ETV Bharat / city

Left Cong on WB Governor : সরকারি অনুষ্ঠানে এসে রাজ্যকে তুলোধোনা রাজ্যপালের, ধনকড়কেই কাঠগড়ায় তুললেন অধীর-সুজন - Left-Cong criticises WB Governor

সাংবিধানিক পদে থেকে সংযত হওয়া উচিত রাজ্যপালের, কটাক্ষ বাম-কংগ্রেসের (Left and Congress criticises WB Governor )

Left Cong on WB Governor
রাজ্যপালের সংযত হওয়া উচিত,মত অধীর-সুজনের
author img

By

Published : Jan 25, 2022, 3:42 PM IST

কলকাতা, 25 জানুয়ারি : মঙ্গলবার বিধানসভায় বিআর আম্বেদকরের জন্মবার্ষিকীর উনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar criticises State Government) । বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূলের পাশাপাশি ক্ষুব্ধ বিরোধী বাম-কংগ্রেসও ৷ সব পক্ষেরই মত, সাংবিধানিক পদে থেকে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে এই ধরণের মন্তব্য করা ঠিক হয়নি রাজ্যপালের ৷

এই বিষয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন বলেন,"রাজ্যপাল একটি সাংবিধানিক পদে রয়েছেন । সেই জায়গা থেকে একটি সরকারি অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের সমালোচনা করে তিনি ঠিক কাজ করেননি ।" তাঁর কথায়,"উনি যে কথাগুলো আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেছেন তা সত্য । এই রাজ্যে গণতন্ত্র নেই একদম ঠিক কথা । তাহলে ত্রিপুরাতেও গণতন্ত্র নেই । গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে সারা ভারতবর্ষে । মানুষ সরকারের কোনও কাজের আপত্তি করলে, বিরোধিতা করলে দেশদ্রোহী হয়ে যাচ্ছে । উনি যখন রাজ্যপাল,ব্যক্তিগত পরিচয়ে সরকারি অনুষ্ঠানে যাননি সেখানে । উনি সরকারি অনুষ্ঠানে গিয়ে ওনার রাজনৈতিক মতের প্রতিফলন ঘটাবেন তা কখনও ঠিক হতে পারে না । বিআর আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মন্তব্য সমীচীন নয় । সরকারি অনুষ্ঠানে গিয়ে ব্যক্তিগত মত পোষণ করবেন, এটা রাজ্যপালের পদের সঙ্গে যায় না ৷ আদতে রাজ্যপালের অফিসকে বেইজ্জত করা হচ্ছে, পদমর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে । রাজ্যে গণতন্ত্র নেই, তা বলার অন্য জায়গা রয়েছে ।"

আরও পড়ুন : বিধানসভার অনুষ্ঠানে সরকারকে তোপ রাজ্যপালের, পাল্টা বিমানের

একই সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও ৷ এদিন বহরমপুরে তিনি বলেন, "রাজ্যপাল একজন সাংবিধানিক পদাধিকারী । তাই তিনি যাই বলুন না কেন রাজ্যপালের সংযত হয়েই বলা উচিত । পশ্চিম্বঙ্গে গণতন্ত্র নেই একথা সম্পূর্ণ সত্য নয় । পশ্চিমবঙ্গেও নির্বাচন হয় । তবে নির্বাচনে গণতন্ত্রকে পদদলিত করা হয় । মানুষের অধিকারকে পদদলিত করা হয় এটাও আংশিক সত্য । মূল সমস্যা হচ্ছে রাজ্যের সঙ্গে রাজ্যপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই । রাজ্যপালকে বলব, এই সম্পর্ক স্থাপন করতে । রাজ্যপাল উপারওয়ালা নয় ৷"

কলকাতা, 25 জানুয়ারি : মঙ্গলবার বিধানসভায় বিআর আম্বেদকরের জন্মবার্ষিকীর উনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar criticises State Government) । বিষয়টি নিয়ে শাসকদল তৃণমূলের পাশাপাশি ক্ষুব্ধ বিরোধী বাম-কংগ্রেসও ৷ সব পক্ষেরই মত, সাংবিধানিক পদে থেকে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে এই ধরণের মন্তব্য করা ঠিক হয়নি রাজ্যপালের ৷

এই বিষয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এদিন বলেন,"রাজ্যপাল একটি সাংবিধানিক পদে রয়েছেন । সেই জায়গা থেকে একটি সরকারি অনুষ্ঠানে এসে রাজ্য সরকারের সমালোচনা করে তিনি ঠিক কাজ করেননি ।" তাঁর কথায়,"উনি যে কথাগুলো আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বলেছেন তা সত্য । এই রাজ্যে গণতন্ত্র নেই একদম ঠিক কথা । তাহলে ত্রিপুরাতেও গণতন্ত্র নেই । গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে সারা ভারতবর্ষে । মানুষ সরকারের কোনও কাজের আপত্তি করলে, বিরোধিতা করলে দেশদ্রোহী হয়ে যাচ্ছে । উনি যখন রাজ্যপাল,ব্যক্তিগত পরিচয়ে সরকারি অনুষ্ঠানে যাননি সেখানে । উনি সরকারি অনুষ্ঠানে গিয়ে ওনার রাজনৈতিক মতের প্রতিফলন ঘটাবেন তা কখনও ঠিক হতে পারে না । বিআর আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মন্তব্য সমীচীন নয় । সরকারি অনুষ্ঠানে গিয়ে ব্যক্তিগত মত পোষণ করবেন, এটা রাজ্যপালের পদের সঙ্গে যায় না ৷ আদতে রাজ্যপালের অফিসকে বেইজ্জত করা হচ্ছে, পদমর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে । রাজ্যে গণতন্ত্র নেই, তা বলার অন্য জায়গা রয়েছে ।"

আরও পড়ুন : বিধানসভার অনুষ্ঠানে সরকারকে তোপ রাজ্যপালের, পাল্টা বিমানের

একই সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও ৷ এদিন বহরমপুরে তিনি বলেন, "রাজ্যপাল একজন সাংবিধানিক পদাধিকারী । তাই তিনি যাই বলুন না কেন রাজ্যপালের সংযত হয়েই বলা উচিত । পশ্চিম্বঙ্গে গণতন্ত্র নেই একথা সম্পূর্ণ সত্য নয় । পশ্চিমবঙ্গেও নির্বাচন হয় । তবে নির্বাচনে গণতন্ত্রকে পদদলিত করা হয় । মানুষের অধিকারকে পদদলিত করা হয় এটাও আংশিক সত্য । মূল সমস্যা হচ্ছে রাজ্যের সঙ্গে রাজ্যপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই । রাজ্যপালকে বলব, এই সম্পর্ক স্থাপন করতে । রাজ্যপাল উপারওয়ালা নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.