ETV Bharat / city

কংগ্রেসের সাথে সমঝোতা করবে না CPI(M), শরিকদের বোঝাবেন সূর্য-বিমানরা

রাজ্যের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে ১০টি আসনে মিলিয়ে মিশিয়ে লড়বে CPI, RSP ও ফরওয়ার্ড ব্লক। ত সোমবার RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPI-এর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন CPI(M)-এর সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও রবীন দেব। বৈঠকে তাঁরা শরিকদলগুলিকে বোঝাতে চেয়েছেন, বামফ্রন্টের তরফে কংগ্রেসের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি। তবে, সেটা না বোঝায় ফের আগামীকাল শরিক দলগুলির সাথে বৈঠক করবে CPI(M)।

author img

By

Published : Feb 20, 2019, 8:24 PM IST

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : গত সোমবার RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPI-এর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন CPI(M)-এর সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও রবীন দেব। বৈঠকে তাঁরা শরিকদলগুলিকে বোঝাতে চেয়েছেন, বামফ্রন্টের তরফে কংগ্রেসের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি। যতটুকু কথা হয়েছে সবটাই দলীয় স্তরে CPI(M)-এর সঙ্গে। শরিক নেতৃত্ব পালটা প্রশ্ন তুলেছে, তাঁরা লড়ছেন এমন কোনও আসনে কংগ্রেস প্রার্থী দিলে সেক্ষেত্রে CPI(M)-এর ভূমিকা কী হবে? বিমানবাবুরা তাঁদের জানিয়েছেন, বামফ্রন্টের অবস্থানের পক্ষেই CPI(M) থাকবে। লোকসভা ভোটে আসন সমঝোতার জট কাটাতে বাম শরিকদের নিয়ে তাই আলাদা করে ফের আর একবার আলোচনায় বসতে চাইছে CPI(M)। আগামীকাল সেই বৈঠক আলিমুদ্দিনে।

সূত্রের খবর, রাজ্যের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে ১০টি আসনে মিলিয়ে মিশিয়ে লড়বে CPI, RSP ও ফরওয়ার্ড ব্লক। CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং RSP-র বিশ্বনাথ চৌধুরি স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা তাঁরা চান না। কংগ্রেস জানিয়েছে, বোঝাপড়া হলে ১০টি আসন বাম শরিকদের ছেড়ে দেওয়া সম্ভব নয়‌। তার প্রেক্ষিতেই শরিকদের মন বোঝার চেষ্টায় নেমেছে আলিমুদ্দিন। চলতি সপ্তাহে চার বামদল মিলে আগামীকাল বৈঠক করতে চলেছে বলে খবর। CPI(M) আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের রাজ্য কমিটির বৈঠকের আগেই কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রশ্নে বামফ্রন্টের অন্দরের সমীকরণ স্পষ্ট করে নিতে চায় বলে মনে করছে অনেকে।

undefined

তিন শরিকের মধ্যে RSP-র ক্ষিতি গোস্বামী, বিশ্বনাথ চৌধুরিরা CPI(M)কে জানিয়েছে, গত বিধানসভা ভোটের অভিজ্ঞতার কথা মাথায় রেখে সমঝোতার ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলা উচিত। সূত্রের খবর, RSP-র বহরমপুর, বালুরঘাট বা জয়নগরের আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাপোড়েনের সম্ভাবনা কম। ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া এবং CPI-এর বসিরহাটের দিকে বরং কংগ্রেসের নজর বেশি। জানা গেছে, CPI এবং ফরওয়ার্ড ব্লক CPI(M)কে জানিয়েছে তিনটি করে আসনেই তারা লড়তে চায়। তবে সব শরিক দলই নিজেদের দলে আলোচনা করে বিষয়টি নিয়ে। আগামীকাল বৈঠকের পর আবার CPI(M) কথা বলবে কংগ্রেসের সঙ্গে।

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : গত সোমবার RSP, ফরওয়ার্ড ব্লক এবং CPI-এর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন CPI(M)-এর সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও রবীন দেব। বৈঠকে তাঁরা শরিকদলগুলিকে বোঝাতে চেয়েছেন, বামফ্রন্টের তরফে কংগ্রেসের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি। যতটুকু কথা হয়েছে সবটাই দলীয় স্তরে CPI(M)-এর সঙ্গে। শরিক নেতৃত্ব পালটা প্রশ্ন তুলেছে, তাঁরা লড়ছেন এমন কোনও আসনে কংগ্রেস প্রার্থী দিলে সেক্ষেত্রে CPI(M)-এর ভূমিকা কী হবে? বিমানবাবুরা তাঁদের জানিয়েছেন, বামফ্রন্টের অবস্থানের পক্ষেই CPI(M) থাকবে। লোকসভা ভোটে আসন সমঝোতার জট কাটাতে বাম শরিকদের নিয়ে তাই আলাদা করে ফের আর একবার আলোচনায় বসতে চাইছে CPI(M)। আগামীকাল সেই বৈঠক আলিমুদ্দিনে।

সূত্রের খবর, রাজ্যের মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে ১০টি আসনে মিলিয়ে মিশিয়ে লড়বে CPI, RSP ও ফরওয়ার্ড ব্লক। CPI-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এবং RSP-র বিশ্বনাথ চৌধুরি স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা তাঁরা চান না। কংগ্রেস জানিয়েছে, বোঝাপড়া হলে ১০টি আসন বাম শরিকদের ছেড়ে দেওয়া সম্ভব নয়‌। তার প্রেক্ষিতেই শরিকদের মন বোঝার চেষ্টায় নেমেছে আলিমুদ্দিন। চলতি সপ্তাহে চার বামদল মিলে আগামীকাল বৈঠক করতে চলেছে বলে খবর। CPI(M) আগামী ২৮ ফেব্রুয়ারি তাদের রাজ্য কমিটির বৈঠকের আগেই কংগ্রেসের সঙ্গে সমঝোতার প্রশ্নে বামফ্রন্টের অন্দরের সমীকরণ স্পষ্ট করে নিতে চায় বলে মনে করছে অনেকে।

undefined

তিন শরিকের মধ্যে RSP-র ক্ষিতি গোস্বামী, বিশ্বনাথ চৌধুরিরা CPI(M)কে জানিয়েছে, গত বিধানসভা ভোটের অভিজ্ঞতার কথা মাথায় রেখে সমঝোতার ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলা উচিত। সূত্রের খবর, RSP-র বহরমপুর, বালুরঘাট বা জয়নগরের আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে টানাপোড়েনের সম্ভাবনা কম। ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া এবং CPI-এর বসিরহাটের দিকে বরং কংগ্রেসের নজর বেশি। জানা গেছে, CPI এবং ফরওয়ার্ড ব্লক CPI(M)কে জানিয়েছে তিনটি করে আসনেই তারা লড়তে চায়। তবে সব শরিক দলই নিজেদের দলে আলোচনা করে বিষয়টি নিয়ে। আগামীকাল বৈঠকের পর আবার CPI(M) কথা বলবে কংগ্রেসের সঙ্গে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.