ETV Bharat / city

দুর্নীতিতে যুক্ত শাসক দলের নেতাদেরই জেরা করছে গোয়েন্দা, কটাক্ষ বিমানের

author img

By

Published : Sep 1, 2019, 8:52 PM IST

আজ বামফ্রন্ট ও সহযোগীদলগুলি যুদ্ধ বিরোধী শান্তি মিছিলের ডাক দিয়েছিল ৷ সবার সঙ্গে মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

বিমান বসু

কলকাতা, 1 সেপ্টেম্বর : শাসক দলের অনেককেই জেরা করার জন্য ডাকছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ED ৷ এ বিষয়ে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "যাঁদের গায়ে দুর্নীতির গন্ধ রয়েছে তাঁদের ডাকা হচ্ছে ৷" আজ বামফ্রন্ট ও সহযোগীদলগুলি যুদ্ধ বিরোধী শান্তি মিছিলের ডাক দিয়েছিল ৷ সবার সঙ্গে মিছিলে পা মেলান বিমানবাবু ৷

1 সেপ্টেম্বর দিনটিকে প্রতি বছর যুদ্ধ বিরোধী শান্তি দিবস হিসেবে পালন করে বামফ্রন্ট । আজ সেই উপলক্ষ্যে মৌলালির রামলীলা ময়দান থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ 18 টি বাম ও সহযোগী দল আজকের মিছিলে অংশ নেয় । বিমানবাবু ছাড়াও মিছিলে অংশ নেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, CPI(M)-র প্রাক্তন রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, RSP-র মনোজ ভট্টাচার্য সহ অন্যান্যরা ৷

বিমানবাবু বলেন , "যুদ্ধের নতুন করে দামামা বাজানোর চেষ্টা হচ্ছে ৷ যুদ্ধ কখনও মানুষের ভালো করে না । যুদ্ধে ধ্বংস হয় । মানুষের সংকট এবং নানাবিধ সমস্যা দেখা দেয় ।"

কলকাতা, 1 সেপ্টেম্বর : শাসক দলের অনেককেই জেরা করার জন্য ডাকছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ED ৷ এ বিষয়ে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "যাঁদের গায়ে দুর্নীতির গন্ধ রয়েছে তাঁদের ডাকা হচ্ছে ৷" আজ বামফ্রন্ট ও সহযোগীদলগুলি যুদ্ধ বিরোধী শান্তি মিছিলের ডাক দিয়েছিল ৷ সবার সঙ্গে মিছিলে পা মেলান বিমানবাবু ৷

1 সেপ্টেম্বর দিনটিকে প্রতি বছর যুদ্ধ বিরোধী শান্তি দিবস হিসেবে পালন করে বামফ্রন্ট । আজ সেই উপলক্ষ্যে মৌলালির রামলীলা ময়দান থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ 18 টি বাম ও সহযোগী দল আজকের মিছিলে অংশ নেয় । বিমানবাবু ছাড়াও মিছিলে অংশ নেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, CPI(M)-র প্রাক্তন রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, RSP-র মনোজ ভট্টাচার্য সহ অন্যান্যরা ৷

বিমানবাবু বলেন , "যুদ্ধের নতুন করে দামামা বাজানোর চেষ্টা হচ্ছে ৷ যুদ্ধ কখনও মানুষের ভালো করে না । যুদ্ধে ধ্বংস হয় । মানুষের সংকট এবং নানাবিধ সমস্যা দেখা দেয় ।"

Intro:আর্থিক দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকেই দেশের গোয়েন্দা সংস্থা ডাকছে। শাসক দল তৃণমূলের উদ্দেশ্যে আজ একথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যেভাবে শাসকদলের মন্ত্রী, সাংসদ এবং নেতাদের সিবিআই এবং ইডি দফায় দফায় জেরা করছে তার থেকে প্রমাণিত হয়, প্রকৃতই দুর্নীতির সঙ্গে যুক্ত শাসকদলের সাংসদ মন্ত্রী-নেতারা। দুর্নীতির গন্ধ যাদের গায়ে রয়েছে তাদেরকেই ডাকছে গোয়েন্দারা। যাদের দুর্নীতির গন্ধ নেই তাদেরকেতো ডাকছে না বলে আজ ক্ষোভ প্রকাশ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।


Body:আন্তর্জাতিক শান্তি সংহতি ও যুদ্ধবিরোধী দিবসে বামপন্থী ও সহযোগী দল সমূহ আজ মৌলালির রামলীলা ময়দান থেকে মহাজাতি সদন পর্যন্ত দীর্ঘ মিছিল করেন। মিছিল শেষে বক্তব্য রাখেন বাম নেতৃত্ব। ১৮ টি বাম ও সহযোগী দল আজকের মিছিলে অংশ নেয়। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার, আরএসপির মনোজ ভট্টাচার্য, সহ সবকটি বাম দলের প্রতিনিধিরা।
যুদ্ধের নতুন করে দামামা বাজাবার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, কখনোই যুদ্ধ মানুষের ভালো করে না। যুদ্ধে ধ্বংস হয়। মানুষের সংকট এবং নানাবিধ সমস্যা দেখা দেয়। তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছিল এমনই এক পয়লা সেপ্টেম্বর। তাই এই দিনটিকে যুদ্ধবিরোধী শান্তি দিবস হিসেবে পালন করে বামফ্রন্ট।


Conclusion:শপথ নেওয়া হয় আগামীদিনে, সমগ্র বিশ্বে তথা দেশের কোন প্রান্তে যুদ্ধ হতে দেওয়া যাবে না। যে সমস্ত জায়গায় এখনও যুদ্ধ চলছে, সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আবেদন জানায় বামেরা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.