ETV Bharat / city

Left-Cong Slam Mamata: মিথ্যে কথায় ডক্টরেট পাওয়া উচিত মমতার, টাটাকে তাড়ানো মন্তব্যে কটাক্ষ বাম-কংগ্রেসের - টাটাকে তাড়ানো

মিথ্যে কথার ডক্টরেট পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷ টাটাকে তাড়ানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলল বাম ও কংগ্রেস (Left-Cong Slam Mamata)৷

left-congress-slam-mamata-banerjee-for-her-remarks-on-tata-leaving-singur
মিথ্যে কথায় ডক্টরেট পাওয়া উচিত মমতার, টাটাকে তাড়ানো মন্তব্যে কটাক্ষ বাম-কংগ্রেসের
author img

By

Published : Oct 19, 2022, 6:22 PM IST

Updated : Oct 19, 2022, 6:57 PM IST

কলকাতা, 19 অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের জন্যই রতন টাটা কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন । এই অভিযোগ বারবার শোনা যায় বাম নেতাদের মুখে । কিন্তু বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন যে, তিনি টাটাকে তাড়াননি, সিপিএম তাড়িয়েছে (Tata leaving Singur)। আর তাঁর এই দাবির পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে । রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা এই নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে । তিনি মিথ্যে কথা বলছেন বলে দাবি বাম ও কংগ্রেস নেতৃত্বের (Left-Cong Slam Mamata)৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মিথ্যে কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডক্টরেট পাওয়া উচিত । দিন রাত সকাল যখন পারছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন ।" কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা ঠিক নয় । মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বলেই তিনি মনে করেন । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, "রাজ্য থেকে কারা টাটাকে তাড়িয়েছে তা দেশবাসী জানে । আজকে উনি নতুন করে ইতিহাস রচনা করতে চাইছেন ।"

আরও পড়ুন: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

এ দিন শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল । অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক শিল্পপতি উপস্থিত ছিলেন । তাঁদেরই সামনে মমতা বলেন, "টাটাকে আমি তাড়াইনি । সিপিএম তাড়িয়েছে ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে নস্যাৎ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে আজ দারুণ নতুন নতুন তথ্য আবিষ্কার করেছেন । মিথ্যার ডক্টরেট গোছের একটা ব্যবস্থা ওঁর পাওয়া জরুরি । এত মিথ্যে কথা ! মানুষকে বলার কথা নয় । একজন মুখ্যমন্ত্রী হয়ে সকাল দুপুর সন্ধ্যা এত মিথ্যা কথা কী করে বলেন আমি জানি না । ওঁর উন্নয়নের জোয়ারে পশ্চিমবঙ্গের মানুষের মাথা খারাপ হয়ে গিয়েছে । রাজ্যের মানুষ এত কাজ এত চাকরি সুযোগ পাচ্ছেন যে তাঁদের ভিন রাজ্যে যেতে হচ্ছে না । তাতেই রাজ্যের মানুষ পাগলা হয়ে গিয়েছে । আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে, টাটাদের বিরুদ্ধে তিনি ধরনায় বসেননি, বসেছিলেন বুদ্ধবাবুরা ।"

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "রাজ্য থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বললেন । তিনি তো জানেন, তিনি টাটাদের সম্পর্কে কী মন্তব্য করেছিলেন । টাটারা যাতে রাজ্যে কোনওরকম প্রোডাকশন না করতে পারে, তার জন্য যা যা প্রয়োজন তার গোটাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন । সুতরাং সেখানে অযথা অন্য কোনও রাজনীতিককে দোষারোপ করার কোনও মানে হয় না ।"

কলকাতা, 19 অক্টোবর: মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের জন্যই রতন টাটা কারখানা গুজরাতে সরিয়ে নিয়ে গিয়েছিলেন । এই অভিযোগ বারবার শোনা যায় বাম নেতাদের মুখে । কিন্তু বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন যে, তিনি টাটাকে তাড়াননি, সিপিএম তাড়িয়েছে (Tata leaving Singur)। আর তাঁর এই দাবির পরই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে । রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা এই নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে । তিনি মিথ্যে কথা বলছেন বলে দাবি বাম ও কংগ্রেস নেতৃত্বের (Left-Cong Slam Mamata)৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মিথ্যে কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডক্টরেট পাওয়া উচিত । দিন রাত সকাল যখন পারছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন ।" কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা ঠিক নয় । মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বলেই তিনি মনে করেন । ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, "রাজ্য থেকে কারা টাটাকে তাড়িয়েছে তা দেশবাসী জানে । আজকে উনি নতুন করে ইতিহাস রচনা করতে চাইছেন ।"

আরও পড়ুন: টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে, দাবি মমতার

এ দিন শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল । অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক শিল্পপতি উপস্থিত ছিলেন । তাঁদেরই সামনে মমতা বলেন, "টাটাকে আমি তাড়াইনি । সিপিএম তাড়িয়েছে ।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে নস্যাৎ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে আজ দারুণ নতুন নতুন তথ্য আবিষ্কার করেছেন । মিথ্যার ডক্টরেট গোছের একটা ব্যবস্থা ওঁর পাওয়া জরুরি । এত মিথ্যে কথা ! মানুষকে বলার কথা নয় । একজন মুখ্যমন্ত্রী হয়ে সকাল দুপুর সন্ধ্যা এত মিথ্যা কথা কী করে বলেন আমি জানি না । ওঁর উন্নয়নের জোয়ারে পশ্চিমবঙ্গের মানুষের মাথা খারাপ হয়ে গিয়েছে । রাজ্যের মানুষ এত কাজ এত চাকরি সুযোগ পাচ্ছেন যে তাঁদের ভিন রাজ্যে যেতে হচ্ছে না । তাতেই রাজ্যের মানুষ পাগলা হয়ে গিয়েছে । আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে, টাটাদের বিরুদ্ধে তিনি ধরনায় বসেননি, বসেছিলেন বুদ্ধবাবুরা ।"

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "রাজ্য থেকে টাটাদের সিপিএম তাড়িয়েছে, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বললেন । তিনি তো জানেন, তিনি টাটাদের সম্পর্কে কী মন্তব্য করেছিলেন । টাটারা যাতে রাজ্যে কোনওরকম প্রোডাকশন না করতে পারে, তার জন্য যা যা প্রয়োজন তার গোটাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন । সুতরাং সেখানে অযথা অন্য কোনও রাজনীতিককে দোষারোপ করার কোনও মানে হয় না ।"

Last Updated : Oct 19, 2022, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.