ETV Bharat / city

21-র নির্বাচনের আগে যৌথ কর্মসূচিতে রাস্তায় নামবে বাম-কংগ্রেস - 2021 বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোট স্পষ্ট

পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর কলকাতায় বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অধীর চৌধুরি । ওই বৈঠকের পর বাম কংগ্রেস জোটের স্পষ্ট বার্তা দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ।

Left front-congress alliance in bengal before 2021 election
2021 নির্বাচনের আগে বাংলায় বাম-কংগ্রেস জোট সময়ের অপেক্ষা
author img

By

Published : Oct 29, 2020, 5:54 PM IST

কলকাতা, 29 অক্টোবর : 2021-র বিধানসভা ভোটের আগে বঙ্গে বাম-কংগ্রেস জোট জোরালো হচ্ছে । এর জন্য যৌথভাবে দুই দল বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে সূত্রের খবর । শেষপর্যন্ত কত আসন ভাগাভাগি হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি । তবে জোট হচ্ছে এই বার্তা স্পষ্ট ।

সম্প্রতি কলকাতায় বামফ্রন্ট এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বৈঠক করেন । সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি । পরে অধীর জোটের বার্তা দিয়ে বলেন, “বৈঠক ইতিবাচক হয়েছে । বিভিন্ন বিষয়ে আমরা যৌথভাবে কাজ করব ।” অন্যদিকে CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একই বার্তা দেন । কংগ্রেস সূত্রে খবর, যৌথ অভিযানগুলির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বামফ্রন্টের চেয়ারপার্সন বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । দুই নেতার মধ্যে ফোনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে । প্রাথমিকভাবে বিভিন্ন ইশুতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনকে প্রাধান্য দিচ্ছে দুই দল । লোকসভা নির্বাচনের সময় বাম কংগ্রেস জোট হতে পারেনি । কিন্তু অধীর চৌধুরির বিরুদ্ধে বামেরা কোনও প্রার্থী দাঁড় করায়নি । পাশাপাশি কংগ্রেসের প্রার্থী আবু হাসেমের প্রতিও প্রচ্ছন্ন সমর্থন রেখেছিল বামেরা ।

লোকসভা নির্বাচনের সময় আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দল । যে কারণে সেই সময় বাম-কংগ্রেস জোট অধরা ছিল । দুই দল নিজেদের শক্তির উপর নির্ভর করে লোকসভা ভোটে লড়াই করে । কিন্তু 2021-এর ভোটে জোট বাঁধতে বদ্ধপরিকর । এই নিয়ে দু'পক্ষের মধ্যে কোনও দ্বিধা নেই বলে জানা গেছে ।

কলকাতা, 29 অক্টোবর : 2021-র বিধানসভা ভোটের আগে বঙ্গে বাম-কংগ্রেস জোট জোরালো হচ্ছে । এর জন্য যৌথভাবে দুই দল বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে সূত্রের খবর । শেষপর্যন্ত কত আসন ভাগাভাগি হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি । তবে জোট হচ্ছে এই বার্তা স্পষ্ট ।

সম্প্রতি কলকাতায় বামফ্রন্ট এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বৈঠক করেন । সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি । পরে অধীর জোটের বার্তা দিয়ে বলেন, “বৈঠক ইতিবাচক হয়েছে । বিভিন্ন বিষয়ে আমরা যৌথভাবে কাজ করব ।” অন্যদিকে CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র একই বার্তা দেন । কংগ্রেস সূত্রে খবর, যৌথ অভিযানগুলির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বামফ্রন্টের চেয়ারপার্সন বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । দুই নেতার মধ্যে ফোনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানা গেছে । প্রাথমিকভাবে বিভিন্ন ইশুতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনকে প্রাধান্য দিচ্ছে দুই দল । লোকসভা নির্বাচনের সময় বাম কংগ্রেস জোট হতে পারেনি । কিন্তু অধীর চৌধুরির বিরুদ্ধে বামেরা কোনও প্রার্থী দাঁড় করায়নি । পাশাপাশি কংগ্রেসের প্রার্থী আবু হাসেমের প্রতিও প্রচ্ছন্ন সমর্থন রেখেছিল বামেরা ।

লোকসভা নির্বাচনের সময় আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দল । যে কারণে সেই সময় বাম-কংগ্রেস জোট অধরা ছিল । দুই দল নিজেদের শক্তির উপর নির্ভর করে লোকসভা ভোটে লড়াই করে । কিন্তু 2021-এর ভোটে জোট বাঁধতে বদ্ধপরিকর । এই নিয়ে দু'পক্ষের মধ্যে কোনও দ্বিধা নেই বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.