কলকাতা, 22 ডিসেম্বর : এবার নাগরিকত্ব আইন প্রত্যাহার করার দাবি জানাতে চলেছে বামছাত্র সংগঠন ৷ সোমবার এই দাবি নিয়ে কলকাতায় বৃহত্তর মিছিলের আয়োজন করেছে ৷ মিছিল শুরু হবে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন চত্বর থেকে ৷ রানি রাসমণি রোডে এসে সমাবেত হওয়ার কথা রয়েছে ৷
SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন আগামী কাল বেলা সাড়ে 12টা থেকে শুরু হবে মিছিল ৷ তিন জায়গা থেকে মিছিল শুরু হবে ৷" ছাত্র সংগঠনের এই মিছিল ঘিরে সপ্তাহের প্রথম দিন স্তব্ধ হতে পারে শহর ৷
কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষের জীবন বিপন্ন করে তুলছে, এই অভিযোগ নিয়ে আগামীকাল রানি রাসমণি রোডে সমাবেশ হবে ৷ কলকাতা পুলিশের তরফ থেকে আজ অনুমতি মিলেছে ৷
নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহারের দাবি নিয়ে পরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন দেশের বামপন্থী সংগঠনগুলির ছাত্রছাত্রীরা । কালকের সমাবেশ থেকে দেশ এবং রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে জানালেন SFI রাজ্য সম্পাদক ।