কলকাতা, 11 ডিসেম্বর : ভুয়ো এবং "মৃত" ভোটারদের নির্বাচনী তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল বামেরা । শুক্রবার বিমান বসুর নেতৃত্বে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের কাছে স্মারকলিপি জমা দেয় 16 সদস্যের বাম প্রতিনিধিদল । একইসঙ্গে আগামী মাসের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় বামেরা। নির্ভুল ভোটার তালিকা প্রকাশের আবেদন করা হয়। একই বিষয়ে আজ অবস্থান বিক্ষোভ করেন বাম নেতারা। বিক্ষোভেও নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সকালে রবীন দেব, শমীক লাহিড়ী, প্রবীর দেব-সহ বাম নেতারা নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন । তাঁদের দাবি, রাজ্যের ভোটার তালিকায় ত্রুটি রয়েছে। মৃত ও ভুয়ো ভোটার রয়েছে একাধিক এলাকার নির্বাচনী তালিকায় । স্মারকলিপিতে নির্দিষ্ট করে 9টি নির্বাচনী কেন্দ্রের নাম দিয়েছে বামেরা। তাদের মতে, এই এলাকাগুলিতে জনসংখ্যার তুলনায় ভোটারের সংখ্যা বেশি । নির্বাচনী কেন্দ্রগুলি হল- বিধাননগর পূর্ব, বারাসত, মহেশতলা, বেহালা পূর্ব, মেটিয়াব্রুজ, যাদবপুর, বারুইপুর পশ্চিম, ফলতা ও বিষ্ণুপুর তপশিলি কেন্দ্র। শুক্রবার একই বিষয়ে প্রতিবাদে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে বিমান বসুর নেতৃত্বে অবস্থান-বিক্ষোভে করে বামেরা। বাম দলগুলির অভিযোগ, মৃত ও ভুয়ো ভোটারের কারণেই অবৈধভাবে নির্বাচনের সময় ছাপ্পা ভোট পড়ছে ।
বিমান বসু বলেন, ভোটার তালিকা সংশোধন করেই ছাড়ব। নচেত রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন করব ।