ETV Bharat / city

Bankshall Court: 2015 সালের মামলায় ব্যাঙ্কশাল কোর্টে জামিন একাধিক বাম নেতার

2015 সালে একটি মামলায় জামিন পেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং তরুণ মজুমদার-সহ বেশ কয়েকজন বাম নেতা (Bankshall Court)।

author img

By

Published : Jul 12, 2022, 5:30 PM IST

Left leaders granted bail at Bankshall Court in 2015 case
Bankshall Court

কলকাতা, 12 জুলাই: 2015 সালে একটি মামলায় জামিন পেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং তরুণ মজুমদার-সহ বেশকয়েকজন বাম নেতা । মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানি হয়েছে ।

2015 সালে বিদ্যুতের বিলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান করে কলকাতা জেলা বামফ্রন্ট (Left leaders granted bail at Bankshall Court in 2015 case) । রাস্তা অবরোধ করে বেআইনিভাবে প্রতিবাদ করার জন্য মামলা রুজু করে কলকাতা পুলিশ । সেই মামলাতেই এ দিন জামিন মঞ্জুর করেছে নগর দায়রা আদালত । এই মামলার আগামী শুনানি হবে 4 অগস্ট ।

এ দিন বাম নেতাদের পক্ষে আইনজীবী ইয়াসিন রহমান বলেন, "283 আইপিসি ধারা দেওয়া হয়েছিল । অবৈধভাবে রাস্তা অবরোধ করা হয়, যার কারণে সাধারণ মানুষের অসুবিধা হয়েছিল বলে অভিযোগ তোলা হয় ।"

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা গ্রহণযোগ্য, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

বিমান বসু বলেন, "আমরা পুলিশের অনুমতি নিয়েই অবস্থান করেছিলাম । শাসকদলের পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । বিচারক আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি দোষী ? আমি আর কী বলব, বললাম নির্দোষ । 2015 সালের মামলা । তরুণ বাবুর(পরিচালক)ও নাম ছিল । তিনি তো চলে গেলেন ।"

কলকাতা, 12 জুলাই: 2015 সালে একটি মামলায় জামিন পেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং তরুণ মজুমদার-সহ বেশকয়েকজন বাম নেতা । মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে এই মামলার শুনানি হয়েছে ।

2015 সালে বিদ্যুতের বিলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান করে কলকাতা জেলা বামফ্রন্ট (Left leaders granted bail at Bankshall Court in 2015 case) । রাস্তা অবরোধ করে বেআইনিভাবে প্রতিবাদ করার জন্য মামলা রুজু করে কলকাতা পুলিশ । সেই মামলাতেই এ দিন জামিন মঞ্জুর করেছে নগর দায়রা আদালত । এই মামলার আগামী শুনানি হবে 4 অগস্ট ।

এ দিন বাম নেতাদের পক্ষে আইনজীবী ইয়াসিন রহমান বলেন, "283 আইপিসি ধারা দেওয়া হয়েছিল । অবৈধভাবে রাস্তা অবরোধ করা হয়, যার কারণে সাধারণ মানুষের অসুবিধা হয়েছিল বলে অভিযোগ তোলা হয় ।"

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা গ্রহণযোগ্য, রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টে

বিমান বসু বলেন, "আমরা পুলিশের অনুমতি নিয়েই অবস্থান করেছিলাম । শাসকদলের পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । বিচারক আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি দোষী ? আমি আর কী বলব, বললাম নির্দোষ । 2015 সালের মামলা । তরুণ বাবুর(পরিচালক)ও নাম ছিল । তিনি তো চলে গেলেন ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.