীর এহেন কাজ শোভা দেয় না ।"

বুধবার এনআরএস হাসপাতালে অসুস্থ শিক্ষিকাদের দেখতে এসেছেন বাম-কং-বিজেপি নেতারা ৷

পাশাপাশি এদিন বাম প্রতিনিধি দলও আসেন হাসপাতালে । আসেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "শিক্ষিকাদের এই আত্মহত্যা চেষ্টা করার ঘটনাকে আমি বাহবা দিচ্ছি না । কিন্তু একবার ভেবেও দেখা উচিত কী কারণে তাঁরা এই পদক্ষেপ করেছেন । কেন তাঁদের বদলি করা হল ? আদৌ কি ওই প্রকারের শিক্ষিকাদের বদলি করা যায় ? যাঁরা এই বদলির খাতায় সরকারি আধিকারিক হিসাবে সই করেছেন, প্রথমে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন । আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলব । প্রথমে শিক্ষিকাদের ভালভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে ।"

আরও পড়ুন : Bikas Bhawan: বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ

কলকাতা, 25 অগস্ট : বদলির জেরে পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় এবার তোলপার রাজ্য রাজনীতি । ইতিমধ্যেই পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ । এদিন বিধাননগর সিটি পুলিশের ডিসি সূর্য যাদব বলেন, "তাঁদের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় সরকারি আধিকারিককে কাজে বাধা, আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি-সহ বেআইনি ভাবে জমায়েতের মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।"

এদিকে এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপার হচ্ছে ৷ এদিন দুপুরে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকাদের দেখতে আসেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভবুদ্ধির উদয় হোক । এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ।" পাশাপাশি এদিন হাসপাতালে আসেন কংগ্রেসের প্রতিনিধি দল । কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, 'লজ্জা হওয়া উচিত সরকারের । সরকারের উচিত তদন্ত করে দেখা । মুখ্যমন্ত্রীর এহেন কাজ শোভা দেয় না ।"

বুধবার এনআরএস হাসপাতালে অসুস্থ শিক্ষিকাদের দেখতে এসেছেন বাম-কং-বিজেপি নেতারা ৷

পাশাপাশি এদিন বাম প্রতিনিধি দলও আসেন হাসপাতালে । আসেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "শিক্ষিকাদের এই আত্মহত্যা চেষ্টা করার ঘটনাকে আমি বাহবা দিচ্ছি না । কিন্তু একবার ভেবেও দেখা উচিত কী কারণে তাঁরা এই পদক্ষেপ করেছেন । কেন তাঁদের বদলি করা হল ? আদৌ কি ওই প্রকারের শিক্ষিকাদের বদলি করা যায় ? যাঁরা এই বদলির খাতায় সরকারি আধিকারিক হিসাবে সই করেছেন, প্রথমে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন । আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলব । প্রথমে শিক্ষিকাদের ভালভাবে চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে ।"

আরও পড়ুন : Bikas Bhawan: বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বিষ খেলেন শিক্ষিকারা, হাসপাতালে পাঁচ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.