ETV Bharat / city

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামছে বাম ছাত্র সংগঠন

সোমবার নাগরিকত্ব আইন প্রত্যাহারের কলকাতায় বৃহত্তর মিছিলের আয়োজন ৷ মিছিল শুরু হবে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন চত্বর থেকে ৷ রানি রাসমণি রোডে এসে সমাবেত হওয়ার কথা রয়েছে ৷

left students agitation
CAA, NRC-র প্রতিবাদে পথে নামছে বামছাত্র সংগঠন
author img

By

Published : Dec 22, 2019, 10:56 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : এবার নাগরিকত্ব আইন প্রত্যাহার করার দাবি জানাতে চলেছে বামছাত্র সংগঠন ৷ সোমবার এই দাবি নিয়ে কলকাতায় বৃহত্তর মিছিলের আয়োজন করেছে ৷ মিছিল শুরু হবে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন চত্বর থেকে ৷ রানি রাসমণি রোডে এসে সমাবেত হওয়ার কথা রয়েছে ৷

SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন আগামী কাল বেলা সাড়ে 12টা থেকে শুরু হবে মিছিল ৷ তিন জায়গা থেকে মিছিল শুরু হবে ৷" ছাত্র সংগঠনের এই মিছিল ঘিরে সপ্তাহের প্রথম দিন স্তব্ধ হতে পারে শহর ৷

কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষের জীবন বিপন্ন করে তুলছে, এই অভিযোগ নিয়ে আগামীকাল রানি রাসমণি রোডে সমাবেশ হবে ৷ কলকাতা পুলিশের তরফ থেকে আজ অনুমতি মিলেছে ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহারের দাবি নিয়ে পরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন দেশের বামপন্থী সংগঠনগুলির ছাত্রছাত্রীরা । কালকের সমাবেশ থেকে দেশ এবং রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে জানালেন SFI রাজ্য সম্পাদক ।

কলকাতা, 22 ডিসেম্বর : এবার নাগরিকত্ব আইন প্রত্যাহার করার দাবি জানাতে চলেছে বামছাত্র সংগঠন ৷ সোমবার এই দাবি নিয়ে কলকাতায় বৃহত্তর মিছিলের আয়োজন করেছে ৷ মিছিল শুরু হবে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন চত্বর থেকে ৷ রানি রাসমণি রোডে এসে সমাবেত হওয়ার কথা রয়েছে ৷

SFI-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন আগামী কাল বেলা সাড়ে 12টা থেকে শুরু হবে মিছিল ৷ তিন জায়গা থেকে মিছিল শুরু হবে ৷" ছাত্র সংগঠনের এই মিছিল ঘিরে সপ্তাহের প্রথম দিন স্তব্ধ হতে পারে শহর ৷

কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষের জীবন বিপন্ন করে তুলছে, এই অভিযোগ নিয়ে আগামীকাল রানি রাসমণি রোডে সমাবেশ হবে ৷ কলকাতা পুলিশের তরফ থেকে আজ অনুমতি মিলেছে ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রত্যাহারের দাবি নিয়ে পরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন দেশের বামপন্থী সংগঠনগুলির ছাত্রছাত্রীরা । কালকের সমাবেশ থেকে দেশ এবং রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে জানালেন SFI রাজ্য সম্পাদক ।

Intro:অবিলম্বে নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে আগামীকাল বৃহত্তর মিছিল হবে শহরে। এনআরসি, সি এ এ, এবং পিএনআর বিরুদ্ধে পথে নামছে এসএফআই। রানী রাসমণি রোডে সমাবেশের আয়োজন করা হয়েছে এসএফআইয়ের পক্ষ থেকে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলি থেকে সঙ্ঘবদ্ধ মিছিল আসবে। রানী রাসমণি রোডে সমাবেশে তারা অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।


Body:এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন আগামীকাল যারা বিমান ধরতে যাবেন হাতে সময় নেই তাদের বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। আগামীকালের এই বৃহত্তর মিছিলে স্তব্ধ হতে পারে শহরের যান চলাচল।
মিছিল শুরু হবে বিভিন্ন দিক থেকে। রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিলে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই মানুষের জীবন বিপন্ন করে তুলছে এই অভিযোগ নিয়ে এসএফআই নেতৃত্ব কাল রানী রাসমণি রোডে সমাবেশে জমায়েত হবে। কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি মিলেছে আগামীকাল রানী রাসমণি রোডে সভা করার জন্য।
জনবিরোধী কোন পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিলে পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ অথবা অনশনে বসেন। নাগরিকত্ব আইন পাশ হয়ে যাওয়ার পরেও, কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন না সেই প্রশ্ন তোলেন এসএফআই নেতৃত্ব।


Conclusion:অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করার দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন দেশের বামপন্থী সংগঠনগুলির ছাত্রছাত্রীরা। আগামীকালের সমাবেশ থেকে দেশ এবং রাজ্য সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হবে বলে জানিয়েছেন সৃজন ভট্টাচার্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.